Current Affairs mcq in bengali january 2024.
Introduction :
Welcome to padashona.com, আজকে ভারত ও পশ্চিমবঙ্গের সরকারী পরীক্ষায় সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফফায়র্স কোয়েশ্চান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরীক্ষা কুয়ালিফাই করার জন্য । Current Affairs mcq in bengali january 2024. সুতরাং পরীক্ষায় ভাল রেজাল্ট করার জন্য কারেন্ট অ্যাফফায়র্স পার্ট টিকে ভাল ভাবে রপ্ত করতে হবে । অনেক কারেন্ট অ্যাফফায়র্স MCQ সল্ভ করতে হবে । আগামী SSC CGL, SSC MTS, SSC CHSL , KOLKATA POLICE , WEST BENGAL POLICE, WEST BENGAL PANCHAYET ইত্যাদি সমস্ত পরীক্ষায় সব থেকে বেশি নম্বর পাবার জন্য আমাদের পেইজ টিকে নিয়মিত ফলো করুন ।
Current Affairs mcq in bengali january 2024.
Q1. বর্তমান পৃথিবীর মধ্যে কোন দেশের জনসংখ্যা সবথেকে বেশি (2024)?
- (A) ভারত
- (B) চীন
- (C) রাশিয়া
- (D) ব্রাজিল
(A) ভারত
Q2. বর্তমান ভারতের জনসংখ্যা কত জন (2024)
- (A) 140 কোটি 78 লক্ষ
- (B) 142 কোটি 86 লক্ষ
- (C) 143 কোটি 56 লক্ষ
- (D) 144 কোটি 29 লক্ষ
(B) 142 কোটি 86 লক্ষ
Q3. ভারতের “উইমেন প্রিমিয়ার লিগ” (WPL-2024) চ্যাম্পিয়ন হয়েছে কোন ফ্রাইনসী?
- (A) মুম্বাই ইন্ডিয়ানস
- (B) রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর
- (C) দিল্লি ক্যাপিট্যালস
- (D) লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
(B) রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর
Q4. অতি সাম্প্রতিক (2024) প্রয়াত প্রদীপ সরকার তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
- (A) ফুটবল খেলা
- (b) রাজিনীতি
- (C) সাহিত্যিক
- (D) সিনেমা
(D) সিনেমা
Q5. ভারতের কোন সিনেমাটি “অস্কার একাডেমিক অ্যাওয়ার্ড” পুরস্কৃত হয় (2023)?
- (A) দ্যা ব্লু হোয়েল
- (B) দ্যা শেপ অফ ওয়াটার
- (C) দ্যা এলিফ্যান্ট হুইস্পাররারস
- (D) দ্যা ইন্ডিয়ান মিররর্স
(C) দ্যা এলিফ্যান্ট হুইস্পাররারস
Current Affairs mcq in bengali january 2024.
Q6. অতি সাম্প্রতিক প্রয়াত ”সমরেশ মজুমদার” কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?
- (A) ফুটবল খেলা
- (b) রাজিনীতি
- (C) সাহিত্যিক
- (D) সিনেমা
(C) সাহিত্যিক
Q7. ভারতের প্রথম ভোটার ”শ্যামসরণ নেগি” কোন বছর প্রয়াত হলেন?
- (A) 2022 সালে
- (B) 2023 সালে
- (C) 2021 সালে
- (D) 2024 সালে
(A) 2022 সালে
Q8. অতি সাম্প্রতিক “তুরস্ক ও সিরিয়ার” ভূমিকম্প বিপর্যয় থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার কোন অপারেশন লঞ্জ করেছে?
- (A) অপারেশন দেবী শক্তি
- (B) অপারেশন রাহাদ
- (C) অপারেশন গঙ্গা
- (D) অপারেশন দোস্ত
(D) অপারেশন দোস্ত
Q9. প্রথম “বন্দেভারত” ট্রেন কোন দুটি শহরের মধ্যে চলাচল শুরু করে?
- (A) হাওড়া – নিউ দিল্লি
- (B) বারাণসী – নিউ দিল্লি
- (C) মুম্বাই – অমৃতসর
- (D) চেন্নাই – বাঙ্গালোর
(B) বারাণসী – নিউ দিল্লি
Q10. বর্তমান ব্রিটেনের প্রধানমন্ত্রী “ঋষি সুনক” (Rish Sunak) কোন রাজনৈতিক দলের সদস্য?
- (A) লেবার পার্টি
- (B) কজারভেটিভ
- (C) রিপাবলিক
- (D) লেবার ফ্রন্ট
(B) কজারভেটিভ
Q11. অতি সাম্প্রতিক নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল “খাইবার” কোন দেশ লঞ্জ করেছে?
- (A) পাকিস্তান
- (B) আফগানিস্তান
- (C) ইরান
- (D) ইরাক
(C) ইরান
Q12. অতি সাম্প্রতিক “ইন্টারন্যাশনাল বুকার” প্রাইজে ভূষিত হলেন কে?
- (A) জিওর্গী গোসপোডিনোভ
- (B) সোফিয়া সিং
- (C) পিটার্সন জোসেফ
- (D) ক্রিস্টোফার আঞ্জেল
(A) জিওর্গী গোসপোডিনোভ
Q13. অতি সাম্প্রতিক 57তম “জ্ঞানপীঠ পুরস্কার” পেলেন ভারতের কোন সাহিত্যিক?
- (A) অরুন্ধতী রায়
- (B) সলমন রুশদী
- (C) দামোদর মাউজো
- (D) রোমিলা থাপা
(C) দামোদর মাউজো
Current Affairs mcq in bengali january 2024.
Q14. “ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে” এক্সটার্নাল অডিটর হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় অফিসার?
- (A) গিরিশচন্দ্র মুর্মু
- (B) প্রহ্লাদ যোশী
- (C) রেখা শর্মা
- (D) মনোজ পান্ডে
(A) গিরিশচন্দ্র মুর্মু
Q15. বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির নাম কি?
- (A) শেহবাজ শরীফ
- (B) সানা মেরিন
- (C) মহম্মদ শাহাবুদ্দিন
- (D) শেখ হাসিনা
(C) মহম্মদ শাহাবুদ্দিন
Q16. অতি সাম্প্রতিক ভারতের প্রথম কোন শহর “ওয়ার্ল্ড সিটিশ কালচারাল ফোরামে” যোগদান করল?
- (A) কলকাতা
- (B) দিল্লি
- (C) মুম্বাই
- (D) ব্যাঙ্গালোর
(D) ব্যাঙ্গালোর
Q17. অতি সাম্প্রতিক ভারতের কোন ব্যাংক “ডিজিটাল দুকান”(Digital Dukaan) নামক পরিষেবা চালু করেছে (2024)?
- (A) ষ্টেইট ব্যাংক অফ ইন্ডিয়া
- (B) অক্সিস ব্যাংক অফ ইন্ডিয়া
- (C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া
- (D) এইচ ডি এফ সি ব্যাংক অফ ইন্ডিয়া
(B) অক্সিস ব্যাংক অফ ইন্ডিয়া
Current Affairs mcq in bengali january 2024.
Q18. অতি সাম্প্রতিক “মিস ফেমিনা ইন্ডিয়া” পুরস্কার পেলেন কে?
- (A) নন্দিনী গুপ্তা
- (B) চামেলী রাজেন্দ্রন
- (C) প্রিয়াংকা সৌবী
- (D) শ্রেয়সী নন্দন
(A) নন্দিনী গুপ্তা
Q19. অতি সাম্প্রতিক কোন মহিলা “ওয়াইল্ডলাইফ কনজারভেশন” অ্যাওয়ার্ড পেলেন (2024)?
- (A) শ্রেয়া পঞ্জা
- (B) প্রিয়াংকা সৌবী
- (C) শ্রেয়সী নন্দন
- (D) আলিয়া মীর
(D) আলিয়া মীর
Q20. অতি সাম্প্রতিক ভারতের কোন শিল্পী “লতা দীননাথ মাঙ্গেশকর” অ্যাওয়ার্ড পেলেন?
- (A) পঙ্কজ উদাস
- (B) আশা ভোসলে
- (C) বিদ্যাবালান
- (D) প্রশান্ত দামাল
(B) আশা ভোসলে