Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Indian polity GK mcq questions and answers in Bengali 2024

Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Introduction :

Top 25 Indian polity mcq questions in Bengali 2024; ভারত ও পশ্চিমবঙ্গের যে কোন সরকারী চাকরির পরীক্ষায় ইন্ডিয়ান পোলিটি থেকে mcq question আসবেই , তাই অ্যাসপিরেন্টদের সুবিধার জন্য ইন্ডিয়ান পোলিটি থেকে মোস্ট ইমপর্ট্যান্ট একটি জি কে এম সি কিউ কোয়েশ্চানস পেপার তৈরি করা হয়েছে । এই কোয়েশ্চান পেপার থেকে SSC -CGL , SSC CHSL , SSC MTS , WBCS , BANK RAIL, NTPC, KOLKATA POLICE , WEST BENGAL POLICE আরও অনান্য পরীক্ষায় হুবহু কমন পড়বেই ।

Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Q1. কোন ভারতীয় প্রথম ভারতের সংবিধানের প্রয়োজনীয়তা উপলদ্ধি করেন?

  • (a) জওহরলাল নেহরু
  • (b) সুভাষচন্দ্র বোস
  • (c) মহাত্মা গান্ধী
  • (d) মানবেন্দ্রনাথ রায়

(d) মানবেন্দ্রনাথ রায়  

Q2. কত সালে ভারতের সংবিধান সভা বা “গণপরিষদ” গঠিত হয়েছিল?

  • (a) ১৯৪৭ সালে
  • (b) ১৯৪২ সালে
  • (c) ১৯৪৬ সালে
  • (c) ১৯৪৫ সালে

(c) ১৯৪৬ সালে 

Q3. ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?

  • (a) ২৯৯ জন
  • (b) ৩৯৪ জন
  • (c) ৩৮৯ জন
  • (d) ৪০০ জন

(c) ৩৮৯ জন 

Q4. ভারতীয় সংবিধান রচনা করতে কয়টি কমিটি তৈরি করা হয়েছিল?

  • (a) ১০ টি
  • (b) ১১ টি
  • (c) ১২ টি
  • (d ) ১৩ টি

(d ) ১৩ টি 

Q5. ভারতীয় গণপরিষদের “পতাকা বিষয়ক” কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

  • (a) জওহরলাল নেহেরু
  • (b) জে  বি কৃপালিনী
  • (c) বি আর আম্বেদকর
  • (d) কে এম মুন্সী

(b) জে  বি কৃপালিনী 

Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Q6. ভারতীয় সংবিধান সভার “আইন গত” উপদেষ্ঠা কে ছিলেন?

  • (a) বি এন রাও
  • (b) জে  বি কৃপালিনী
  • (c) বি আর আম্বেদকর
  • (d) কে এম মুন্সী

(a) বি এন রাও 

Q7. কোন আইনকে ভারতের সংবিধানের “জেরক্স কপি” বলা হয়?

  • (a) ভারত শাসন আইন ১৮৫৮
  • (b) ভারত শাসন আইন ১৯১৯
  • (c) ভারত শাসন আইন ১৮৫৩
  • (d) ভারত শাসন আইন ১৯৩৫

(d) ভারত শাসন আইন ১৯৩৫ 

Q8. কোন ভারত শাসন আইনকে ভারতের “দ্বৈত শাসনের জনক” বলা হয়?

  • (a) মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯
  • (b) মন্টেগু -চেমসফোর্ড সংস্কার আইন ১৯১৯ 
  • (c) ভারতীয় কাউনসিল অ্যাক্ট ১৮৯২
  • (d) ভারত শাসন আইন ১৯৩৫

(b) মন্টেগু -চেমসফোর্ড সংস্কার আইন ১৯১৯  

Q9. কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা করা হয়?

  • (a) চার্টার অ্যাক্ট ১৭৯৩ 
  • (b) রেগুলটিং অ্যাক্ট ১৭৭৩
  • (c) চার্টার অ্যাক্ট ১৮৫৩
  • (d)  চার্টার অ্যাক্ট ১৮৩৩

(b) রেগুলটিং অ্যাক্ট ১৭৭৩  

Q10. বর্তমান ভারতীয় সংবিধানে কয়টি “পার্ট” বা অংশ আছে?

  • (a) ২৫ টি
  • (b) ২২ টি
  • (c) ২৩ টি
  • (d) ২৪ টি

(a) ২৫ টি 

Q11. কোন কমিটির সুপারিশে “মৌলিক কর্তব্য” অংশটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়?

  • (a) স্বর্ণ সিং কমিটি
  • (b) রাজ মান্নার কমিটি
  • (c) চেলিয়ার কমিটি
  • (d) সারকারিয়া কমিটি

(a) স্বর্ণ সিং কমিটি

Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Q12. কত সালে “মৌলিক কর্তব্য” অংশটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়?

  • (a) ১৯৪২ সালে
  • (b) ১৯৬৭ সালে
  • (c) ১৯৭৬ সালে
  • (d) ১৯৮৩ সালে

(c) ১৯৭৬ সালে

Q13. “মৌলিক কর্তব্য” অংশটি ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেল -এর  অন্তর্ভুক্ত আছে?

  • (a) আর্টিকেল ৫১
  • (b) আর্টিকেল ৫১ (a)
  • (c) আর্টিকেল ৫৪ (b)
  • (d)  আর্টিকেল ৫৫ (c)

(b) আর্টিকেল ৫১ (a)

Q14. ভারতের সংবিধান অনুযায়ী “ভারত” একটি কোন ধরনের দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত ?

  • (a) যুক্তরাষ্ট্র
  • (b) সংঘ ( ইউনিয়ন )
  • (c) প্রজাতন্ত্র প্রধান
  • (d) যৌথরাষ্ট্র 

(b) সংঘ ( ইউনিয়ন )

Q15. “মিজোরাম” কত সালে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে ?

  • (a) ১৯৮০ সালে
  • (b) ১৯৮৫ সালে
  • (c) ১৯৮৬ সালে
  • (d) ১৯৮৮ সালে

(c) ১৯৮৬ সালে

Q16. ভারতের সুপ্রিমকোর্টের কোন প্রধান বিচারপতি প্রথম বার রাষ্ট্রপতি হিসেবে এবং দ্বিতীয় বার  উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন?

  • (a) মহম্মদ হিদায়াতুল্লাহ
  • (b) বিজন কুমার মুখার্জী
  • (c) অমল কুমার সরকার
  • (d) জেকিসান দাশ হরিলাল কানিয়া

(a) মহম্মদ হিদায়াতুল্লাহ

Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Q17. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনকে “মিনি সংবিধান” বলা হয়?

  • (a) ৩৫তম
  • (b) ৩৯ তম
  • (c) ৪০ তম
  • (d) ৪২ তম

(d) ৪২ তম

Q18. বর্তমানে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?

  • (a) ৫ বছর
  • (b) ৬ বছর
  • (c) ৭ বছর
  • (d) স্থায়ী

(b) ৬ বছর

Q19. বর্তমানে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন ?

  • (a) 250 জন
  • (b) 245 জন
  • (c) 238 জন
  • (d) 230 জন

(a) 250 জন

Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Top 25 Indian polity mcq questions in Bengali 2024

Q20. বর্তমানে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?

  • a) 550 জন
  • (b) 552 জন
  • (c) 530 জন
  • (d) 545 জন

(b) 552 জন

Q21. বর্তমানে পার্লামেন্টের লোকসভায় কত জন অ্যাক্টিভ সদস্য আছে?

  • (a) 550 জন
  • (b) 552 জন
  • (c) 530 জন
  • (d) 545 জন

(d) 545 জন

Q22. বর্তমানে পার্লামেন্টের রাজ্যসভায় কত জন অ্যাক্টিভ সদস্য আছে?

  • (a) 250 জন
  • (b) 245 জন
  • (c) 238 জন
  • (d) 230 জন

(b) 245 জন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top