Super Indian polity mcq in bengali 2024
Introduction :
Welcome to padashona.com ; আজকে Lucent Indian polity mcq in bengali 2024, ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Lucent Indian polity mcq in bengali 2024
Q1. বর্তমানে ভারতের সংবিধানে কয়টি “তালিকা” (Schedules) আছে?
- (A) 9 টি
- (B) 10 টি
- (C) 11 টি
- (D) 12 টি
(D) 12 টি
Q2. বর্তমান ভারতের সংবিধানে কতগুলি আর্টিকেল আছে?
- (A) 444
- (B) 448
- (C) 465
- (D) 470
(B) 448
Q3. বর্তমান ভারতের সংবিধানে কতগুলি পার্ট আছে?
- (A) 18
- (B) 20
- (C) 23
- (D) 25
(D) 25
Q4. ভারতের সংবিধানে কতগুলি স্বীকৃত ভাষা আছে?
- (A) 15
- (B) 18
- (C) 22
- (D) 26
(C) 22
Q5. ভারতের সংবিধানের কোন পার্টে “মৌলিক অধিকারের” কথা বলা হয়েছে?
- (A) পার্ট 1
- (B) পার্ট 2
- (C) পার্ট 3
- (D) পার্ট 4
(C) পার্ট 3
Lucent Indian polity mcq in bengali 2024
Q6. ভারতের সংবিধানের অষ্টম তালিকায় প্রথম কোন ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়?
- (A) হিন্দি
- (B) বাংলা
- (C) তেলেগু
- (D) তামিল
(D) তামিল
Q7. ভারতের কোন ভাষাকে “ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজের” মর্যাদা দেওয়া হয় 2014 সালে?
- (A) মৈথিলী
- (B) কোঙ্কণী
- (C) ওড়িয়া
- (D) সিন্ধি
(C) ওড়িয়া
Q8. ভারতের সংবিধানের কোন তালিকার (Schedule) মাধ্যমে তফসিলী জাতি ও তফসিলী উপজাতির জন্য বিশেষ প্রভিসন দেওয়া হয়েছে?
- (A) Schedule 3
- (B) Schedule 4
- (C) Schedule 5
- (D) Schedule 6
(C) Schedule 5
Q9. ভারতের সংবিধানের কোন তালিকার (Schedule) মাধ্যমে “কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা” বন্টন করা হয়েছে?
- (A) Schedule 5
- (B) Schedule 6
- (C) Schedule 8
- (D) Schedule 7
(D) Schedule 7
Q10. কোন সংশোধনের মাধমে “মৈথিলী ও সাঁতালি” ভাষাকে সংবিধানের অষ্টম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়?
- (A) 71 তম সংশোধন 1992
- (B) 92 তম সংশোধন 2003
- (C) 96 তম সংশোধন 2011
- (D) 102 তম সংশোধন 2016
(B) 92 তম সংশোধন 2003
Lucent Indian polity mcq in bengali 2024
Q11. ভারতের সংবিধানের কোন তালিকায় (Schedule) পঞ্চায়েতের “ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের” কথা বলা আছে?
- (A) Schedule 7
- (B) Schedule 9
- (C) Schedule 10
- (D) Schedule 11
(D) Schedule 11
Q12. কোন সংশোধনের মাধমে ভারতের “ত্রিস্তর পঞ্চায়েত” গঠনের কথা বলা আছে?
- (A) 73 তম সংশোধন 1992
- (B) 92 তম সংশোধন 2003
- (C) 96 তম সংশোধন 2011
- (D) 102 তম সংশোধন 2016
(A) 73 তম সংশোধন 1992
Q13. ভারতের সংবিধানের “চতুর্থ পার্টে” (4th) কি নিয়ে আলোচনা করা হয়েছে?
- (A) মৌলিক অধিকার
- (B) নাগরিকত্ব
- (C) রাষ্ট্রনীতি
- (D) কেন্দ্রীয় প্রশাসক
(C) রাষ্ট্রনীতি
Q14. ভারতের সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে “শিশু শ্রমিক” নিষিদ্ধ করা হয়েছে?
- (A) আর্টিকেল 21
- (B) আর্টিকেল 22
- (C) আর্টিকেল 23
- (D) আর্টিকেল 24
(D) আর্টিকেল 24
Q15. ভারতের সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতি “জরুরী অবস্থা” ঘোষণা করতে পারে?
- (A) আর্টিকেল 352
- (B) আর্টিকেল 355
- (C) আর্টিকেল 356
- (D) আর্টিকেল 360
(C) আর্টিকেল 356
Lucent Indian polity mcq in bengali 2024
Q16. ভারতের সংবিধানের কোন তালিকায় (Schedule) পৌরসভার “ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের” কথা বলা আছে?
- (A) Schedule 9
- (B) Schedule 10
- (C) Schedule 11
- (D) Schedule 12
(D) Schedule 12
Q17. ভারতের সংবিধানের কোন আর্টিকেলের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়?
- (A) আর্টিকেল 348
- (B) আর্টিকেল 358
- (C) আর্টিকেল 368
- (D) আর্টিকেল 378
(C) আর্টিকেল 368
Q18. ভারতের সংবিধানের “নবম তালিকার” (Schedule) প্রধান বিষয় বস্তু কি?
- (A) মৌলিক অধিকার
- (B) মৌলিক কর্তব্য
- (C) ভূমি সংস্কার
- (D) ভূমি সংস্কার ও জমিদারি প্রথার উচ্ছেদ
(D) ভূমি সংস্কার ও জমিদারি প্রথার উচ্ছেদ
Q19. কোন সংবিধান সংশোধনের মাধমে “নবম তালিকা” ( Ninth Schedule) সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়?
- (A) প্রথম সংবিধান সংশোধন 1951
- (B) দ্বিতীয় সংবিধান সংশোধন 1956
- (C) তৃতীয় সংবিধান সংশোধন 1965
- (D) চতুর্থ সংবিধান সংশোধন 1977
(A) প্রথম 1951
Q20. ভারতের সংবিধানের কোথায় ভারতকে “সেকুলার ষ্টেইট” (Secular State) হিসেবে ঘোষণা করা হয়েছে?
- (A) মৌলিক অধিকার পার্টে
- (B) সংবিধানের প্রস্তাবনায়
- (C) নবম তালিকায়
- (D) রাষ্ট্রনীটি পার্টে (DPSP)
(B) সংবিধানের প্রস্তাবনায়