general science mcq questions in bengali 2024
Introduction :
Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস,Lucent science gk mcq in bengali 2024 ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Lucent science gk mcq in bengali 2024
Q1. “আঘাত বা আহত” হওয়ার কোন যন্ত্র থেকে কোন রোগের সৃষ্টি হতে পারে?
- (A) কালাজ্বর
- (B) কর্কট
- (C) ডিপথেরিয়া
- (D) টিটেনাস
(D) টিটেনাস
Q2. বায়ুমণ্ডলের সাথে কিসের উপস্থিতি ঘটলে “অ্যাসিড বৃষ্টি” ঘটে?
- (A) সালফার ও নাইট্রোজেন অক্সাইট
- (B) কার্বন ডাই অক্সাইড ও মনোক্সাইড
- (C) ওজোন ও কার্বন ডাই অক্সাইড
- (D) কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন
(A) সালফার ও নাইট্রোজেন অক্সাইট
Q3. “পৃথিবীতে প্রাণের উৎপত্তির” জন্য প্রাথমিক ভাবে কোন গ্যাস গুলি দায়ী?
- (A) হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম
- (B) কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন
- (C) অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস
- (D) কার্বন, হাইড্রোজেন, পটাশিয়াম
(B) কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন
Q4. অটোমোবাইল ইঞ্জিনে অ্যান্টি-ফ্রীজ করার জন্য কি ব্যবহার করা হয়?
- (A) প্রোপিল অ্যাকোহল
- (B) ইথানল
- (C) মিথানল
- (D) ইথিলীন গ্লাইকল
(D) ইথিলীন গ্লাইকল
Q5. “গ্রিন হাউস ইফেক্ট” তৈরি করার জন্য কোন গ্যাস গুলি দায়ী?
- (A) কার্বন ডাই অক্সাইড ও মিথেন
- (B) অ্যামোনিয়া এবং ওজোন
- (C) কার্বন মনোক্সাইড ও সালফার ডাই অক্সাইড
- (D) কার্বন ক্লোরাইড ও নাইট্রোজেন অক্সাইড
(A) কার্বন ডাই অক্সাইড ও মিথেন
Q6. “বদহজম” দূর করার জন্য কোন ধরনের ঔষধ ব্যবহার করা হয়?
- (A) সালফা ড্রাগ
- (B) অ্যান্টিহিস্টামাইন
- (C) অ্যান্টিবায়োটিক
- (D) অ্যান্টাসিড
(D) অ্যান্টাসিড
Lucent science gk mcq in bengali 2024
Q7. “প্রথম বিশ্ব যুদ্ধে” কোন ধরনের “রাসায়নিক অস্ত্র” ব্যবহার করা হয়েছে?
- (A) কার্বন মনোক্সাইড
- (B) হাইড্রোজেন সায়ানাইট
- (C) মাস্টার্ড গ্যাস
- (D) ওয়াটার গ্যাস
(C) মাস্টার্ড গ্যাস
Q8. কোন গ্যাস “প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাস” উভয় স্থানে পাওয়া যায়?
- (A) মিথেন
- (B) কার্বন মনোক্সাইড
- (C) হাইড্রোজেন
- (D) বুটেন
(A) মিথেন
Q9. ভারতের তাজমহল মার্বেল ক্যান্সারে আক্রান্ত, “মার্বেল ক্যান্সার” কি?
- (A) শিল্পের ধোয়া তাজমহলের ওপর ভেসে আসে
- (B) অতিরিক্ত ফাঙ্গাস মার্বেল পাথরের গায়ে ধরেছে
- (C) অ্যাসিড বৃষ্টি মার্বেল পাথরকে ক্ষয় করেছে
- (D) মার্বেল পাথরের গায়ে হলুদ রং ধরেছে
(C) অ্যাসিড বৃষ্টি মার্বেল পাথরকে ক্ষয় করেছে
Q10. “সীসা মিশ্রিত” জলপান করলে কোন ধরনের রোগ হয়?
- (A) চোখের সমস্যা
- (B) বাত
- (C) কিডনি ড্যামেজ
- (D) হেয়ার ফল
(C) কিডনি ড্যামেজ
Lucent science gk mcq in bengali 2024
Q11. আজকের পৃথিবীর “হোয়াইট লাঙ্গ ক্যান্সারের” প্রধান কারণ কি?
- (A) অ্যাসবেসটস
- (B) সিলিকা
- (C) টেক্সটাইল
- (D) পেপার
(C) টেক্সটাইল
Q12. দেহের কি নির্ণয় করার জন্য “আয়োডিন টেস্ট” করা হয়?
- (A) কোলেস্টেরল
- (B) ফ্যাট
- (C) প্রোটিন
- (D) কার্বোহাইড্রেট
(D) কার্বোহাইড্রেট
Q13. “খনিতে” (mines) কোন ধরনের গ্যাস মেশানোর ফলে বেশির ভাগ বিস্ফোরণ ঘটে?
- (A) হাইড্রোজেনের সাথে অক্সিজেন
- (B) অক্সিজেনের সাথে অ্যাসিটিলিন
- (C) বাতাসের সাথে মিথেন
- (D) কার্বনডাই অক্সাইডের সাথে ইথেন
(B) অক্সিজেনের সাথে অ্যাসিটিলিন
Q14. বোটানির কোন বিষয় নিয়ে স্টাডি করাকে “ফাইকোলোজি” (Phycology) বলে?
- (A) শৈবাল
- (B) ছত্রাক
- (C) বাস্তুতন্ত্র
- (D) ভাইরাস
(A) শৈবাল
Q15. বোটানির কোন বিষয় নিয়ে স্টাডি করাকে “মাইকোলোজি” (Mycology) বলে?
- (A) শৈবাল
- (B) ছত্রাক
- (C) বাস্তুতন্ত্র
- (D) ভাইরাস
(B) ছত্রাক
Lucent science gk mcq in bengali 2024
Q16. ভারতের কোন শহরে “বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়ার” হেড কোয়ার্টার অবস্থিত?
- (A) লক্ষ্ণৌ
- (B) নিউ দিল্লি
- (C) কলকাতা
- (D) ভুপাল
(C) কলকাতা
Q17. আলু, টমেটো, বেগুন তিনটি আলাদা প্রজাতির হলেও তারা কোন একই বর্গের?
- (A) সোলানাম
- (B) প্যানথেরা
- (C) ফেলিস
- (D) টাইগ্রিস
(A) সোলানাম
Q18. “হেটেরোট্রফিক প্লান্টস” গুলি কোন উদ্ভিদ রাজ্যের অন্তর্গত?
- (A) শৈবাল
- (B) ছত্রাক
- (C) শেওলা
- (D) ফার্ণ
(B) ছত্রাক
Q19. সংক্রামক রোগ “স্মল পক্স” কি কারণে ঘটে?
- (A) ভাইরাস
- (B) ছত্রাক
- (C) ব্যাকটেরিয়া
- (D) শৈবাল
(A) ভাইরাস
Q20. “AIDS” কোন ধরনের রোগ?
- (A) ভাইরাস
- (B) ছত্রাক
- (C) ব্যাকটেরিয়া
- (D) প্রোটোজোয়া
(A) ভাইরাস
Q21. কোন “ছোয়াচে রোগ” ব্যাকরিয়ার দ্বারা ছড়িয়ে পরে?
- (A) স্মল পক্স
- (B) মাম্পস
- (C) লেপ্রোসি
- (D) অ্যাস্থমা
(C) লেপ্রোসি
Lucent science gk mcq in bengali 2024
Q22. কোন ফসল উৎপাদনে “নাইট্রোজেন ব্যাকরিয়ার” খুবই প্রয়োজন হয়?
- (A) গম
- (B) ধান
- (C) ভুট্টা
- (D) শিম
(D) শিম
Q23. কিছু জন্তুর পায়ে এবং মুখে এক ধরনের রোগের প্রধান কারণ কি?
- (A) ভাইরাস
- (B) ছত্রাক
- (C) ব্যাকটেরিয়া
- (D) প্রোটোজোয়া
(A) ভাইরাস
Q24. ভারতের কোথায় “মাইক্রোবিয়াল টাইপ কালচার কালেক্শন” সেন্টার অবস্থিত?
- (A) চণ্ডীগড়
- (B) বাঙ্গালোর
- (C) হায়দ্রাবাদ
- (D) নিউ দিল্লি
(A) চণ্ডীগড়
Q25. পৃথিবীর কোন প্রাণী “চামড়ার” সাহায্যে নিশ্বাস গ্রহণ করে?
- (A) মাছ
- (B) পায়রা
- (C) ব্যাঙ
- (D) আরশোলা
(C) ব্যাঙ