Super gk questions and answer 2024
Introduction :
Welcome to padashona.com ; আজকে জেনারেল নলেজ এম সি কিউ কোয়েশ্চানস, ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, Latest Bangla gk Question- Answer 2024 ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Q1. সার্ক (SAARC) গোষ্ঠীর “হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার” কোথায় আছে?
- (A) নেপাল
- (B) শ্রীলঙ্কা
- (C) পাকিস্তান
- (D) ভারত
(C) পাকিস্তান
Q2. “সার্ক গোষ্ঠীর” সদরদপ্তর কোথায় আছে?
- (A) ঢাকা
- (B) কাঠমাণ্ড
- (C) দিল্লি
- (D) ইসলামাবাদ
(B) কাঠমাণ্ড । সার্ক প্রতিষ্ঠা করা হয়- 1985 সালের 8ই ডিসেম্বর
Q3. সার্ক গোষ্ঠীর “প্রথম সেক্রেটারি জেনারেল” কে ছিলেন?
- (A) আবুল হাসান
- (B) জিয়াউর রহমান
- (C) ইন্দিরা গান্ধী
- (D) রাজীবগান্ধী
(A) আবুল হাসান
Q4. “সার্ক” গোষ্ঠীর প্রথম ধারণার প্রবর্তক কে ছিলেন?
- (A) রনীল বিক্রম সিংঘে
- (B) শেখ হাসিনা
- (C) জিয়াউর রহমান
- (D) পন্ডিত জওহরলাল নেহরু
(C) জিয়াউর রহমান
Q5. “ইউনাইটেড নেশনের” সদরদপ্তর কোথায় আছে?
- (A) নিউইয়র্ক
- (B) ওয়াশিংটন
- (C) লস আঞ্জেলস
- (D) ফিলাডেলফিয়া
(A) নিউইয়র্ক
Q6. “বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের” সদরদপ্তর কোথায় অবস্থিত?
- (A) জেনেভা
- (B) প্যারিস
- (C) দ্যা হেগ
- (D) ওয়াশিংটন
(D) ওয়াশিংটন
Q7. “ইউনাইটেড নেশনের” প্রথম মহাসচিব কে ছিলেন?
- (A) অ্যান্টোনিও গুতেরাস
- (B) ইউ থান্ট
- (C) ট্রিগভিলি
- (D) বান-কি-মুন
(C) ট্রিগভিলি
Latest Bangla gk Question- Answer 2024
Q8. “ওয়ার্ল্ড ফুড এণ্ড এগ্রিকাল্চারাল অর্গানাইজেশনের” সদরদপ্তর কোথায় অবস্থিত?
- (A) জেনেভা
- (B) রোম
- (C) প্যারিস
- (D) নিউইয়র্ক
(B) রোম । 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় ।
Q9. “আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক” কবে প্রতিষ্ঠা করা হয়?
- (A) 1919 খ্রিস্টাব্দে
- (B) 1945 খ্রিস্টাব্দে
- (C) 1946 খ্রিস্টাব্দে
- (D) 1950 খ্রিস্টাব্দে
(B) 1945 খ্রিস্টাব্দে
Q10. “ইউনিসেফ ও ইউনেস্কো” কত সালে প্রতিষ্ঠা করা হয়?
- (A) 1945
- (B) 1946
- (C) 1947
- (D) 1955
(B) 1946 সালে
Q11. “ইউনিসেফের” সদরদপ্তর কোথায় অবস্থিত?
- (A) ভিয়েনা
- (B) প্যারিস
- (C) জেনেভা
- (D) নিউইয়র্ক
(D) নিউইয়র্ক
Q12. “ইউনেস্কোর” সদরদপ্তর কোথায় অবস্থিত?
- (A) প্যারিস
- (B) বার্লিন
- (C) জেনেভা
- (D) ওয়াশিংটন
(A) প্যারিস
Q13. “ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন” কবে প্রতিষ্ঠা করা হয়?
- (A) 1948 খ্রিস্টাব্দে
- (B) 1945 খ্রিস্টাব্দে
- (C) 1946 খ্রিস্টাব্দে
- (D) 1950 খ্রিস্টাব্দে
(A) 1948 খ্রিস্টাব্দে
Q14. “ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের” সদরদপ্তর কোথায় অবস্থিত?
- (A) ভিয়েনা
- (B) রোম
- (C) জেনেভা
- (D) বার্লিন
(C) জেনেভা
Latest Bangla gk Question- Answer 2024
Q15. “ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের” সদরদপ্তর কোথায় অবস্থিত?
- (A) জেনেভা
- (B) নিউইয়র্ক
- (C) রোম
- (D) ভিয়েনা
(A) জেনেভা । 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয় ।
Q16. কার নির্দেশে “ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স এণ্ড ইনডাস্ট্রি” (FICCI) প্রতিষ্ঠা করা হয়?
- (A) মহাত্মা গান্ধী
- (B) জওহরলাল নেহরু
- (C) বি আর আম্বেদকর
- (D) রাজেন্দ্র প্রসাদ
(A) মহাত্মা গান্ধী
Q17. “প্রেভেনশন অফ টেরোরিস্ট অ্যাক্টিভেটিস অ্যাক্ট” (POTAA) কত সালে পাস হয়?
- (A) 2000
- (B) 2001
- (C) 2002
- (D) 2003
(C) 2002
Q18. ভারতের “ইনস্যাট স্যাটেলাইট” কোন মহাসাগরের ওপর নজরদারি সিস্টেম?
- (A) প্রশান্ত মহাসাগর
- (B) ভারত মহাসাগর
- (C) বঙ্গোপসাগর
- (D) আরব সাগর
(A) প্রশান্ত মহাসাগর
Q19. “এগ্রিকাল্চারাল মার্কেটিং” (AGMARK) কত সালে প্রতিষ্ঠা হয়?
- (A) 1932
- (B) 1934
- (C) 1935
- (D) 1937
(D) 1937
Q20. “টেলিকম রেগুলেটরী অথরিটি অফ ইন্ডিয়া” (TRAI) কত সালে প্রতিষ্ঠা কর হয়?
- (A) 1992
- (B) 1995
- (C) 1997
- (D) 1999
(C) 1997
Q21. “সমুদ্রের গভীরতা” কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
- (A) ক্রোনোমিটার
- (B) ফ্যাদোমিটার
- (C) অ্যানিমোমিটার
- (D) স্লাইড ক্যালিপার্স
(B) ফ্যাদোমিটার
Latest Bangla gk Question- Answer 2024
Q22. “আপেক্ষিক গুরুত্ব” কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
- (A) ম্যানোমিটার
- (B) হাইড্রোমিটার
- (C) হিপসোমিটার
- (D) সেক্সট্যান্ট
(B) হাইড্রোমিটার
Q23. “গ্যাসর চাপ” কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?
- (A) ক্রোনোমিটার
- (B) ম্যানোমিটার
- (C) হাইড্রোমিটার
- (D) হাইগ্রোমিটার
(B) ম্যানোমিটার
Q24. কোন যন্ত্রের সাহায্যে “দুধের বিশুদ্ধতা” পরিমাপ করা হয়?
- (A) ল্যাক্টোমিটার
- (B) হাইগ্রোমিটার
- (C) হাইড্রোমিটার
- (D) হিপসোমিটার
(A) ল্যাক্টোমিটার
Q25. কোন বইতে নিউটনের তিনটি গতিসূত্র উল্লেখ আছে?
- (A) ব্রাহ্ম সিদ্ধান্ত
- (B) প্রিন্সিপিয়া
- (C) সূর্য সিদ্ধান্ত
- (D) গ্যালিক্সিয়া
(B) প্রিন্সিপিয়া
Q26. স্পর্শ না করে কোন যন্ত্রের সাহায্যে ” বস্তুর উষ্ণতা” পরিমাপ করা হয়?
- (A) হাইগ্রোমিটার
- (B) হিপসোমিটার
- (C) পাইরোমিটার
- (D) ক্রোনোমিটার
(C) পাইরোমিটার
Q27. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ?
- (A) 37 ডিগ্রি সেলসিয়াস
- (B) 38 ডিগ্রি সেলসিয়াস
- (C) 40 ডিগ্রি সেলসিয়াস
- (D) 32 ডিগ্রি সেলসিয়াস
(A) 37 ডিগ্রি সেলসিয়াস
Q28. সবথেকে “তাপের সুপরিবাহি” বস্তুর নাম কি?
- (A) লিমনাইট
- (B) জিংক
- (C) কোপার
- (D) সিলভার
(D) সিলভার
Latest Bangla gk Question- Answer 2024
Q29. সবথেকে “তাপের কুপরিবাহি” বস্তুর নাম কি?
- (A) অ্যালুমিনিয়াম
- (B) ট্যানটালাম কার্বাইট
- (C) আয়রন
- (D) কপার
(B) ট্যানটালাম কার্বাইট
Q30. “গাড়ির হেড লাইটে” কোন লেন্স ব্যাবহার করা হয়?
- (A) বক্রতল
- (B) উত্তল
- (C) অবতল
- (D) সমতল
(C) অবতল
Q31. শ্রীলঙ্কার রাজধানীর নাম কি?
- (A) ক্যান্ডি
- (B) কলম্বো
- (C) শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে
- (D) গল
(C) শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে
Q32. ভুটানের পার্লামেন্টের নাম কি?
- (A) নেসেট
- (B) মোনাবকী
- (C) মসলিস
- (D) সোংডু
(D) সোংডু
Q33. দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?
- (A) নাইরা
- (B) রয়্য়ান্ড
- (C) লিরা
- (D) বির
(B) রয়্য়ান্ড
Q34. ওমানের পার্লামেন্টের নাম কি?
- (A) মোনারকি
- (B) জাতীয় সংসদ
- (C) নেসেট
- (D) সেজেম
(A) মোনারকি
Q35. ইসরায়েলের মুদ্রার নাম কি?
- (A) ইউরো
- (B) হেকেল
- (C) শেকেল
- (D) ক্রোনা
(C) শেকেল
Latest Bangla gk Question- Answer 2024
Q36. ইসরায়েলের পার্লামেন্টের নাম কি?
- (A) বিকসড্যাগ
- (B) সেজেম
- (C) ডায়েট
- (D) নেসেট
(D) নেসেট
Q37. কোন দেশের পার্লামেন্টের নাম “রাষ্ট্রীয় পঞ্চায়েত”?
- (A) বাংলাদেশ
- (B) মিয়ানমার
- (C) ভুটান
- (D) নেপাল
(D) নেপাল
Q38. সুইডেনের মুদ্রার নাম কি?
- (A) ক্রোনা
- (B) জোল্টি
- (C) লিরা
- (D) করুণা
(A) ক্রোনা
Q39. সুইডেনের পার্লামেন্টের নাম কি?
- (A) সেজেম
- (B) বিকসড্যাগ
- (C) ডায়েট
- (D) নেসেট
(B) বিকসড্যাগ
Q40. নরওয়ের পার্লামেন্টের নাম কি?
- (A) নেসেট
- (B) সেনেট
- (C) মোনারকি
- (D) স্টরর্টিং
(D) স্টরর্টিং
Q41. মায়ানমারের পার্লামেন্টের নাম কি?
- (A) ফ্লোকেটিং
- (B) আপিনগি
- (C) পাইথু লুট্টাও
- (D) জাতীয় সংসদ
(C) পাইথু লুট্টাও
Q42. মায়ানমারের মুদ্রার নাম কি?
- (A) পেসেটা
- (B) কায়াত
- (C) শিলিং
- (D) ড্রাচমা
(B) কায়াত
Latest Bangla gk Question- Answer 2024
Q43. ফিজির রাজধানীর নাম কি?
- (A) সুভা
- (B) আবুজা
- (C) বিশকেক
- (D) আদ্দিস আবাবা
(A) সুভা
Q44. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
- (A) লিরা
- (B) বাহাৎ
- (C) নাইরা
- (D) বেলগ্রেড
(B) বাহাৎ
Q45. মালেশিয়ার মুদ্রার নাম কি?
- (A) নুলট্রাম
- (B) কেডি
- (C) রিংগিট
- (D) রিয়াল
(C) রিংগিট