Indian polity GK mcq questions and answers in Bengali 2024
Introduction :
Top 25 Indian polity mcq questions in Bengali 2024; ভারত ও পশ্চিমবঙ্গের যে কোন সরকারী চাকরির পরীক্ষায় ইন্ডিয়ান পোলিটি থেকে mcq question আসবেই , তাই অ্যাসপিরেন্টদের সুবিধার জন্য ইন্ডিয়ান পোলিটি থেকে মোস্ট ইমপর্ট্যান্ট একটি জি কে এম সি কিউ কোয়েশ্চানস পেপার তৈরি করা হয়েছে । এই কোয়েশ্চান পেপার থেকে SSC -CGL , SSC CHSL , SSC MTS , WBCS , BANK RAIL, NTPC, KOLKATA POLICE , WEST BENGAL POLICE আরও অনান্য পরীক্ষায় হুবহু কমন পড়বেই ।
Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Q1. কোন ভারতীয় প্রথম ভারতের সংবিধানের প্রয়োজনীয়তা উপলদ্ধি করেন?
- (a) জওহরলাল নেহরু
- (b) সুভাষচন্দ্র বোস
- (c) মহাত্মা গান্ধী
- (d) মানবেন্দ্রনাথ রায়
(d) মানবেন্দ্রনাথ রায়
Q2. কত সালে ভারতের সংবিধান সভা বা “গণপরিষদ” গঠিত হয়েছিল?
- (a) ১৯৪৭ সালে
- (b) ১৯৪২ সালে
- (c) ১৯৪৬ সালে
- (c) ১৯৪৫ সালে
(c) ১৯৪৬ সালে
Q3. ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?
- (a) ২৯৯ জন
- (b) ৩৯৪ জন
- (c) ৩৮৯ জন
- (d) ৪০০ জন
(c) ৩৮৯ জন
Q4. ভারতীয় সংবিধান রচনা করতে কয়টি কমিটি তৈরি করা হয়েছিল?
- (a) ১০ টি
- (b) ১১ টি
- (c) ১২ টি
- (d ) ১৩ টি
(d ) ১৩ টি
Q5. ভারতীয় গণপরিষদের “পতাকা বিষয়ক” কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
- (a) জওহরলাল নেহেরু
- (b) জে বি কৃপালিনী
- (c) বি আর আম্বেদকর
- (d) কে এম মুন্সী
(b) জে বি কৃপালিনী
Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Q6. ভারতীয় সংবিধান সভার “আইন গত” উপদেষ্ঠা কে ছিলেন?
- (a) বি এন রাও
- (b) জে বি কৃপালিনী
- (c) বি আর আম্বেদকর
- (d) কে এম মুন্সী
(a) বি এন রাও
Q7. কোন আইনকে ভারতের সংবিধানের “জেরক্স কপি” বলা হয়?
- (a) ভারত শাসন আইন ১৮৫৮
- (b) ভারত শাসন আইন ১৯১৯
- (c) ভারত শাসন আইন ১৮৫৩
- (d) ভারত শাসন আইন ১৯৩৫
(d) ভারত শাসন আইন ১৯৩৫
Q8. কোন ভারত শাসন আইনকে ভারতের “দ্বৈত শাসনের জনক” বলা হয়?
- (a) মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯
- (b) মন্টেগু -চেমসফোর্ড সংস্কার আইন ১৯১৯
- (c) ভারতীয় কাউনসিল অ্যাক্ট ১৮৯২
- (d) ভারত শাসন আইন ১৯৩৫
(b) মন্টেগু -চেমসফোর্ড সংস্কার আইন ১৯১৯
Q9. কোন আইনের মাধ্যমে কলকাতায় সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠা করা হয়?
- (a) চার্টার অ্যাক্ট ১৭৯৩
- (b) রেগুলটিং অ্যাক্ট ১৭৭৩
- (c) চার্টার অ্যাক্ট ১৮৫৩
- (d) চার্টার অ্যাক্ট ১৮৩৩
(b) রেগুলটিং অ্যাক্ট ১৭৭৩
Q10. বর্তমান ভারতীয় সংবিধানে কয়টি “পার্ট” বা অংশ আছে?
- (a) ২৫ টি
- (b) ২২ টি
- (c) ২৩ টি
- (d) ২৪ টি
(a) ২৫ টি
Q11. কোন কমিটির সুপারিশে “মৌলিক কর্তব্য” অংশটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়?
- (a) স্বর্ণ সিং কমিটি
- (b) রাজ মান্নার কমিটি
- (c) চেলিয়ার কমিটি
- (d) সারকারিয়া কমিটি
(a) স্বর্ণ সিং কমিটি
Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Q12. কত সালে “মৌলিক কর্তব্য” অংশটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়?
- (a) ১৯৪২ সালে
- (b) ১৯৬৭ সালে
- (c) ১৯৭৬ সালে
- (d) ১৯৮৩ সালে
(c) ১৯৭৬ সালে
Q13. “মৌলিক কর্তব্য” অংশটি ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেল -এর অন্তর্ভুক্ত আছে?
- (a) আর্টিকেল ৫১
- (b) আর্টিকেল ৫১ (a)
- (c) আর্টিকেল ৫৪ (b)
- (d) আর্টিকেল ৫৫ (c)
(b) আর্টিকেল ৫১ (a)
Q14. ভারতের সংবিধান অনুযায়ী “ভারত” একটি কোন ধরনের দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত ?
- (a) যুক্তরাষ্ট্র
- (b) সংঘ ( ইউনিয়ন )
- (c) প্রজাতন্ত্র প্রধান
- (d) যৌথরাষ্ট্র
(b) সংঘ ( ইউনিয়ন )
Q15. “মিজোরাম” কত সালে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে ?
- (a) ১৯৮০ সালে
- (b) ১৯৮৫ সালে
- (c) ১৯৮৬ সালে
- (d) ১৯৮৮ সালে
(c) ১৯৮৬ সালে
Q16. ভারতের সুপ্রিমকোর্টের কোন প্রধান বিচারপতি প্রথম বার রাষ্ট্রপতি হিসেবে এবং দ্বিতীয় বার উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন?
- (a) মহম্মদ হিদায়াতুল্লাহ
- (b) বিজন কুমার মুখার্জী
- (c) অমল কুমার সরকার
- (d) জেকিসান দাশ হরিলাল কানিয়া
(a) মহম্মদ হিদায়াতুল্লাহ
Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Q17. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনকে “মিনি সংবিধান” বলা হয়?
- (a) ৩৫তম
- (b) ৩৯ তম
- (c) ৪০ তম
- (d) ৪২ তম
(d) ৪২ তম
Q18. বর্তমানে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?
- (a) ৫ বছর
- (b) ৬ বছর
- (c) ৭ বছর
- (d) স্থায়ী
(b) ৬ বছর
Q19. বর্তমানে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন ?
- (a) 250 জন
- (b) 245 জন
- (c) 238 জন
- (d) 230 জন
(a) 250 জন
Top 25 Indian polity mcq questions in Bengali 2024
Q20. বর্তমানে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
- a) 550 জন
- (b) 552 জন
- (c) 530 জন
- (d) 545 জন
(b) 552 জন
Q21. বর্তমানে পার্লামেন্টের লোকসভায় কত জন অ্যাক্টিভ সদস্য আছে?
- (a) 550 জন
- (b) 552 জন
- (c) 530 জন
- (d) 545 জন
(d) 545 জন
Q22. বর্তমানে পার্লামেন্টের রাজ্যসভায় কত জন অ্যাক্টিভ সদস্য আছে?
- (a) 250 জন
- (b) 245 জন
- (c) 238 জন
- (d) 230 জন
(b) 245 জন