Special arithmetic questions for wb clerkship 2024.

Top arithmetic questions for wbpsc clerkship 2024.

Special arithmetic questions for wb clerkship 2024.

Introduction :

Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । Special arithmetic questions for wb clerkship 2024. এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

Special arithmetic questions for wb clerkship 2024.

Q1. একব্যক্তি 2000 টাকা দুটি ভাগে ভাগ করে একটি ব্যাংকে জমা রাখেন। প্রথম ভাগে 10% এবং দ্বিতীয় ভাগে 20% হারে সুদে মোট তিনি 320 টাকা সুদ পান। প্রথম ভাগে তিনি কত টাকা রেখেছিলেন?

  •  (A) 800            
  •  (B) 1400
  •  (C) 900              
  • (D) 1200

 (A) 800

Q2. একটি নির্বাচনী ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত থাকে। আর যারা ভোট দিয়েছেন তাদের 2% ভোট বাতিল হয়েছে। এক জন প্রার্থী 75% ভ্যালিড ভোটের মোট 9261 টি ভোট পেয়ে জয়ী হন। ঐ কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা কত জন?

  •  (A) 18200            
  •  (B)16800
  •  (C)16400          
  •  (D)15000

  (B)16800

Q3. রবীন্দ্র রায় তার দুই মেয়ে রেখা ও সীমার নামে 15% হারে দুটি স্থায়ী আমানত রাখলেন। যখন তাদের বয়স 18 বছর পূর্ণ হবে, প্রত্যকে 38000 টাকা করে পাবেন। বড় মেয়ে রেখার বয়স 12 বছর হওয়ায় সীমার জন্য 4800 টাকা বেশি রাখলেন। সীমার জন্য তিনি কত টাকা রেখেছিলেন?

  •  (A) 18200                
  •  (B) 17200
  • (C) 15200                 
  •  (D) 19200

  (C) 15200    

Q4. সুমন্ত 50000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে প্রায় 8 মাস পর সিরাজল 70000 টাকা নিয়ে ঐ ব্যবসায় যুক্ত হয়। 3 বছর পরে তাদের লাভের অনুপাত কত হবে?

  •  (A) 43 : 45           
  •  (B) 46 : 50
  • (C) 53 : 51             
  •  (D) 45 : 49

   (D) 45 : 49  

Special arithmetic questions for wb clerkship 2024.

Special arithmetic questions for wb clerkship 2024.

Q5. একজন দোকানদার ঘড়ির ওপর 7% ছাড় দেন। তিনি যদি 9% ছাড় দিতেন তাহলে তার 15 টাকা লাভ হত। ঐ ঘড়িটির ধার্য মূল্য কত?

  • (A) 700 টাকা       
  • (B) 765 টাকা
  • (C) 750 টাকা           
  • (D) 800 টাকা

 (C) 750 টাকা  

Q6. রহিত বছরের শুরুতেই 18000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। কয়েক মাস পর রাহুল 24000 টাকা দিয়ে ঐ ব্যবসায় যুক্ত হয়। বছরের শেষে দুইজনে সমান লভ্যাংশ পায়। রাহুল কত মাস পরে ঐ ব্যবসায় যুক্ত হয়েছিল?

  • (A) 3 মাস    
  • (B) 6 মাস
  • (C) 7 মাস    
  • (D) 9 মাস

 (A) 3 মাস  

Q7. পীযূষ ও রিয়াস একটি ব্যবসা শুরু করে, সেখানে পীযূষের মূলধন 8000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 3600 টাকা লাভ হলে তাতে পীযূষ 1600 টাকা পায়। সেখানে রিয়াসের মূলধন কত ছিল?

  • (A) 6000 টাকা   
  • (B) 7000 টাকা
  • (C) 8800 টাকা   
  • (D) 10000 টাকা

(D) 10000 টাকা

Q8. সুনন্দা ও দীপিকা একটি বইয়ের দোকান শুরু করে যথাক্রমে 22500 ও 35000 টাকা বিনিয়োগ করে। বছরের শেষে 13800 টাকা লাভ হলে, দীপিকার লাভের পরিমাণ কত টাকা?

  • (A) 5400 টাকা
  • (B) 8400 টাকা
  • (C) 9300 টাকা
  • (D) 7200 টাকা

(B) 8400 টাকা

Special arithmetic questions for wb clerkship 2024.

Special arithmetic questions for wb clerkship 2024.

Q9. ইমন ও সুমনের বর্তমান বয়সের অনুপাত 2 : 3 । 12 বছর পরে সেই অনুপাত হবে 11 : 15 । বর্তমানে সুমনের বয়স কত বছর?

  • (A) 32 বছর
  • (B) 45 বছর
  • (C) 48 বছর
  • (D) 62 বছর

(C) 48 বছর

Q10. একটি ঘোড়া ও একটি গরুর প্রতিটির বিক্রয় মূল্য 12000 টাকা। যদি ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গরুটি 20% লাভে বিক্রয় করা হয়, তাহলে মোটের ওপর কত টাকা লাভ বা ক্ষতি হবে?

  • (A) 1000 টাকা ক্ষতি
  • (B) 1000 টাকা লাভ
  • (C) 2000 টাকা লাভ
  • (D) 2000 টাকা ক্ষতি

(A) 1000 টাকা ক্ষতি

Q11. কোন একটি পরীক্ষায় পাশ করার জন্য 36% নম্বর পেতে হয়। একজন ছাত্র 113 নম্বর পেয়ে 85 নম্বরের জন্য ফেল করে। ঐ পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত?

  • (A) 500
  • (B) 550
  • (C) 640
  • (D) 700

(B) 550

Q12. একটি শহরের বর্তমান জনসংখ্যা 120000 জন । যদি প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

  • (A) 125550 জন
  • (B) 162900 জন
  • (C) 134650 জন
  • (D) 159720 জন

(D) 159720 জন

Q13. কোন একটি কোম্পানীর স্কুটারের উৎপাদন 40000 থেকে 48400 হয় , যদি বৃদ্ধির হার 10% হয়। তাহলে ঐ পরিমাণ বৃদ্ধির জন্য কত সময় লেগেছিল?

  • (A) 5 বছর
  • (B) 4 বছর
  • (C) 3 বছর
  • (D) 2 বছর

(D) 2 বছর

Q14. একটি পরীক্ষায় 2000 জন পরীক্ষার্থী ছিল, তাদের মধ্যে 900 জন ছিল বালক এবং বাকিরা ছিল বালিকা । যদি 32% বালক ও 38% বালিকা পাশ করে থাকে। তাহলে ফেল করা পরীক্ষার্থীর শতকরা হার কত?

  • (A) 35.3%
  • (B) 64.7%
  • (C) 68.5%
  • (D) 70%

(B) 64.7%

Q15. এক ব্যক্তির 950 টাকায় একটি রেডিও বিক্রি করে তার 5% ক্ষতি হল। রেডিও টি যদি 1040 তাকে বিক্রি করত, তাহলে তার শতকরা কত লাভ হত?

  • (A) 4%
  • (B) 4.5%
  • (C) 5%
  • (D) 9%

(A) 4%

Q16. একটি জিনিস 972 টাকায় বিক্রি করলে 8%লাভ হয়। জিনিসটি 872 টাকায় বিক্রি করলে, ক্ষতির পরিমাণ কত টাকা ?

  • (A) 28 %
  • (B) 25%
  • (C) 20%
  • (D) 15%

(A) 28 %

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top