Psc Clerkship mcq Questions 2024

New clerkship gk questions 2024

Psc Clerkship mcq Questions 2024

Introduction:

Welcome to padashona.com ; আজকে জেনারেল ক্লার্কশিপ এম সি কিউ কোয়েশ্চানস, Psc Clerkship mcq Questions 2024ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Q1. “মুখ্যমন্ত্রীর ডাইরি-1” বইটি কার লেখা?

  • (A) হিমন্ত বিশ্ব শর্মা
  • (B) মমতা ব্যানার্জী
  • (C) অরবিন্দ কেজরিওয়াল
  • (D) জিতেন রাম মাঝি

(A) হিমন্ত বিশ্ব শর্মা

Q2. “Victory City” বইটি কার লেখা?

  • (A) বিবেক অগ্নিহোত্রী
  • (B) সলমন রুশদী
  • (C) রাস্কিন বন্ড
  • (D) অমিতাভ ঘোষ

(B) সলমন রুশদী

Q3. বিখ্যাত “Smoke and Ashes” বইটি কার লেখা?

  • (A) অমিতাভ খান 
  • (B) সলমন রুশদী
  • (C) রাস্কিন বন্ড
  • (D) অমিতাভ ঘোষ

(D) অমিতাভ ঘোষ

Q4. “ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউনসিল” (ICC)-এর বর্তমান চেয়ারম্যান কে?

  • (A) গ্রেগ বাগলে
  • (B) জয় শাহ
  • (C) গ্রেগ চ্যাপেল
  • (D) অ্যাড্যাম গিলকৃষ্ট

(B) জয় শাহ

Q5. বর্তমান বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা কে?

  • (A) আকবর উদ্দিন
  • (B) শেখ হাসিনা
  • (C) ডাঃ মহম্মদ ইউনুস
  • (D) শাহবাজ শরিফ

(C) ডাঃ মহম্মদ ইউনুস

Q6. বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি?

  • (A) হরিণী অমরাসুরিয়া
  • (B) অনুরা কুমার দিশানায়েক
  • (C) বিজিতা হেরথ
  • (D) রনিল বিক্রম সিংঘে

(A) হরিণী অমরাসুরিয়া

Psc Clerkship mcq Questions 2024

Psc Clerkship mcq Questions 2024

Q7. “ভিমবেটকা রক” কে আবিষ্কার করেন?

  • (A) শ্যাম সুন্দর নিগম
  • (B) ডাঃ এইচ ডি সংকলিয়া
  • (C) ডাঃ রাজবলি পান্ডে
  • (D) ডাঃ বিষ্ণু শ্রীধর বাকঙ্কর

(D) ডাঃ বিষ্ণু শ্রীধর বাকঙ্কর

Q8. কোন ঐতিহাসিক হরপ্পা সভ্যতার “সুরকোটদা” সাইটটি আবিষ্কার করেন?

  • (A) এ এল ব্যসাম
  • (B) রাখাল দাস
  • (C) জগৎপতি যোশী
  • (D) দয়ারাম সাহানি

(C) জগৎপতি যোশী

Q9. “হরপ্পা সভ্যতা” কত সালে আবিষ্কৃত হয়েছে?

  • (A) 1901
  • (B) 1921
  • (C) 1935
  • (D) 1942

(B) 1921

Q10. “সিন্ধু নদীর সভ্যতা” কে আবিষ্কার করেন?

  • (A) স্যার লিওনার্ড বোওলে
  • (B) ভি এস আগারওয়াল
  • (C) দয়ারাম সাহানি
  • (D) রাখলদাস ব্যানার্জী

(C) দয়ারাম সাহানি

Q11. ভারতের কোন নদীটি প্রাচীন কালে “বিতস্তা” নামে পরিচিত ছিল?

  • (A) তিস্তা
  • (B) ঝিলাম
  • (C) সুরসেনা
  • (D) অবন্তী

(B) ঝিলাম

Q12. ভারতের রাষ্ট্রের প্রতীক “সত্যমেব জয়তে” শব্দ দুটি কোথা থেকে নেওয়া হয়েছে?

  • (A) মুন্ডক উপনিষদ
  • (B) ব্রাহ্ম উপনিষদ
  • (C) মুদগল উপনিষদ
  • (D) মৈত্রেই উপনিষদ

(A) মুন্ডক উপনিষদ

Q13. ভারতে কে প্রথম “যোগা দর্শন” (Yoga Philosophy) প্রবর্তন করেন?

  • (A) শঙ্করাচার্য
  • (B) গৌতম
  • (C) জৈমিনি
  • (D) পতঞ্জলি

(D) পতঞ্জলি

Psc Clerkship mcq Questions 2024

Psc Clerkship mcq Questions 2024

Q14. প্রাচীন ভারতের বিখ্যাত গ্রন্থ “অষ্টাধ্যায়ী” কার লেখা?

  • (A) শুকদেব
  • (B) পাণিনি
  • (C)  কালিদাস
  • (D) পতঞ্জলি

(B) পাণিনি

Q15. প্রাচীন ভারতের কোন মহাজনপদে “কুলীনতন্ত্রের” (Oligarchy) প্রচলন ছিল?

  • (A) মগধ
  • (B) বৃজি
  • (C) অবন্তি
  • (D) কৌশল

(B) বৃজি

Q16. “দেশের কথা” বিখ্যাত বইটি কে লেখেন?

  • (A)  রাজেন্দ্র প্রসাদ
  • (B)  মুরলী মোহন প্রসাদ
  • (C)  সখারাম গণেশ দেউসকর
  • (D)  সরোজিনী নাইডু

(C)  সখারাম গণেশ দেউসকর

Q17. ভারতের রিজার্ভ ব্যাংকের “হেড অফিস” কোথায় অবস্থিত?

  • (A) মুম্বাই
  • (B) কলকাতা
  • (C) দিল্লি 
  • (D) চেন্নাই

(A) মুম্বাই

Q18. কত সালে ভারতে “পঞ্চায়েত ব্যবস্থার” প্রবর্তন হয়েছে?

  • (A) 1945
  • (B) 1950
  • (C) 1959
  • (D) 1962

(C) 1959

Q19. ভারতের সংবিধানের 73rd অ্যামেডমেন্ট কোন বিষয়ের ওপর করা হয়েছে?

  • (A)   বিবাহের নূন্যতম বয়স
  • (B)   প্রাথমিক শিক্ষা
  • (C)   নগর পালিকা
  • (D) পঞ্চায়েত রাজ

(D) পঞ্চায়েত রাজ

Psc Clerkship mcq Questions 2024
Psc Clerkship mcq Questions 2024

Q20. ভারতীয় পার্লামেন্টের “জেরো আওয়ার” (Zero Hour) কোন সময়কে বোঝায়?

  • (A) সকাল  9টা  থেকে 10টা 
  • (B) সকাল 10টা থেকে 11টা
  • (C) সকাল 11টা থেকে 12টা
  • (D) দুপুর 12টা থেকে 1টা

(D) দুপুর 12টা থেকে 1টা

Q21.  ভারতের কোন নদী পশ্চিমবঙ্গকে আসাম থেকে আলাদা করেছে?

  • (A) রায়ডাক
  • (B) সংকোশ
  • (C) কালজানি
  • (D) তিস্তা

(B) সংকোশ

Q22. ভারতের কোন রাজ্যে “রূপকুণ্ড লেক” অবস্থিত?

  • (A) কেরালা
  • (B) মণিপুর
  • (C) হিমাচল প্রদেশ
  • (D) উত্তরাখণ্ড

(D) উত্তরাখণ্ড

Q23. “গ্যাণ্ডিকোটা” ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে?

  • (A) কাবেরী
  • (B) মঞ্জীরা
  • (C) পেন্নার
  • (D) তুঙ্গভদ্রা

(C) পেন্নার

Q24. ভারতের কোন নদী উপত্যকায় সর্বাধিক কয়লা সঞ্চিত আছে?

  • (A) দামোদর
  • (B) শোন
  • (C) মহানদী
  • (D) নর্মদা

(A) দামোদর

Q25. “কালপক্কম তাপ বিদ্যুৎ” কেন্দ্র ভারতের কোন রাজ্যে আছে?

  • (A) অন্ধ্রপ্রদেশ
  • (B) তামিলনাড়ু
  • (C) মহারাষ্ট্র
  • (D) ওড়িশা

(B) তামিলনাড়ু

Q26. পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 45 বছর। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9 : 4 । তাহলে বর্তমান পুত্রের বয়স কত?

  • (A) 15 বছর
  • (B) 10 বছর
  • (C) 12 বছর
  • (D) 18 বছর

(B) 10 বছর

Psc Clerkship mcq Questions 2024
Psc Clerkship mcq Questions 2024

Q27. কিছু টাকা দুই জনের মধ্যে 5 : 3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। যদি ক্ষুদ্রতম ভাগটি 384 টাকা হয়, তাহলে মোট কত টাকা ভাগ হয়েছিল?

  • (A) 1000 টাকা
  • (B) 1250 টাকা
  • (C) 1120 টাকা
  • (D) 1024 টাকা

(D) 1024 টাকা

Q28. পশ্চিমবঙ্গের প্রথম “মেডিকেল কলেজ” কোনটি?

  • (A) কলকাতা মেডিকেল কলেজ
  • (B) আর জি কর মেডিকেল কলেজ
  • (C) ন্যাশনাল মেডিকেল কলেজ
  • (D) নিলরতন সরকার মেডিকেল কলেজ

(A) কলকাতা মেডিকেল কলেজ

Q29. পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং কোনটি?

  • (A) দ্যা 40
  • (B) দ্যা 42
  • (C) দ্যা 52
  • (D) দ্যা 62

(B) দ্যা 42

Q30. পশ্চিমবঙ্গের বিধান সভার “প্রথম অধ্যক্ষ” (First Speaker) কে ছিলেন?

  • (A) প্রফুল্ল চন্দ্র ঘোষ
  • (B) চক্রবর্তী রাজগপাল আচারি
  • (C) বিমান ব্যানার্জী
  • (D) ঈশ্বরচন্দ্র জালান

(D) ঈশ্বরচন্দ্র জালান

Q31. পশ্চিমবঙ্গের কোন জেলায় সেক্স রেশিও সবথেকে বেশি?

  • (A) পুরুলিয়া
  • (B) বাঁকুড়া
  • (C) কোচবিহার
  • (D) দার্জিলিং

(D) দার্জিলিং

Q32. পশ্চিমবঙ্গের সেক্স রেশিও কত জন ?

  • (A) 970 জন
  • (B) 985 জন
  • (C) 980 জন
  • (D) 898 জন

(A) 970 জন

Q33. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্ব পূর্ণ জেলা কোনটি?

  • (A) উত্তর দিনাজপুর
  • (B) বাঁকুড়া
  • (C) পুরুলিয়া
  • (D) মালদা

(C) পুরুলিয়া

Psc Clerkship mcq Questions 2024
Psc Clerkship mcq Questions 2024

Q34. পশ্চিমবঙ্গের কোন জেলার স্বাক্ষরতার হার সবথেকে কম?

  • (A) পশ্চিম মেদনিপুর
  • (B) উত্তর দিনাজপুর
  • (C) দক্ষিণ দিনাজপুর
  • (D) মালদা

(B) উত্তর দিনাজপুর

Q35. ভারত ও পশ্চিমবঙ্গের কোন শহরের সেক্স রেশিও সবথেকে কম?

  • (A) মুম্বাই
  • (B) কলকাতা
  • (C) শিলিগুড়ি
  • (D) সুরাট

(B) কলকাতা

Q36. পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বোচ্চ তফসিলী উপজাতির (ST) জনসংখ্যা বসবাস করে?

  • (A) কলকাতা
  • (B) ঝাড়গ্রাম
  • (C) হুগলি
  • (D) দার্জিলিং

(D) দার্জিলিং

Q37. পশ্চিমবঙ্গের “গ্র্যান্ড ক্যানিয়ন” কোনটি?

  • (A) গড়বেতা
  • (B) গনগনি
  • (C) পূর্বাশা
  • (D) অজন্তা

(B) গনগনি

Q38. পশ্চিমবঙ্গের কোন পাহাড় “আরাকু উপত্যকা” নামে পরিচিত?

  • (A) বিহারিনাথ
  • (B) বাগমুন্ডি
  • (C) অযোধ্যা
  • (D) মামা-ভাগ্নে

(A) বিহারিনাথ

Psc Clerkship mcq Questions 2024
Psc Clerkship mcq Questions 2024

Q39. স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা “দামোদর ভ্যালি কার্পোরেশন” কত সালে চালু হয়?

  • (A) 1944
  • (B) 1950
  • (C) 1948
  • (D) 1985

(C) 1948

Q40. পশ্চিমবঙ্গের কোন নদী “মাছু” (Machhu) নামে পরিচিত?

  • (A) তিস্তা
  • (B) তোর্সা
  • (C) মেচী
  • (D) সাংপো

(B) তোর্সা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top