Miscellaneous mathematics questions 2024.
Introduction :
Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । সিলেবাস অনুসারে মোস্ট ইমপর্ট্যান্ট পাটিগণিতের কয়েকটি অঙ্ক ও সমাধান দেওয়া হল । Miscellaneous arithmetic questions 2024. এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Miscellaneous arithmetic questions 2024.
Q1. একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ঠ খাদ্য তাদের আর কত দিন চলব?
- (A) 120 দিন
- (B) 240 দিন
- (C) 180 দিন
- (D) 200 দিন
(D) 200 দিন
Q2. কোন ক্রেতা প্রথমে 10% তারপর 20% ছাড় পেলেন । তিনি মোটের ওপর শতকরা কত টাকা ছাড় পেলেন?
- (A) 25%
- (B) 30 %
- (C) 15%
- (D) 28%
(D) 28%
Q3.150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?
- (A) 18 সেকেন্ড
- (B) 22 সেকেন্ড
- (C) 20 সেকেন্ড
- (D) 24 সেকেন্ড
(A) 18 সেকেন্ড
Q5. সঠিক সময় বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। এক ব্যাক্তি 66 টাকা ছাড় পেলেন।তাহলে তার মোট বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা ছিল?
- (A) 400 টাকা
- (B) 360 টাকা
- (C) 330 টাকা
- (D) 200 টাকা
(C) 330 টাকা
Q6. একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 5 : 8 : 3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা হলে। ঐ ব্যাগে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি থাকবে ?
- (A) 140
- (B) 200
- (C) 150
- (D) 175
(C) 150
Miscellaneous arithmetic questions 2024.
Q7. একটি গরু 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়। তাহলে গরুটির ক্রয় মূল্য কত টাকা?
- (A) 1523 টাকা
- (B) 1623 টাকা
- (C) 1695 টাকা
- (D) 1589 টাকা
(B) 1623 টাকা
Q8. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় । তাহলে পিতার বর্তমান বয়স কত বছর ?
- (A) 24 বছর
- (B) 36 বছর
- (C) 48 বছর
- (D) 30 বছর
(A) 24 বছর
Q9. প্রিয়াংকা একাকী একটি কাজ 20 দিনে করতে পারে । আবার সুদেষ্ণা একাকী সেই কাজ 30 দিনে করতে পারে। দুই জনে এক সাথে কাজটি করলে, কত দিনে কাজটি শেষ হবে?
- (A) 16 দিনে
- (B) 15 দিনে
- (C) 10 দিনে
- (D) 12 দিনে
(D) 12 দিনে
Q10. 710 টাকা এমন ভাবে তিন বান্ধবীর মধ্যে ভাগ করে দেওয়া হল যাতে রিয়া, রেশমীর থেকে 40 টাকা বেশি পায়, এবং পূজার থেকে রিয়া 30 টাকা বেশি পায়। তাহলে পূজার বেতন কত টাকা ?
Miscellaneous arithmetic questions 2024.
- (A) 300 টাকা
- (B) 135 টাকা
- (C) 235 টাকা
- (D) 270 টাকা
(D) 270 টাকা
Q11. কোন সংখ্যার 25% এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয় । সংখ্যাটি কত?
- (A) 120 টাকা
- (B) 210 টাকা
- (C) 102 টাকা
- (D) 220 টাকা
(A) 120 টাকা
Q12. রাহুল ও রোহিতের আয়ের অনুপাত 3:4। তাদের খরচের অনুপাত 2:3। তারা প্রত্যকে 200 টাকা সঞ্চয় করলে । রাহুল ও রোহিতের আয় কত টাকা?
- (A) 600 এবং 800 টাকা
- (B) 500 এবং 700 টাকা
- (C) 900 এবং 1200 টাকা
- (D) 300 এবং 400 টাকা
(A) 600 এবং 800 টাকা
Q13. একটি ক্লাসের 16 টি ছেলের গড় বয়স 20 বছর। সেই ক্লাসে একটি নতুন মেয়ে যুক্ত হলে সবার গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে নতুন মেয়েটির বয়স কত বছর?
- (A) 52 বছর
- (B) 54 বছর
- (C) 14 বছর
- (D) 37 বছর
(B) 54 বছর
Q14. 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। তাহলে ঐ মিশ্রণে কত লিটার জল মেশলে, সেখানে 25% জল থাকবে?
- (A) 4 লিটার
- (B) 2 লিটার
- (C) 8 লিটার
- (D) 6 লিটার
(A) 4 লিটার
Q15. সুরেশ ও রবিনের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর।10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3 । তাহলে তাদের বর্তমান বয়স কত বছর ?
- (A) 40 ও 25 বছর
- (B) 24 ও 31 বছর
- (C) 32 ও 23 বছর
- (D) 25 ও 30 বছর
(D) 25 ও 30 বছর
Q16. 25 জন লোক 4 দিনে 810 টাকা আয় করে । 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে?
- (A) 1560 টাকা
- (B) 1458 টাকা
- (C) 1700 টাকা
- (D) 1638 টাকা
(B) 1458 টাকা