Bengali gk question for competitive exam 2024.

Bengali gk quiz for competitive exams 2024.

Bengali gk question for competitive exam 2024.

Introductions :

Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। Bengali gk question for competitive exam 2024. কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Bengali gk question for competitive exam 2024.

Q1. বিখ্যাত “History of British India” বইটি কার লেখা?

  • (A) চার্লস গ্রান্ট
  • (B) জন স্টুয়ার্ট মিল
  • (C) জেমস মিল
  • (D) উইলিয়াম জোন্স

(C) জেমস মিল

Q2. ভারতের কোন রাজনৈতিক প্রতিষ্ঠান 1920 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে রাখা হয় “স্বরাজ্য সভা”?

  • (A) অল ইন্ডিয়া হোমরুল লিগ 
  • (B) হিন্দু মহাসভা
  • (C) সাউথ ইন্ডিয়ান লিবারাল ফেডারেশন
  • (D) দ্যা সারভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি

(A) অল ইন্ডিয়া হোমরুল লিগ 

Q3. আচার্য বিনোভা ভাবে ভারতের কোথায় প্রথম “ভুদান আন্দোলন” শুরু করেন?

  • (A) উদয়গিরি
  • (B) রায়পুর
  • (C) পচামপল্লী
  • (D) ভেঙ্কটগিরি 

(C) পচামপল্লী

Q4. আচার্য বিনোভা ভাবে কত খ্রিস্টাব্দে প্রথম “ভুদান আন্দোলন” শুরু করেন?

  • (A) 1950
  • (B) 1951
  • (C) 1965
  • (D) 1972

(B) 1951

Q5. ভারতের কোন গ্রামটি “দ্যা ভিলেজ অফ ন্যাশনাল ফ্লাগ “ নামে পরিচিত?

  • (A) তুলসী গিরি
  • (B) হুবলি
  • (C) উটি
  • (D) নবোদয়

(A) তুলসী গিরি

Bengali gk question for competitive exam 2024.

Bengali gk question for competitive exam 2024.

Q6. ভারতের “ন্যাশনাল ফ্লাগ” তৈরীর সার্টিফাইয়েড একমাত্র কোম্পানী কোনটি?

  • (A) KKGSS
  • (B) TKGSS
  • (C) MKGSS
  • (D) PKGSS

(A) KKGSS

Q7. কোন ভাইসরয়ের সময়ে “হোয়াইট মিউটিনী” (1883) ঘটেছিল ?

  • (A) লর্ড কার্জন
  • (B) লর্ড মিন্টো
  • (C) লর্ড রিপন
  • (D) লর্ড হার্ডিঞ্জ

(C) লর্ড রিপন

Q8. ভারতের সিপাহী বিদ্রোহের ঠিক পরেই কোন বিখ্যাত বিদ্রোহ ইউরোপের মাটিতে ঘটেছিল 1858 খ্রিস্টাব্দে?

  • (A) রয়াল রিভেলিয়ান
  • (B) হোয়াইট মিউটিনী 
  • (C) তেভাগা মুভমেন্ট
  • (D) গোদান মুভমেন্ট

(B) হোয়াইট মিউটিনী 

Q9. কোন ইংরেজ সর্ব-প্রথম “ভাগবত গীতা” ইংরেজিতে অনুবাদ করেন?

  • (A) উইলিয়াম জোন্স
  • (B) চার্লস উইলকিন্স
  • (C) জন মার্শাল
  • (D) আলেক্সান্ডার কানিংঘাম

(B) চার্লস উইলকিন্স 

Q10. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী “বহিষ্কৃত ভারত” নামে একটি পত্রিকা শুরু করেন?

  • (A) বাল গঙ্গাধর তিলক
  • (B) বি আর আম্বেদকর
  • (C) বি ডি সাভারকর
  • (D) গোপাল কৃষ্ণ গোখেল

(B) বি আর আম্বেদকর

Q11. ভারতের কোন শ্রেণীর ও স্তরের শিক্ষার উন্নতির জন্য “হান্টার কমিশন” নিয়োগ করা হয়?

  • (A) গার্ল্স এডুকেশন
  • (B) হায়ার এডুকেশন
  • (C) প্রাইমারী এডুকেশন
  • (D) টেক্নিক্যাল এডুকেশন

(C) প্রাইমারী এডুকেশন

Q12. কত সালে ব্রিটিশ সরকার ইউনিভার্সিটি শিক্ষার উন্নতির জন্য “স্যাডলার কমিশন” নিয়োগ করেন?

  • (A) 1919
  • (B) 1917
  • (C) 1921
  • (D) 1896

(B) 1917

Q13. ভারতের কোন কবি “টেগোর অফ পাঞ্জাব” বা “পাঞ্জাবের রবীন্দ্রনাথ ঠাকুর” নামে পরিচিত?

  • (A) পুরাণ সিং
  • (B) মোহন সিং
  • (C) কর্তার সিং ডুগগল
  • (D) অমৃতা প্রীতম

(A) পুরাণ সিং

Q14. ভারতের কোন গভর্নর জেনারেলের সময়ে “প্রাচীন স্মৃতিসৌধ” রক্ষার আইন কার্যকর হয়?

  • (A) লর্ড কার্জন
  • (B) লর্ড মিন্টো
  • (C) লর্ড রিপন
  • (D) লর্ড লিনলিথগো 

(A) লর্ড কার্জন

Bengali gk question for competitive exam 2024.
Bengali gk question for competitive exam 2024.

Q15. ভারতের জাতীয় আন্দোলনের প্রধান অনুপ্রেরণার উৎস নিচের কোন বইটি?

  • (A) গীতাঞ্জলি
  • (B) আনন্দমঠ
  • (C) সতার্থ প্রকাশ
  • (D) গীতা রহস্য

(B) আনন্দমঠ

Q16. কত সালে “মাতৃভাষা সংবাদপত্র আইন” চালু হয়?

  • (A) 1870
  • (B) 1875
  • (C) 1878
  • (D) 1880

(C) 1878

Q17. কত সালে “প্রতিযোগিতা মূলক সিভিল সার্ভিস” পরীক্ষার পদ্ধতি চালু হয়?

  • (A) 1833
  • (B) 1853
  • (C) 1858
  • (D) 1882

Q18. “অমৃত বাজার” পত্রিকার সম্পাদক কে ?

(B) 1853

  • (A) গিরিশ চন্দ্র ঘোষ
  • (B) হরিশচন্দ্র মুখার্জী
  • (C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
  • (D) শিশির কুমার ঘোষ

(D) শিশির কুমার ঘোষ

Bengali gk question for competitive exam 2024.
Bengali gk question for competitive exam 2024.

Q19. ভারতের বিখ্যাত “মাদার ইন্ডিয়া” বইটি কে রচনা করেন?

  • (A) অ্যানি ব্যসান্ত
  • (B) ক্যাথরিন ফ্রাঙ্ক
  • (C) ক্যাথরিন মেও
  • (D) সিস্টার নিবেদিতা

(C) ক্যাথরিন মেও

Q20. ভারতের কোন গভর্নর জেনারেল “পোস্টেজ স্টাম্পস” প্রবর্তন করেন?

  • (A) লর্ড ডালহৌসি
  • (B) লর্ড অকল্যান্ড
  • (C) লর্ড ক্যানিং
  • (D) লর্ড উইলিয়াম বেন্টিক

(A) লর্ড ডালহৌসি

Q21. পশ্চিমবঙ্গের কোন সমুদ্র সৈকতে “ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র” প্রতিষ্ঠা করা হচ্ছে?

  • (A) দীঘা
  • (B) মন্দারমনি
  • (C) জুনপুট
  • (D) শংকরপুর

(C) জুনপুট (পূর্ব মেদনিপুর)

Q22. ভারতের কোন শহরে সর্ব-প্রথম “পাতাল রেল” চালু হয়?

  • (A) মুম্বাই
  • (B) দিল্লি
  • (C) লক্ষ্ণৌ
  • (D) কলকাতা

(D) কলকাতা

Q23. পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সবথেকে কম?

  • (A) মালদা
  • (B) মুর্শিদাবাদ
  • (C) উত্তর দিনাজপুর
  • (D) দক্ষিণ দিনাজপুর

(C) উত্তর দিনাজপুর

Q24. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

  • (A) পদ্মজা নাইডু
  • (B) প্রফুল্লচন্দ্র ঘোষ
  • (C) বিমান ব্যানার্জী
  • (D) চক্রবর্তী রাজা গোপাল আচারি

(B) প্রফুল্লচন্দ্র ঘোষ

Q25. দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে “ওয়ার্ল্ড হেরিটেজের” মর্যাদা পায়?

  • (A) 1999
  • (B) 1997
  • (C) 1987
  • (D) 1988

(A) 1999

Q26. পশ্চিমবঙ্গের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

  • (A) চক্রবর্তী রাজা গোপাল
  • (B) পদ্মজা নাইডু
  • (C) প্রফুল্লচন্দ্র ঘোষ
  • (D) ঈশ্বরচন্দ্র জালান

(D) ঈশ্বরচন্দ্র জালান

Bengali gk question for competitive exam 2024.

Bengali gk question for competitive exam 2024.

Q27. পশ্চিমবঙ্গের প্রথম কলেজ কোনটি?

  • (A) কলকাতা মেডিকেল কলেজ
  • (B) ফোর্ড উইলিয়াম কলেজ
  • (C) বেথুন কলেজ
  • (D) প্রেসিডেন্সি কলেজ

(B) ফোর্ড উইলিয়াম কলেজ

Q28. ভারতের মরুভূমি মাটির গবেষণা কেন্দ্র কোথায় আছে?

  • (A) জয়সলমের
  • (B) বিজনর
  • (C) জয়পুর
  • (D) উদয়গিরি

(C) জয়পুর

Q29. ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় আছে?

  • (A) ব্যারাকপুর
  • (B) সুরাট
  • (C) চিগমাকালুর
  • (D) ইন্দোর

(D) ইন্দোর

Q30. “কার্লাইল সার্কুলার” কত সালে চালু হয়?

  • (A) 1905 সালের 10ই অক্টোবর
  • (B) 1905 সালের 16ই অক্টোবর
  • (C) 1905 সালের 21শে অক্টোবর
  • (D) 1905 সালের 15ই সেপ্টেম্বর

(A) 1905 সালের 10ই অক্টোবর

Q31. “লক্ষ্মীর ভান্ডার” কে প্রতিষ্ঠা করেন?

  • (A) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (B) সরলাদেবী চৌধুরাণী
  • (C) কুমুদিনী বসু
  • (D) লীলাবতী মিত্র

(B) সরলাদেবী চৌধুরাণী

Q32. “স্বদেশী ভান্ডার” কে প্রতিষ্ঠা করেন?

  • (A) অরবিন্দ ঘোষ
  • (B) সুরেন্দ্রনাথ
  • (C) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (D) দেবেন্দ্রনাথ

(C) রবীন্দ্রনাথ ঠাকুর

Q33. কোন ভারত সচিব বঙ্গভঙ্গ কার্যকর করেন?

  • (A) স্যার অ্যান্দ্রু ফ্রেজার
  • (B) স্যার ব্রডরিক
  • (C) লর্ড কার্জন
  • (D) ব্যামফিল্ড ফুলার

(B) স্যার ব্রডরিক

Bengali gk question for competitive exam 2024.

Bengali gk question for competitive exam 2024.

Q34. বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়?

  • (A) 1905 সালের 15ই অক্টোবর
  • (B) 1905 সালের 10ই অক্টোবর
  • (C) 1905 সালের 21শে অক্টোবর
  • (D) 1905 সালের 16ই সেপ্টেম্বর

(A) 1905 সালের 15ই অক্টোবর

Q35. সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

  • (A) মহম্মদ আলি
  • (B) ফজলুল হক
  • (C) আগা খান
  • (D) সলিমউল্লাহ

(C) আগা খান

Q36. কোন অধিবেশনে “পাকিস্তান প্রস্তাব” গ্রহণ করা হয়?

  • (A) লক্ষ্ণৌ
  • (B) দিল্লি
  • (C) পাঞ্জাব
  • (D) লাহোর

(D) লাহোর 1940 খ্রিস্টাব্দে

Q37. কোন সভার মূলমন্ত্র ছিল “হিন্দ হিন্দি হিন্দুত্ব” ?

  • (A) ভারত ধর্মসভা
  • (B) হিন্দু মহাসভা
  • (C) জাতীয় ভারত সভা
  • (D) পাঞ্জাব হিন্দু সভা

(B) হিন্দু মহাসভা

Q38. “হিন্দু মহাসভা” কে প্রতিষ্ঠা করেন?

  • (A) বালকৃষ্ণ শিবরাম
  • (B) পন্ডিত মদন মোহন মালব্য
  • (C) দয়ানন্দ সরস্বতী
  • (D) বাল গঙ্গাধর তিলক

(B) পন্ডিত মদন মোহন মালব্য

Q39. “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ” কে প্রতিষ্ঠা করেন?

  • (A) বাবা রামচন্দ্র চাপেকর
  • (B) বাসুদেব হারি
  • (C) কেশরী বলিরাম হেদগেওয়ার
  • (D) মদন মোহন মালব্য

(C) কেশরী বলিরাম হেদগেওয়ার 1925 খ্রিস্টাব্দে ।

Bengali gk question for competitive exam 2024.

Bengali gk question for competitive exam 2024.

Q40. আলিপুর বোমা মামলার প্রধান বিচারপতি কে ছিলেন?

  • (A) নন্দলাল ব্যানার্জী
  • (B) আশুতোষ বিশ্বাস
  • (C) ইয়ার্ডলে নরটন
  • (D) স্যার বীচক্রফট

(D) স্যার বীচক্রফট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top