New wbp mcq Questions in Bengali 2024

Super wbp mcq questions in bengali 2024

New wbp mcq Questions in Bengali 2024

Introduction :

Welcome to padashona.com ; আজকে, New wbp mcq Questions in Bengali 2024, ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

New wbp mcq Questions in Bengali 2024

Q1. ভারতের কোন শহর “দক্ষিণ ভারতের ম্যানচেস্টার” নামে পরিচিত?

  • (A) কোয়েম্বাটোর 
  • (B) চেন্নাই
  • (C) বেঙ্গালুরু
  • (D) মাদুরাই

(A) কোয়েম্বাটোর 

Q2. ভারতের কোন শহরে “বিশ্বেশ্বরায় আয়রন ও স্টীল প্লান্ট” অবস্থিত?

  • (A) বাঙ্গালোর
  • (B) ভদ্রাবতী
  • (C) ম্যাঙ্গালোর
  • (D) মাইসোর

(B) ভদ্রাবতী

Q3. ভারতের কোন শহর “ভারতের ম্যানচেস্টার” নামে পরিচিত?

  • (A) আহমেদাবাদ
  • (B) এলাহাবাদ
  • (C) হাওড়া
  • (D) দিল্লি

(A) আহমেদাবাদ

Q4. ভারতের প্রথম “জাহাজ নির্মাণ” করা হয় কত সালে?

  • (A) 1950
  • (B) 1955
  • (C) 1960
  • (D) 1970

(C) 1960

Q5. ভারতের কোন শহর “উত্তর ভারতের ম্যানচেস্টার” নামে পরিচিত?

  • (A) লক্ষ্ণৌ
  • (B) গোরক্ষপুর
  • (C) কানপুর
  • (D) রায়বেরেলি

(C) কানপুর

New wbp mcq Questions in Bengali 2024

New wbp mcq Questions in Bengali 2024

Q6. ভারতের কোন শহর “পূর্ব ভারতের ম্যানচেস্টার” নামে পরিচিত?

  • (A) লক্ষ্ণৌ
  • (B) হাওড়া
  • (C) শিলিগুড়ি 
  • (D) কলকাতা

(D) কলকাতা

Q7. ভারতের কোন শহর “পশ্চিম ভারতের ম্যানচেস্টার” নামে পরিচিত?

  • (A) আহমেদাবাদ
  • (B) এলাহাবাদ
  • (C) হাওড়া
  • (D) দিল্লি

(A) আহমেদাবাদ

Q8. ভারতের বৃহত্তম স্টিল কারখানা “টিস্কো” (TISCO) কোন শহরে অবস্থিত?

  • (A) পাটনা
  • (B) দারভাঙ্গা
  • (C) ধানবাদ
  • (D) টাটানগর

(D) টাটানগর

Q9. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?

  • (A) গোলড মেইর
  • (B) মার্গারেট থ্যাচার
  • (C) ইন্দিরা গান্ধী
  • (D) শ্রীমাভো বন্দর নায়েক

(D) শ্রীমাভো বন্দর নায়েক

Q10. ভারতের কোন প্রধানমন্ত্রীর আমলে “দলত্যাগ বিরোধী” আইন চালু হয়?

  • (A) ইন্দিরা গান্ধী
  • (B) রাজীব গান্ধী
  • (C) বিশ্বনাথ প্রতাপ সিং
  • (D) দেবে গৌড়া

(B) রাজীব গান্ধী

Q11. ভারতের কোন প্রধানমন্ত্রী তার কার্যকালের মেয়াদে একবারও পার্লামেন্টে উপস্থিত হন নি?

  • (A) চন্দ্রশেখর
  • (B) বিশ্বনাথ প্রতাপ সিং
  • (C) চৌধুরী চরণ সিং
  • (D) অটল বিহারী বাজপায়ী

(C) চৌধুরী চরণ সিং

New wbp mcq Questions in Bengali 2024

New wbp mcq Questions in Bengali 2024

Q12. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন?

  • (A) রাজেন্দ্র প্রসাদ 
  • (B) বি আর আম্বেদকর
  • (C) কৈলাসনাথ কাটজু
  • (D) রাফি আহমেদ

(B) বি আর আম্বেদকর

Q13. ভারতীয় পার্লামেন্টের দুটি অধিবেশনের বিরতি সময়কাল কত মাস?

  • (A) 3 মাস
  • (B) 5 মাস
  • (C) 6 মাস
  • (D) 8 মাস

(C) 6 মাস

Q14. ভারতীয় পার্লামেন্টের সদস্য নয় কিন্তু তার কাজের জন্য পার্লামেন্টের যে কোন কক্ষে প্রবেশ করতে পারেন কোন ব্যাক্তি?

  • (A) উপরাষ্ট্রপতি
  • (B) সলিসিটর জেনারেল 
  • (C) অ্যাটর্নি জেনারেল
  • (D) ভারতের প্রধানমন্ত্রী

(C) অ্যাটর্নি জেনারেল

Q15. ভারতের অমর সঙ্গীত “বন্দেমাতরম” কে রচনা করেন?

  • (A) রবীন্দ্রনাথ ঠাকুর
  • (B) শরৎচন্দ্র চ্যাটার্জী
  • (C) অরবিন্দ ঘোষ
  • (D) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী 

(D) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী 

New wbp mcq Questions in Bengali 2024
New wbp mcq Questions in Bengali 2024

Q16. “ক্যাবিনেট মিশন” কত সালে ভারতে আসে?

  • (A) 1946 খ্রিস্টাব্দে
  • (B) 1947 খ্রিস্টাব্দে
  • (C) 1942 খ্রিস্টাব্দে
  • (D) 1948 খ্রিস্টাব্দে

(A) 1946 খ্রিস্টাব্দে 

Q17. “ক্যাবিনেট মিশনের” প্রধান কে ছিলেন?

  • (A) স্টাফোর্ড ক্রিপস
  • (B) এ ভি আলেক্সান্ডার
  • (C) লর্ড প্যাথিক লোরেন্স
  • (D) লর্ড অকল্যান্ড

(C) লর্ড প্যাথিক লোরেন্স 

Q18. “ক্রিপস মিশন” কবে ভারতে আসে?

  • (A) 1940 খ্রিস্টাব্দে
  • (B) 1942 খ্রিস্টাব্দে
  • (C) 1944 খ্রিস্টাব্দে
  • (D) 1945 খ্রিস্টাব্দে

(B) 1942 খ্রিস্টাব্দে 

Q19.”ক্রিপস মিশনের” প্রধান কে ছিলেন?

  • (A) স্টাফোর্ড ক্রিপস
  • (B) এ ভি আলেক্সান্ডার
  • (C) লর্ড প্যাথিক লোরেন্স
  • (D) লর্ড অকল্যান্ড

(A) স্টাফোর্ড ক্রিপস 

Q20. ভারতের বিখ্যাত “দ্যা কমন উইল” পত্রিকার সম্পাদক কে?

  • (A) লোকমান্য তিলিক
  • (B) লালা লাজপত রাই
  • (C) অ্যানি বেসান্ত
  • (D) কৃষ্ণ ভার্মা

(C) অ্যানি বেসান্ত 

New wbp mcq Questions in Bengali 2024
New wbp mcq Questions in Bengali 2024

Q21. বিখ্যাত “সাইমন কমিশন” কবে ভারতে আসেন?

  • (A) 1920 খ্রিস্টাব্দে
  • (B) 1922 খ্রিস্টাব্দে
  • (C) 1925 খ্রিস্টাব্দে 
  • (D) 1927 খ্রিস্টাব্দে

(D) 1927 খ্রিস্টাব্দে  

Q22. 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের নেত্রী ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের আসল নাম কি?

  • (A) মনি কর্ণিকা
  • (B) রাণী শিরোমণি
  • (C) মাতঙ্গীনি 
  • (D) কর্ণিকা যাদব

(A) মনি কর্ণিকা 

Q23. ভারতের ইতিহাসে “ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত” নামে পরিচিত কে?

  • (A) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী
  • (B) স্বামী বিবেকানন্দ
  • (C) রাজা রামমোহন রায়
  • (D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(B) স্বামী বিবেকানন্দ 

Q24. 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কানপুরের নায়ক “নানা সাহেবের” আসল নাম কি?

  • (A) রামচন্দ্র পাণ্ডরঙ্গ
  • (B) জি ভি যোশী
  • (C) গোবিন্দ ধুন্দ পন্থ
  • (D) শিরোমণি দত্ত

 (C) গোবিন্দ ধুন্দ পন্থ

Q25. ভারতের কোন বাঙালি সাহিত্যিক “গ্র্যান্ড ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম” নামে পরিচিত?

  • (A) নারেন্দ্রনাথ ভট্টাচার্য
  • (B) প্রমথনাথ মিত্র
  • (C) রাসবিহারী বসু
  • (D) রাজনারায়ণ বসু  

(D) রাজনারায়ণ বসু  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top