Latest gk questions for ssc mts in Bengali 2024

Super gk Questions for ssc cgl in Bengali 2024

Latest gk questions for ssc mts in Bengali 2024

Introduction :

Welcome to padashona.com ; আজকে Latest gk questions for ssc mts in Bengali 2024, এম সি কিউ কোয়েশ্চানস, ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Latest gk questions for ssc mts in Bengali 2024

Q1. ভারতের কোন গভর্নর জেনারেল “পোর্টফোলিও” সিস্টেম প্রবর্তন করেন?

  • (A) লর্ড ডালহৌসি
  • (B) লর্ড রিপন
  • (C) লর্ড ক্যানিং
  • (D) লর্ড মিন্টো

(C) লর্ড ক্যানিং

Q2. ভারতের কোন গভর্নর জেনারেল “ব্রিলিয়ান্ট ফেলিওর” নামে পরিচিত?

  • (A) লর্ড কার্জন
  • (B) লর্ড আর্মহাষ্ট
  • (C) লর্ড রিডিং
  • (D) লর্ড লিটন

(D) লর্ড লিটন

Q3. ভারতের কোন গভর্নর জেনারেল “সূর্যাস্ত আইন” প্রবর্তন করেন?

  • (A) ওয়ারেন হেস্টিংস
  • (B) লর্ড লিনলিথগো
  • (C) লর্ড কর্ণওয়ালিস
  • (D) লর্ড ওয়াভেল 

(C) লর্ড কর্ণওয়ালিস

Q4. ভারতের কোন মুঘল সম্রাট দরবারে “নৃত্য-গিতের” অনুষ্ঠান নিষিদ্ধ  করে দেন?

  • (A) আকবর
  • (B) ঔরংগজেব
  • (C) জাহাগীর
  • (D) শাহজাহান

(B) ঔরংগজেব

Q5. সুলতানি যুগের তামার মুদ্রা “জিতল” মুঘল যুগে কি নামে পরিচিত?

  • (A) দাম
  • (B) মোহর
  • (C) রিয়াল
  • (D) রুপিয়া

(A) দাম

Latest gk questions for ssc mts in Bengali 2024

Latest gk questions for ssc mts in Bengali 2024

Q6. মধ্যযুগের ভারতে কে “রুপী” নামে রূপোর কোয়েন প্রবর্তন করেন?

  • (A) আকবর
  • (B) ঔরংগজেব
  • (C) জাহাগীর
  • (D) শেরশাহ

(D) শেরশাহ

Q7. মধ্যযুগের ভারতে কে প্রথম “মহুর” নামে সোনার কোয়েন প্রবর্তন করেন?

  • (A) শেরশাহ
  • (B) হুমায়ুন
  • (C) ইলতুৎমিস
  • (D) আলাউদ্দিন খলজি

(A) শেরশাহ

Q8. ভারতের “অনুশীলন সমিতির” প্রতিষ্ঠাতা কে ছিলেন?

  • (A) অশ্বিনী কুমার দত্ত
  • (B) বিপিন চন্দ্র পাল
  • (C) অরবিন্দ ঘোষ
  • (D) প্রমথনাথ মিত্র

(D) প্রমথনাথ মিত্র

Q9. ভারতের “পাবলিক পার্সের গর্জিয়ান” নামে পরিচিত কে?

  • (A) ভারতের রাষ্ট্রপতি
  • (B) প্রধানমন্ত্রী
  • (C) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
  • (D) ক্যাগ

(D) ক্যাগ

Q10. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন কবি “মৈথিলী কোকিল” নামে পরিচিত?

  • (A) বিদ্যাপতি 
  • (B) ভিমসেন
  • (C) চাঁদ বরদই
  • (D) জয়ানন্দ

(A) বিদ্যাপতি 

Latest gk questions for ssc mts in Bengali 2024
Latest gk questions for ssc mts in Bengali 2024

Q11. উত্তরবঙ্গের “প্রাচীন পলিগঠিত ভূমিরুপ”  কি নামে পরিচিত?

  • (A) তাল
  • (B) দিয়ারা
  • (C) বরেন্দ্রভূমি
  • (D) বারিন্দ

(C) বরেন্দ্রভূমি

Q12. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভারতের যে কোন জায়গায় বসবাসের অধিকার দেওয়া হয়েছে?

  • (A) 19 (c)
  • (B) 19 (d)
  • (C) 19 (e)
  • (D) 19 (f)

(C) 19 (e)

Q13. ভারতের সংবিধানের কোন ধারার মাধ্যমে “সম্পত্তির” অধিকারকে “আইনগত” অধিকারে পরিণত করা হয়েছে?

  • (A)  51 A
  • (B)  300 A
  • (C)  275 A
  • (D)  225 A

(B)  300 A

Q14. দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত “রাঁচি মালভূমির” পশ্চিম অংশ কি নামে পরিচিত?

  • (A) প্যাট
  • (B) মালনাদ
  • (C) ভাবর
  • (D) ডেকানট্রাপ

(A) প্যাট

Q15. “ছোটনাগপুর মালভূমি” ভারতের কয়টি রাজ্যের সীমারেখা স্পর্শ করেছে?

  • (A) 4 টি
  • (B) 5 টি
  • (C) 6 টি
  • (D) 7 টি

(B) 5 টি

Latest gk questions for ssc mts in Bengali 2024
Latest gk questions for ssc mts in Bengali 2024

Q16. “ভারত ও শ্রীলঙ্কার” মাঝে কোন উপসাগর রয়েছে?

  • (A) বঙ্গোপসাগর
  • (B) কলম্বো উপসাগর
  • (C) ক্যাম্বে উপসাগর
  • (D) মান্নার উপসাগর

(D) মান্নার উপসাগর

Q17. পশ্চিমবঙ্গ ভূমি অধিগ্রহণ আইন কত সালে প্রণীত হয়েছে?

  • (A) 1953
  • (B) 1954
  • (C) 1955
  • (D) 1956

(B) 1954

Q18. ভারতীয় পার্লামেন্টে সর্ব-প্রথম “যুগ্ম অধিবেশন” কবে অনুষ্ঠিত হয়েছে?

  • (A) 1952 খ্রিস্টাব্দে
  • (B) 1958 খ্রিস্টাব্দে
  • (C) 1961 খ্রিস্টাব্দে
  • (D) 1978 খ্রিস্টাব্দে

(C) 1961 খ্রিস্টাব্দে

Q19. প্রাচীন ভারতের বিখ্যাত “হয়সল রাজবংশ” কোথায় রাজত্ব করত?

  • (A) মহারাষ্ট্র
  • (B) কর্ণাটক 
  • (C) রাজস্থান
  • (D) তাঞ্জোর

(B) কর্ণাটক

Q20. ভারতের কোন রাজ্যে বিখ্যাত “শিগমো” উৎসব পালিত হয়?

  • (A) গোয়া
  • (B) মণিপুর
  • (C) অরুণাচল প্রদেশ
  • (D) সিকিম

(A) গোয়া

Latest gk questions for ssc mts in Bengali 2024
Latest gk questions for ssc mts in Bengali 2024

Q21. ভারতের কোন ভাইসরয়ের আমলে বিখ্যাত “সিমলা চুক্তি” স্বাক্ষরিত হয়?

  • (A) লর্ড আরউইন
  • (B) লর্ড লিনলিথগো
  • (C) লর্ড ওয়াভেল
  • (D) লর্ড মাউন্টব্যাটেন

(C) লর্ড ওয়াভেল

Q22. বিখ্যাত “হিন্দু ওয়ে অফ লাইফ” বইটির লেখক কে?

  • (A) আবুল কালাম আজাদ
  • (B) জওহরলাল নেহরু
  • (C) ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
  • (D) অরবিন্দ ঘোষ

(C) ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান

Q23. ভারতের কোন পরিকল্পনা কালে “সর্বশিক্ষা অভিযান” শুরু হয়?

  • (A) সপ্তম
  • (B) অষ্টম
  • (C) নবম
  • (D) দশম

(C) নবম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top