Super math for miscellaneous exam 2024
Introduction:
Welcome to padashona.com ; আজকে জেনারেল ইংলিশ এম সি কিউ কোয়েশ্চানস, ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Latest math question for wbp exam 2024
Q1. 8 টাকা প্রতিকেজি দামের কত কেজি গম, 5.40 টাকা প্রতি কেজি দামের 36 কেজি গমের সাথে মিশিয়ে মিশ্রিত গম 7.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ থাকবে?
- (A) 9.7 কেজি
- (B) 10.2 কেজি
- (C) 10.8 কেজি
- (D) 11.15 কেজি
(C) 10.8 কেজি
Q2. A এবং B দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত হল যথাক্রমে 4 : 3 এবং 2 : 3 । উভয় পাত্রের তরল কি অনুপাতে মেশালে, নতুন পাত্র C তে মিশ্রিত তরলে দুধ ও জলের পরিমাণ অর্ধেক হবে?
- (A) 7 : 5
- (B) 5 : 7
- (C) 6 : 9
- (D) 4 : 7
(A) 7 : 5
Q3. 15 টাকা এবং 20 টাকা প্রতি কেজি দামের দুই প্রকার ডাল কি অনুপাতে মেশালে একজন দোকানদার 16.50 টাকা প্রতিকেজি দামের মিশ্রিত ডাল পাবেন?
- (A) 3 : 7
- (B) 5 : 7
- (C) 7 : 3
- (D) 7 : 5
(C) 7 : 3
Latest math question for wbp exam 2024
Q4. 60 টাকা এবং 65 টাকা প্রতি কেজি মূল্যের চা কি অনুপাতে মিশিয়ে 68.20 টাকা প্রতিকেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে?
- (A) 3 : 2
- (B) 3 : 4
- (C) 3 : 5
- (D) 4 : 5
(A) 3 : 2
Q5. A এবং B দুটি পাত্রে স্পিরিট এবং জল যথাক্রমে 5 : 2 এবং 7 : 6 অনুপাতে মিশ্রিত আছে। কি অনুপাতে এই মিশ্রণ গুলি মেশালে C পাত্রে, স্পিরিট ও জলের অনুপাত 8 : 5 হবে?
- (A) 4 : 3
- (B) 3 : 4
- (C) 5 : 6
- (D) 7 : 9
(D) 7 : 9
Q6. 126 টাকা এবং 135 টাকা প্রতি কেজি মূল্যের চায়ের সাথে একটি তৃতীয় প্রকার চায়ের সাথে 1 : 1 : 2 অনুপাতে মেশানো হলো। যদি প্রতি কেজি মিশ্রণের মূল্য 153 টাকা হয়, তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য কত হবে?
- (A) 169.50 টাকা
- (B) 170 টাকা
- (C) 175.50 টাকা
- (D) 180 টাকা
(C) 175.50 টাকা
Q7. 30 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7 : 3 । ঐ মিশ্রণে কত লিটার জল মেশালে মিশ্রণে জলের পরিমাণ 40% হবে?
- (A) 5 লিটার
- (B) 2 লিটার
- (C) 3 লিটার
- (D) 8 লিটার
(A) 5 লিটার
Q8. একটি চিড়িয়াখানাতে কিছু পায়রা ও কিছু ঘোড়া আছে। তাদের মাথার সংখ্যা 200টি এবং পায়ের সংখ্যা হয় 580টি। ঐ চিড়িয়াখানায় পায়রা ও ঘোড়ার সংখ্যা কত?
- (A) 110 ও 90
- (B) 100 ও 86
- (C) 120 ও 80
- (D) 80 ও 125
(A) 110 ও 90
Latest math question for wbp exam 2024
Q9. একটি পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর 35 যদি পাশ করা ছাত্রদের গড় নম্বর 39 ও ফেল করা ছাত্রদের গড় নম্বর 15 হয়, তাহলে কত জন ছাত্র পরীক্ষায় পাশ করেছে?
- (A) 120 জন
- (B) 100 জন
- (C) 110 জন
- (D) 150 জন
(B) 100 জন
Q10. পিয়ালী শহরের জনসংখ্যা 24000 জন। যদি পুরুষের সংখ্যা 6% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা 9% বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা হয় 25620 জন। পিয়ালীর পুরুষ ও মহিলার জনসংখ্যা কত জন?
- (A) 15000 ও 9000 জন
- (B) 16000 ও 8000 জন
- (C) 14000 ও 5000 জন
- (D) 18000 ও 6000 জন
(D) 18000 ও 6000 জন
Q11. A ও B একটি কাজ 72 দিনে করে, B ও C ঐ কাজটি 120 দিনে করে, এবং A ও C কাজটি 90 দিনে করতে পারে। তিন জনে কাজটি একত্রে করলে কত দিনে শেষ হবে?
- (A) 40 দিন
- (B) 50 দিন
- (C) 60 দিন
- (D) 80 দিন
(C) 60 দিন
Q12. A একটি কাজ 12 দিনে ও B ঐ কাজটি 18 দিনে করতে পারে। তারা একত্রে 2 দিন কাজ করার পর চলে যায়। বাকি কাজটি B একা কত দিনে শেষ করবে?
- (A) 10 দিনে
- (B) 12 দিনে
- (C) 13 দিনে
- (D) 14 দিনে
(C) 13 দিনে
Latest math question for wbp exam 2024
Q13. 20 জন লোক প্রতিদিন 10 ঘণ্টা করে কাজ করলে 56 দিনে কাজটি শেষ করতে পারে, যদি 40 জন লোক প্রতিদিন 8 ঘণ্টা করে কাজ করে। তাহলে ঐ কাজটি কত দিনে শেষ হবে?
- (A) 35 দিনে
- (B) 30 দিনে
- (C) 36 দিনে
- (D) 25 দিনে
(A) 35 দিনে
Q14. A ও B একত্রে একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। তার একত্রে 10 দিন করার পর B চলে যায় এবং বাকি কাজ A একা 30 দিনে শেষ করে। তাহলে B একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে?
- (A) 60 দিনে
- (B) 56 দিনে
- (C) 90 দিনে
- (D) 120 দিনে
(C) 90 দিনে
Q15. 24 জন পুরুষ একটি কাজ 16 দিনে করতে পারে। আবার 16 জন স্ত্রী লোক ঐ কাজটি 24 দিনে করতে পারে। 8 জন পুরুষ ও 6 জন স্ত্রী লোক একত্রে কাজটি কত দিনে শেষ করবে?
- (A) 25 দিনে
- (B) 28 দিনে
- (C) 29 দিনে
- (D) 30 দিনে
(B) 28 দিনে
Q16. A ও B একত্রে একটি কাজ 10 দিনে, B ও C একত্রে ঐ কাজ 15 দিনে, এবং A ও C ঐ কাজ 20 দিনে করতে পারে। তাহলে A একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে?
- (A) 20 দিনে
- (B) 21 দিনে
- (C) 27 দিনে
- (D) 24 দিনে
(D) 24 দিনে
Latest math question for wbp exam 2024
Q17. 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 6 দিনে শেষ করে। কিন্তু 3 জন পুরুষ ও 2 জন বালক ঐ কাজটি 4 দিনে করতে পারে। এক জন পুরুষ ও একজন বালক কাজটি কত দিনে করতে পারবে?
- (A) 10
- (B) 12
- (C) 15
- (C) 20
(B) 12
Q18. একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়। তাহলে মেস খরচ প্রতিদিন বৃদ্ধি পায় 42 টাকা কিন্তু মাথা পিছু গড় খরচ 1 টাকা হ্রাস পায়। পূর্বে প্রতিদিন মেস খরচ কত টাকা ছিল?
- (A) 400 টাকা
- (B) 420 টাকা
- (C) 432 টাকা
- (D) 442 টাকা
(B) 420 টাকা
Q19. একজন ব্যক্তির প্রথম 5 মাসের গড় ব্যয় 1200 টাকা এবং শেষের সাত মাসের গড় ব্যয় 1300 টাকা। যদি তিনি সেই বছর 2900 টাকা সঞ্চয় করে থাকেন, তাহলে তার গড় মাসিক আয় কত টাকা?
- (A) 1500 টাকা
- (B) 1600 টাকা
- (C) 1700 টাকা
- (D) 1400 টাকা
(A) 1500 টাকা
Q20. একটি ইলেক্ট্রনিক্স দোকান সোমবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি 6 দিনের গড় বিক্রি 15,640 টাকা এবং মঙ্গলবার থেকে শনিবারের গড় বিক্রি 14,124 টাকা। গত রবিবার কত টাকার জিনিস বিক্রি হয়েছে?
- (A) 20,188 টাকা
- (B) 22,170 টাকা
- (C) 23,220 টাকা
- (D) 21,704 টাকা
(C) 23,220 টাকা