KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

Introductions :

KP latest gk question and answers 2024 পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার কোয়েশ্চান ।।পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত অফিস দপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ।। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ  পুলিশ  নিয়োগ পরীক্ষার ইমপর্ট্যান্ট প্রশ্ন গুলি আলোচনা করা হলো । ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস , এস এস সি এম টি এস । সি জি এল ইত্যাদি পরীক্ষার জন্য উপযুক্ত কোয়েশ্চান পেপার । এই প্রশ্ন থেকে হুবহু কমন আসবেই ১০০% গরান্টি । চলো প্রশ্ন গুলি দেখি ।

KP latest gk question and answers 2024

Q1. ভারতে সর্ব প্রথম জনগনা করা হয় কত সালে ?

(A) 1872 সালে

(B) 1885 সালে

(C) 1900 সালে  

(D) 1905 সালে

 Q2. পশ্চিমবঙ্গের কোন জেলায় “মহিলা ও পুরুষের”(SEX RATIO) অনুপাত  সবথেকে বেশি

  (A) কলকাতা  

(B) পর্ব মেদনীপুর

    (C) জলপাইগুড়ি 

    (D) দার্জিলিং

    Q3. মানুষের মস্তিষ্কের ওজন কত কেজি ?

    (A) 1.56 কেজি   

(B) 1.36 কেজি

    (C) 1.65 কেজি   

  (D) 1.50 কেজি

   Q4. ভারতের কোন খেলোয়াড় “আসাম এক্সপ্রেস” নামে পরিচিত ?

      (A) ভানু মানকার 

  (B) গগন নারাঙ্গ

    (C) হিমা দাস    

      (D) স্বপ্না বর্মন

Q5. পশ্চিমবঙ্গের কয়টি জেলা বাংলাদেশের সীমারেখা স্পর্শ করে আছে ?

    (A) 8 টি    (B) 9 টি

    (C) 10 টি      (D) 11 টি

KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

    Q6. পশ্চিমবঙ্গের সবথেকে নতুন জেলা কোনটি ?

(A) ঝাড়গ্রাম  

(B) বসিরহাট

  (C) আলিপুরদুয়ার  

(D) বর্ধমান পূর্ব

     Q7. সর্ব-প্রথম কত সালে “লোকপাল বিল” সংসদে উপস্থাপন করা হয়?

     (A) মে 1968

   (B) সেপ্টেম্বর 1980

     (C) জুলাই 1982

     (D) জুন 1985

     Q8. “ফরওয়ার্ড ব্লক” দলের প্রথম সম্পাদক কে ছিলেন ?

      (A) সুভাষচন্দ্র বসু

    (B) শঙ্কারলাল

      (C) কোভিষের

      (D) বিশ্বনাথ ত্রিপাঠি

KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

Q9. “দ্যা সার্ভে অফ ইন্ডিয়া” কত সালে গঠিত হয় ?

     (A) 1757 সালে

     (B) 1765 সালে

     (C) 1767 সালে

     (D) 1775 সালে

     Q10.”সার্ভে অফ ইন্ডিয়ার জনক” কাকে বলা হয়?

   (A) মেজর জেমস রেননেল

   (B) কলিং ম্যাকেঞ্জি

   (C) কে এম পনিক্কর

   (D) আলেক্সান্ডার ক্যানিংঘাম

    Q11. ভারতের “প্রত্নতত্ত্বের জনক” কাকে বলা হয় ?

      (A) জন মার্শাল

      (B) কলিং ম্যাকেঞ্জি

     (C) গর্ডন চাইল্ড

   (D) আলেক্সান্ডার ক্যানিংঘাম

     Q12. ভারতে কে “দু-আসপা শি-আসপা” নামে পরিচিত ?

     (A) জাহাঙ্গীর

   (B) ঔরঙ্গজেব

      (C) আকব

  (D) শাহজাহান

  Q13. পশ্চিমবঙ্গ “মানবাধিকার কমিশন” কবে গঠিত হয় ?

        (A) 1993 সালে

        (B) 1995 সালে

         (C) 1987 সালে

         (D) 1989 সালে

Q14. ভারতে কবে “ক্রেতা সুরক্ষা আইন” চালু হয় ?

      (A) 1993 সালে

     (B) 1997 সালে

    (C) 1987 সালে

      (D) 1989 সালে

     Q15. পৃথিবীর কোন দেশের মুদ্রার নাম “রূপীয়া” (Rupiah) ?

       (A) ভারত

       (B) ইন্দোনেশিয়া

      (C) মালয়শিয়া

       (D) ভুটান

KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

    Q16. মালয়েশিয়ার মুদ্রার নাম কি?

     (A) ইউয়ান

    (B) নালট্রাম

     (C) রিয়েল

     (D) রিনগগিত

       Q17. ভারতের কোন রাজ্যে ফ্রাণ্সিস জেভিয়ারের “মমি” (Basilica Bomb Jesus) রয়েছে?

      (A) মহারাষ্ট্র

      (B) গোয়া

      (C) মিজোরাম

      (D) কর্ণাটক

     Q18. ভারতের কোন রাজার রাজধানীর নাম “শিয়ালকোট”?

     (A) রাজা যশোবার্ধন

    (B) রাজা স্কন্দ গুপ্ত

     (C) মিনান্দার 1

    (D) দ্বিতীয় পুলকেশী

  Q19. রাজা দ্বিতীয় পুলকেশীর রাজধানীর নাম কি ?

        (A) বাদামি

       (B) কান্যকুব্জ

        (C) পাণ্ডয়া

        (D) কর্ণসুবর্ণ

      Q20.ভারতের “রেলপথের” জনক কাকে বলা হয়?

   (a) লর্ড মেয়ো    

   (b) লর্ড কার্জন

(c) লর্ড ওয়েলেসলি   

(d) লর্ড ডালহৌসি 

  Q21.ভারতের কোন শহরে “জাতীয় কংগ্রেস” প্রতিষ্ঠা লাভ করে ছিল?

(a) কলকাতা      (b) মুম্বাই

  (c) চেন্নাই          (d) দিল্লি 

KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

 Q22. বাংলার কোন সম্রাট “বাংলার আকবর” নামে পরিচিত?

(a) বরকত শাহ

(b) ইলিয়াস শাহ

(c) হুমায়ুন শাহ  

   (d) হুসেন শাহ

 Q23.সুভাষচন্দ্র বোস সর্ব-প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচিত হন?

      (a) হরিপুরা        

(b) ত্রিপুরি

      (c) কলকাতা     

(d) ওয়ার্ধা

Q24. “চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস” পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

    (a) কলকাতা    

(b) বর্ধমান পূর্ব

  (c) বর্ধমান পশ্চিম    

(d) বীরভূম

Q২৫. “ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার” বর্তমান নাম কি?

        (a) রিজার্ভ ব্যাংক   

  (b) সেন্ট্রাল ব্যাংক

        (c) কানাডা ব্যাংক    

(d) ষ্টেইট ব্যাংক

  Q26. “ধানের” বিজ্ঞান সম্মত নাম কি ?

   (a) ওরাইজা স্যাটাইভা 

(b) কোরকোরস

     (c) জিয়া মেইজ  

(d) ট্রিটিকাম স্টাইভাম 

KP latest gk question and answers 2024

Q27. “কিষান ক্রেডিট কার্ড” স্কিম কত সালে চালু হয়?

(a) 1979 সালে    

   (b) 1991 সালে

         (c) 1998 সালে     

   (d) 1995 সালে

Q28. ভারতে সর্বাধিক পরিমাণ “অভ্র”(মাইকা) পাওয়া যায় কোন রাজ্যে?

(a) বিহার  

   (b) অন্ধ্রপ্রদেশ

(c) রাজস্থান  

 (d) তামিলনাড়ু

Q29.পশ্চিমবঙ্গের “গ্রাম পঞ্চায়েত” গুলি কোন ট্যাক্স গুলি সংগ্রহ করে?

(a) আয় কর   

    (b) বিক্রয় কর     

   (c) টোল ট্যাক্স 

   (d) সম্পদ কর

   Q30. “শ্রীনগর ও জম্মুর” মধ্যে সংযোগকারী গিরিপথ কোনটি? 

  (a) নাথুলা   (b) জোজিলা

 (c) রোটাং   (d) বানিহাল

Q31. “সিলি পয়েন্ট” শব্দটি কোন খেলার সাথে অন্তর্ভুক্ত?

(a) ফুটবল       (b) টেনিস

(c) ক্রিকেট         (d) হকি 

  Q32.ভারতের কোন দুটি নদীর বদ্বীপের মাঝে “কোলেরু” হ্রদ অবস্থিত?

         (a) কৃষ্ণা ও কাবেরী    

         (b) কাবেরী ও নর্মদা

         (c) গোদাবরী ও কাবেরী 

         (d) গোদাবরী ও কৃষ্ণা

Q33. ভারতে “মিড ডে মিল” প্রকল্পটি শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?

(a)  সপ্তম         (b) অষ্টম

 (c) নবম           (d ) দশম 

KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

34.নিচের কোন গ্যাসটি “ফায়ার আইস” নামে পরিচিত?

       (a) মিথেন হাইড্রেট 

    (b) প্রোপেন হাইড্রেট

       (c) মিথিলিন  হাইড্রেট

  (d) ইথেন হাইড্রেট

35. ভারতের কোন প্রথম মহিলা হাই-কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন?

    (a) ফাটিমা বিবি

    (b) লেয়লা শেঠ

   (c) ইন্দিরা ব্যানার্জী

    (d) হিমা কোহলি

     Q36. ভারতের কোন প্রথম মহিলা “ইন্ডিয়ান সিভিল সার্ভিস” (ICS) পাস করেন যিনি প্রথম মহিলা “অ্যাম্বাসাডার’ নিযুক্ত হন?

   (a) রুক্মিণী দেবী

   (b) বিজয় লক্ষ্মী পন্ডিত

   (c) চনিরা বেল্লিআপপা মুঠাম্মা

   (d) ইশা বসন্ত যোশী

     Q37. “বিবেকানন্দ স্মারক মন্দির” কত সালে প্রতিষ্ঠা করা হয়?        

(a) ১৯৭০ সালে

        (b) ১৯৭৫ সালে

       (c) ১৯৮০ সালে

      (d) ১৯৯২ সালে

KP latest gk question and answers 2024

KP latest gk question and answers 2024

      Q38. “বিবেকানন্দ স্মারক মন্দির” কে প্রতিষ্ঠা করেন?

    (a) মহাদেব গোবিন্দ রানাডে

   (b) একনাথ রামকৃষ্ণ রানাডে

   (c) তিরুবললুভার

  (d) করুণা নিধি

   Q39. “বিবেক স্মারক ভ্যালু এডুকেশন এণ্ড কালচার্রাল সেন্টার” ভারতের কোন রাজ্যে অবস্থিত?

   (a) কেরালা  

(b) কর্ণাটক

(c)  মহারাষ্ট্র

(d) গুজরাট 

  Q40.“কন্যাকুমারী রিশলভ” কোন ক্ষেত্রে সম্পর্কিত?

    (a) বিবেকনন্দ ধ্যান

    (b) ভারতের শেষ বিন্দু

   (c) বিশাল হিন্দু মন্দির

   (d) ভারতের বৃহত্তম সাইবাবার মন্দির

Q41. ভারতের কোন রাজ্যে “ভারতমহাসাগর, বঙ্গোপসাগর এবং আরবসাগর” এক জায়গায় মিলিত হয়েছে?

  (a) পশ্চিমবঙ্গ 

(b) অন্ধ্রপ্রদেশ

(c)  মহারাষ্ট্র

(d) তামিলনাড়ু

  Q42. ভারতের কোন রাজ্যে ‘“বিবেকানন্দের’” উচ্চতম মূর্তি স্থাপন করা হয়েছে?

  (a) আসাম    (b) কর্ণাটক

(c) তামিলনাড়ু (d) গুজরাট

READ MORE👉👉https://padashona.com/wbp-science-mcq-questions-and-answers-95-real-2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top