wbpsc clerkship gk 90% কমন question 2024

wbpsc clerkship gk questions 2024

wbpsc clerkship gk 90% কমন question 2024

wbpsc clerkship gk 90% কমন question 2024

wbpsc clerkship gk 90% কমন question 2024 আগামী ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের CLERKSHIP পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ QUESTION পেপার তৈরি করা হয়েছে । এই কোয়েশ্চান পেপার থেকে কলকাতা পুলিশ , ওয়েস্ট বেঙ্গল পুলিশ , ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ও MTS SSC CHSL CGL ইত্যাদি পরীক্ষায় অনেক প্রশ্ন হুবহু কমন পরবেই । পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে চাইলে ডাউনলোড করতে পারেন ।

Q1. অতি সম্প্রতি “রেমাল” সাইক্লোনের নাম কারণ কোন দেশ করেন?

  • (A) ওমান
  • (B) বাংলাদেশ
  • (C) শ্রীলঙ্কা
  • (D) কুয়েত

(A) ওমান

Q2. অতি সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য “ড্রিমস” (DRIMS) প্রজেক্ট লঞ্চ করল?

  • (A)  পশ্চিমবঙ্গ
  • (B)  আসাম
  • (C)  ওড়িশা
  • (D)  মণিপুর

(B)  আসাম

Q3. “ইন্ডিয়ান হোমরুল সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন ?

  • (A) শ্যামাজি কৃষ্ণ বার্মা
  • (B) গোপাল কৃষ্ণ গোখেল
  • (C) লালা লাজপত রায়
  • (D) অ্যানি বেসান্ত

(D) অ্যানি বেসান্ত

Q4. আধুনিক “পর্যায় সারণীর সুত্র” কে আবিষ্কার করেন?

  • (A) জন ডাল্টন
  • (B) মেনডেলিফ 
  • (C) ডোবরেইনার
  • (D) মোসলে 

(B) মেনডেলিফ 

Q5. “A brief history of time” বইটি কোন বিজ্ঞানীর আত্মজীবনী ?

  • (A) আবদুল কালাম
  • (B) গ্যালিলিও
  • (C) স্টিফেন হকিং
  • (D) জেমস ওয়াট

 (C) স্টিফেন হকিং

wbpsc clerkship gk 90% কমন question 2024

wbpsc clerkship gk 90% কমন question 2024

Q6. অতি সম্প্রতি ভারতের কোন কৃষি-বিজ্ঞানী “ভারত রত্ন” অ্যাওয়ার্ড পান?

  • (A) এম এস স্বামীনাথন
  • (B) শ্যাম পিত্রদা
  • (C) রাজীব কুমার
  • (D) বেঞ্জামিন পেরী পাল

 (A) এম এস স্বামীনাথন

Q7. ভারতের কোন সুলতান “সতীদাহ প্রথা” নিষিদ্ধ করেন?

  • (A) মহম্মদ বিন তুঘলক
  • (B) জলজ উদ্দিন খলজি
  • (C) ফিরোজ তুঘলক
  • (D) আলাউদ্দিন খলজি

(A) মহম্মদ বিন তুঘলক 

Q8. বিখ্যাত “ভদ্রা বন্যাপ্রাণী অভয়ারণ্য” ভারতের কোন রাজ্যে আছে ?

  • (A) তামিলনাড়ু
  • (B) গোয়া
  • (C) কর্ণাটক
  • (D) তেলেঙ্গানা

(C) কর্ণাটক

Q9. বায়ুমণ্ডল ও সামুদ্রিক বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করার জন্য “নাসা” (NASA) কোন উপগ্রহ উৎক্ষেপণ করল?

  • (A) PRIMUS
  • (B) PRIMAL
  • (C) PACE
  • (D) PASSEX

(C) PACE

Q10. “মন্ট্রিল প্রটোকলের” প্রধান বিষয় কি?

  • (A) ওজন স্তর সংরক্ষণ
  • (B) জৈব বৈচিত্র সংরক্ষণ
  • (C) বিশ্ব উষ্ণায়ন
  • (D) জলবায়ু পরিবর্তন

(A) ওজন স্তর সংরক্ষণ

Q11. ভারতের কোন রাজ্য “জিপসাম” উৎপাদনে প্রথম স্থান করেছে?

  • (A) রাজস্থান
  • (B) গুজরাট
  • (C) ঝাড়খন্ড
  • (D) মধ্যপ্রদেশ

(A) রাজস্থান

wbpsc clerkship gk 90% কমন question 2024

wbpsc clerkship gk 90% কমন question 2024

Q12. “কানহা জাতীয় উদ্যান” ভারতের কোন রাজ্যে আছে?

  • (A) মধ্যপ্রদেশ
  • (B) বিহার
  • (C) ঝাড়খন্ড
  • (D) আসাম

(A) মধ্যপ্রদেশ

Q13. ২০২৮ সালে ব্রিকস (BRICS) সন্মেলনে  সভাপতিত্ব করবে কোন দেশ?

  • (A) রাশিয়া
  • (B) চীন
  • (C) ভারত
  • (D) ব্রাজিল

(A) রাশিয়া

Q14. ভারতের কোন রাজ্য “মাই স্কুল মাই প্রাইড” অভিযান শুরু করল?

  • (A) উত্তরাখণ্ড
  • (B) হিমাচল প্রদেশ
  • (C) সিকিম
  • (D) নাগাল্যান্ড

(B) হিমাচল প্রদেশ

Q15. গান্ধীজির “ডান্ডি মার্চের” সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

  • (A) লর্ড উইলিংডন
  • (B) লর্ড রিডিং
  • (C) লর্ড আরউইন
  • (D) লর্ড লিনলিথগো 

(C) লর্ড আরউইন

wbpsc clerkship gk 90% কমন question 2024

wbpsc clerkship gk 90% কমন question 2024

Q16. “খাবারের দুর্গন্ধতা” কোন বিক্রিয়ার উদাহরণ ?

  • (A) সংমিশ্রণ বিক্রিয়া
  • (B) জারণ বিক্রিয়া
  • (C) বিজারণ বিক্রিয়া
  • (D) প্রতিস্থাপন

(B) জারণ বিক্রিয়া

Q17. আন্টার্কটিকায় ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র কোনটি?

  • (A) ভারতী
  • (B) দক্ষিণ গঙ্গোত্রি
  • (C) হিমাদ্রি
  • (D) মৈত্রী

(D) মৈত্রী

Q18. ভারতের বৃহত্তম “অটল সেতু” কোন দুটি শহরকে কানেক্ট করেছে?

  • (A) মুম্বাই -নবী মুম্বাই
  • (B) মুম্বাই – বান্দ্রা
  • (C) মুম্বাই – হাজিয়ালি
  • (D) মুম্বাই – পুনে

(A) মুম্বাই -নবী মুম্বাই

Q19. গৌতম বুদ্ধের সমকালীন চিকিৎসকের নাম কি?

  • (A) কৌটিল্য
  • (B) নচিকেতা
  • (C) চরক
  • (D) জীবক

(D) জীবক

Q20. ভারতের কোন রাজ্যে প্রথম “অপারেশন বর্গা” চালু হয় ?

  • (A) কর্ণাটক
  • (B) পশ্চিমবঙ্গ
  • (C) হরিয়ানা
  • (D) কেরালা

(B) পশ্চিমবঙ্গ

👉👉👉 https://padashona.com/new-english-mcq-questions-for-wbcs-kp-2024

READ MORE👉👉https://byjus.com/ : wbpsc clerkship gk 90% কমন question 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top