new clerkship gk questions 2024.

new clerkship gk questions answers 2024.

new clerkship gk questions 2024.

Introduction:

Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন । new clerkship gk questions 2024.

new clerkship gk questions 2024.

Q1. পশ্চিমবঙ্গের “উত্তর 24 পরগণা ও দক্ষিণ 24 পরগণা” জেলা কবে আলাদা করা হয়?

  • (A) 1980
  • (B) 1985
  • (C) 1986
  • (D) 1987

(C) 1986

Q2. “শব্দের তীব্রতা” পরিমাপের একক কি?

  • (A) ডেসিবল
  • (B) জুল
  • (C) নিউটন
  • (D) হাজ

(A) ডেসিবল

Q3. “আল্ট্রা-সোনোগ্রাফী”তে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?

  • (A) মাইক্রো তরঙ্গ
  • (B) অবলোহিত
  • (C) শব্দ তরঙ্গ
  • (D) শব্দত্তোর তরঙ্গ 

(D) শব্দত্তোর তরঙ্গ 

Q4. আধুনিক “পর্যায় সূত্রের” প্রবক্তা কে ছিলেন?

  • (A) ডোবেরিনার
  • (B) লোথারমেয়ার
  • (C) মেণ্ডেলিফ
  • (D) ডাল্টন

 

Q5. আধুনিক “অষ্টক সূত্রের” প্রবর্তক কে ছিলেন?

  • (A) নিউল্যান্ড
  • (B) ডোবেরিনার
  • (C) লোথারমেয়ার
  • (D) মেণ্ডেলিফ

 (A) নিউল্যান্ড

Q6. ভারতের বৃহত্তম “বোটানিকাল গার্ডেন” কোথায় আছে?

  • (A) হাওড়া
  • (B) লক্ষ্ণৌ
  • (C) দিল্লি
  • (D) দার্জিলিং

(A) হাওড়া 

Q7. ভারতের কোন শহর “জিরো মাইল সেন্টার” নামে পরিচিত?

  • (A) তিরুপুর
  • (B) যোধপুর
  • (C) নাগপুর
  • (D) ইন্দোর

(C) নাগপুর 

Q8. ভারতের কোন বিখ্যাত শহর “হিল স্টেশনের রাণী” নামে পরিচিত?

  • (A) দার্জিলিং
  • (B) উটি
  • (C) শিলং
  • (D) সিমলা

(B) উটি  

Q9. ভারতের কোথায় “নেগ্রিটো শ্রেণীর” উপজাতি মানুষের বাসস্থান আছে?

  • (A) আন্দামান
  • (B) নিকোবর
  • (C) পোর্টব্লেয়ার 
  • (D) গ্রেট নিকোবর

(A) আন্দামান 

Q10. বর্তমান ভারতে কয়টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক আছে?

  • (A) 6300
  • (B) 5910
  • (C) 5893
  • (D) 6310

 (D) 6310

Q11. ভারতের কোন রাজ্যে “মুরিয়া উপজাতি” মানুষেরা বসবাস করছে ?

  • (A) হরিয়ানা
  • (B) মধ্যপ্রদেশ
  • (C) তামিলনাড়ু
  • (D) মেঘালয়

(B) মধ্যপ্রদেশ 

new clerkship gk questions 2024.

new clerkship gk questions 2024.

Q12. ভারতের কোন রাজ্যে “উরালিস  উপজাতি” মানুষেরা বসবাস করছে?

  • (A) মিজোরাম
  • (B) সিকিম
  • (C) কেরালা
  • (D) উত্তরাখণ্ড

(C) কেরালা

Q13. ভারতের কোন রাজ্যে “থারু উপজাতি” মানুষেরা বসবাস করছে?

  • (A) উত্তরাখণ্ড
  • (B) নাগাল্যান্ড
  • (C) ওড়িশা
  • (D) কর্ণাটক

(A) উত্তরাখণ্ড

Q14. ভারতের কোন রাজ্যে “গুজ্জর উপজাতি” মানুষেরা বসবাস করছে?

  • (A) ত্রিপুরা
  • (B) গুজরাট
  • (C) মহারাষ্ট্র
  • (D) হিমাচল প্রদেশ

(D) হিমাচল প্রদেশ

Q15. ভারতের কোন রাজ্যে “আদিবাসী উপজাতি” মানুষেরা বসবাস করছে?

  • (A) মধ্যপ্রদেশ
  • (B) উত্তর প্রদেশ
  • (C) অরুণাচল প্রদেশ
  • (D) হিমাচল প্রদেশ

(A) মধ্যপ্রদেশ

Q16. ভারতের কোন মহিলা “দ্যা নাইটিংল অফ ইন্ডিয়া” নামে পরিচিত?

  • (A) বিজয় লক্ষ্মী পন্ডিত
  • (B) লতা মাঙ্গেশকর
  • (C) সরোজিনী নাইডু
  • (D) আশা ভোসলে

(C) সরোজিনী নাইডু

Q17. ভারতের কোন গভর্নর জেনারেল “মাতৃভাষা সংবাদপত্র” আইন চালু করেন?

  • (A) লর্ড মেয়ো
  • (B) লর্ড লিটন
  • (C) লর্ড রিপন
  • (D) লর্ড কার্জন

(B) লর্ড লিটন

new clerkship gk questions 2024.

new clerkship gk questions 2024.

Q18. বিখ্যাত ইংরেজি উপন্যাস  “A Passage to India” কার লেখা?

  • (A) মার্ক টয়াইন
  • (B) নয়নতারা সেহগল
  • (C) নিরোধ চন্দ্র চৌধুরী
  • (D)  ই.এম ফস্টার  

(D)  ই.এম ফস্টার  

Q19. “ডেভিড কপারফিল্ড” উপন্যাসটি কার লেখা?

  • (A) চার্লস ডিকেন্স
  • (B) ই.এম ফস্টার
  • (C) রবার্ট রাউলিং
  • (D) রবার্ট ব্রাউন

(A) চার্লস ডিকেন্স  

Q20. ভারতের কোন গভর্নর জেনারেল “স্থানীয় স্বায়ত্ব শাসন” প্রচলন করেন?

new clerkship gk questions 2024.
new clerkship gk questions 2024.
  • (A) লর্ড মেয়ো
  • (B) লর্ড লিটন
  • (C) লর্ড রিপন
  • (D) লর্ড ক্যানিং

(C) লর্ড রিপন 

Q21. ভারতের কোন গভর্নর জেনারেল “মাতৃভাষা সংবাদপত্র” আইন বাতিল করেন?

  • (A) লর্ড মেয়ো
  • (B) লর্ড লিটন
  • (C) লর্ড রিপন
  • (D) লর্ড ক্যানিং

(C) লর্ড রিপন 

Q22. “দ্যা গোল্ডেন থ্রেশোহল্ড” গ্রন্থটি কার  লেখা?

  • (A)  অরুণা আসফ আলি
  • (B)  সরোজিনী নাইডু
  • (C)  অ্যানি বেসন্ত
  • (D)  বিজয় লক্ষ্মী পন্ডিত

 (B)  সরোজিনী নাইডু

Q23. কত সালে ভারতের সংবিধান গ্রহণ করা হয়?

  • (A)  26 শে জানুয়ারি 1950
  • (B)  26 শে নভেম্বর 1949
  • (C)  26 শে জানুয়ারি 1949
  • (D) 15 ই আগস্ট 1947

 (B)  26 শে নভেম্বর 1949

Q24. ভারতের সংবিধানে কত গুলি “ভাষার” স্বীকৃতি আছে?

  • (A) 22 টি
  • (B) 23 টি
  • (C) 24 টি
  • (D) 25 টি

(A) 22 টি 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top