Science mcq for competitive exam 2025

Bangla gk question for competitive exam 2025

Bangla mcq for competitive exam 2025

Introduction :

Welcome to padashona.com আজ ইউপি পুলিশ, Science mcq for competitive exam 2025 বিহার পুলিশ, পিএসসি বিবিধ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ, এসএসসি সিজিএল, এমটিএস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইত্যাদির জেনেরেল নলেজের সিলেবাস অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় এই প্রশ্নগুলি আসবে। আপনি এই পৃষ্ঠার শেষে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারেন।

Q1. নিউটনের প্রথম গতি সূত্র কী নামে পরিচিত?

  • (A) বলের সূত্র
  • (B) জড়তার সূত্র
  • (C) গতি পরিবর্তনের সূত্র
  • (D) কর্ম-প্রতিকর্ম সূত্র

(B) জড়তার সূত্র

Q2. ‘শব্দ’ সবচেয়ে দ্রুত কোন মাধ্যমে প্রবাহিত হয়?

  • (A) কঠিন পদার্থে
  • (B) তরল পদার্থে
  • (C) বায়ুতে
  • (D) শূন্যস্থানে

(A) কঠিন পদার্থে

Q3. ‘বিদ্যুৎ প্রবাহ’ পরিমাপের একক কী?

  • (A) ওহম
  • (B) ভোল্ট
  • (C) অ্যাম্পিয়ার
  • (D) ওয়াট

(C) অ্যাম্পিয়ার

Q4. নিউটনের কোন সুত্র অনুযায়ী রকেট চলাচল করে?

  • (A) নিউটনের প্রথম সূত্র
  • (B) নিউটনের দ্বিতীয় সূত্র
  • (C) নিউটনের তৃতীয় সূত্র
  • (D) নিউটনের আপেক্ষিকতা তত্ত্ব

(C) নিউটনের তৃতীয় সূত্র

Q5. কোন ধাতু তরল অবস্থায় পাওয়া যায়?

  • (A) আয়রন
  • (B) পারদ
  • (C) সীসা
  • (D) অ্যালুমিনিয়াম

(B) পারদ

Q6. নিচের কোনটি একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস ?

  • (A) বায়ু শক্তি
  • (B) সৌর শক্তি
  • (C) কয়লা
  • (D) ভূ-তাপীয় শক্তি

(C) কয়লা

Q7. শক্তির একক কী?

  • (A) জুল
  • (B) নিউটন
  • (C) ওয়াট
  • (D) টেসলা

(C) ওয়াট

Q8. দুটি সংস্পর্শে থাকা বস্তুর মধ্যে যে বল গতির বিপরীতে কাজ করে, তাকে বলা হয়— ?

  • (A) মহাকর্ষ
  • (B) ঘর্ষণ
  • (C) টান
  • (D) চুম্বকীয় বল

(B) ঘর্ষণ

Q9. ‘শক্তি সংরক্ষণের’ নীতি অনুসারে—?

  • (A) শক্তি ধ্বংস হয়
  • (B) শক্তি সৃষ্টি করা যায়
  • (C) শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না
  • (D) শক্তি ক্রমশ বৃদ্ধি পায়

(C) শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না

Q10. বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্রের নাম কী?

  • (A) থার্মোমিটার
  • (B) ব্যারোমিটার
  • (C) অ্যানিমোমিটার
  • (D) হাইগ্রোমিটার

(B) ব্যারোমিটার

Science mcq for competitive exam 2025

Science mcq for competitive exam 2025

Q11. কোনো বস্তুর রঙ কিসের ওপর নির্ভর করে?

  • (A) সেটি যে আলো শোষণ করে তার উপর
  • (B) সেটি যে আলো প্রতিফলিত করে তার উপর
  • (C) সেটি যে আলো পরিবাহিত করে তার উপর
  • (D) সেটি যে আলো অপবর্তিত করে তার উপর

(B) সেটি যে আলো প্রতিফলিত করে তার উপর

Q12. সমুদ্রপৃষ্ঠে জলের স্ফটনাঙ্ক কত?

  • (A) ৫০°C
  • (B) ১০০°C
  • (C) ১৫০°C
  • (D) ২১২°C

(B) ১০০°C

Q13. সাধারণ লবণের রাসায়নিক সংকেত কী?

  • (A) NaOH
  • (B) NaCl
  • (C) KCl
  • (D) HCl

(B) NaCl

Q14. বিশুদ্ধ জলের pH – এর মান কত?

  • (A) ৫
  • (B) ৭
  • (C) ৯
  • (D) ১১

(B) ৭

Q15. কোন গ্যাসকে “হাসির গ্যাস” বলা হয়?

  • (A) CO₂
  • (B) N₂O
  • (C) O₂
  • (D) CH₄

(B) N₂O

Q16. পৃথিবীর ভূত্বকে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় কোন মৌল?

  • (A) অক্সিজেন
  • (B) সিলিকন
  • (C) লোহা
  • (D) কার্বন

(A) অক্সিজেন

Q17. লেবুতে কোন অ্যাসিড থাকে?

  • (A) অ্যাসিটিক অ্যাসিড
  • (B) সাইট্রিক অ্যাসিড
  • (C) ল্যাকটিক অ্যাসিড
  • (D) সালফিউরিক অ্যাসিড

(B) সাইট্রিক অ্যাসিড

Q18. কোন ধাতুটি বিদ্যুতের সর্বোত্তম পরিবাহক?

  • (A) রূপা
  • (B) তামা
  • (C) সোনা
  • (D) অ্যালুমিনিয়াম

(A) রূপা

Q19. ‘লোহার মরিচা পড়া’ কোন ধরণের রাসায়নিক বিক্রিয়া?

  • (A) হ্রাস (Reduction)
  • (B) জারণ (Oxidation)
  • (C) বাষ্পীভবন (Sublimation)
  • (D) পাতন (Distillation)

(B) জারণ (Oxidation)

Q20. “গ্রিন হাউজ ইফেক্ট” (Greenhouse Effect) সৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?

  • (A) অক্সিজেন
  • (B) কার্বন ডাই অক্সাইড
  • (C) নাইট্রোজেন
  • (D) হেলিয়াম

(B) কার্বন ডাই অক্সাইড

Science mcq for competitive exam 2025

Science mcq for competitive exam 2025

Q21. মানবদেহে রক্তের pH কত?

  • (A) ৬.৫
  • (B) ৭.৪
  • (C) ৮.২
  • (D) ৯.৫

(B) ৭.৪

Q22. কোন অঙ্গ দেহের ‘ফিল্টার’ হিসেবে কাজ করে?

  • (A) হৃদপিণ্ড
  • (B) ফুসফুস
  • (C) বৃক্ক (কিডনি)
  • (D) পাকস্থলী

(C) বৃক্ক (কিডনি)

Q23. “হিমোগ্লোবিনে” প্রধানত কোন মৌল থাকে?

  • (A) ক্যালসিয়াম
  • (B) ম্যাগনেসিয়াম
  • (C) লোহা
  • (D) সোডিয়াম

(C) লোহা

Q24. কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়?

  • (A) ভিটামিন A
  • (B) ভিটামিন B
  • (C) ভিটামিন C
  • (D) ভিটামিন D

(D) ভিটামিন D

Q25. কোন গ্যাস উদ্ভিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?

  • (A) অক্সিজেন
  • (B) কার্বন ডাই অক্সাইড
  • (C) নাইট্রোজেন
  • (D) হাইড্রোজেন

(B) কার্বন ডাই অক্সাইড

Q26. কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে?

  • (A) অ্যাড্রেনালিন
  • (B) ইনসুলিন
  • (C) থাইরক্সিন
  • (D) প্রোল্যাকটিন

(B) ইনসুলিন

Q27. কোন বিজ্ঞানী ‘ডি.এন.এ’ (DNA) আবিষ্কার করেন?

  • (A) গ্রেগর মেন্ডেল
  • (B) জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক
  • (C) চার্লস ডারউইন
  • (D) লুই পাস্তুর

(B) জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক

Q28. কোন হরমোন ‘স্ট্রেস হরমোন’ নামে পরিচিত?

  • (A) ইনসুলিন
  • (B) অ্যাড্রেনালিন
  • (C) প্রোল্যাকটিন
  • (D) গ্লুকাগন

(B) অ্যাড্রেনালিন

Q29. মানুষের রক্তে কি কি রক্ত কণিকা থাকে?

  • (A) লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাজমা
  • (B) লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট
  • (C) লোহিত রক্তকণিকা, প্লাজমা এবং প্লেটলেট
  • (D) লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হিমোগ্লোবিন

(B) লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট

Q30. কোন অঙ্গ মানবদেহে ভারসাম্য বজায় রাখে?

  • (A) মস্তিষ্ক
  • (B) অন্ত্র
  • (C) কানের কক্লিয়া
  • (D) ফুসফুস

(C) কানের কক্লিয়া

Science mcq for competitive exam 2025
Science mcq for competitive exam 2025

Q31. কোন জীবাণু ‘যক্ষ্মা’ (Tuberculosis) রোগ সৃষ্টি করে?

  • (A) ভাইরাস
  • (B) ব্যাকটেরিয়া
  • (C) ছত্রাক
  • (D) প্রোটোজোয়া

(B) ব্যাকটেরিয়া

Q32. মানুষের লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়?

  • (A) যকৃতে
  • (B) মজ্জাস্থি
  • (C) হৃদপিণ্ডে
  • (D) ফুসফুসে

(B) মজ্জাস্থি

Q33. উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

  • (A) শ্বসন
  • (B) সালোকসংশ্লেষণ
  • (C) পরাগায়ন
  • (D) নিষেক

(B) সালোকসংশ্লেষণ

Q34. কোন গ্যাস উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রয়োজন হয়?

  • (A) নাইট্রোজেন
  • (B) অক্সিজেন
  • (C) কার্বন ডাই অক্সাইড
  • (D) হাইড্রোজেন

(C) কার্বন ডাই অক্সাইড

Q35. রক্তের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

  • (A) প্লাজমা
  • (B) প্লেটলেট
  • (C) শ্বেত রক্তকণিকা
  • (D) লোহিত রক্তকণিকা

(B) প্লেটলেট

Q36. মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?

  • (A) হৃদপিণ্ড
  • (B) যকৃত
  • (C) ত্বক
  • (D) বৃক্ক (কিডনি)

(C) ত্বক

Q37. পৃথিবীর অভিকর্ষজ বলের মান কত?

  • (A) ৫.৮ m/s²
  • (B) ৯.৮ m/s²
  • (C) ১১.২ m/s²
  • (D) ৩.২ m/s²

(B) ৯.৮ m/s²

Q38. “চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি” পৃথিবীর তুলনায় কত অংশ?

  • (A) ১/৬ অংশ
  • (B) ১/২ অংশ
  • (C) সমান
  • (D) দ্বিগুণ

(A) ১/৬ অংশ

Q39. পৃথিবীর ওজোন স্তর কোন গ্যাস দ্বারা তৈরি?

  • (A) O₂
  • (B) O₃
  • (C) CO₂
  • (D) NO₂

(B) O₃

Q40. শূন্যস্থানে (vacuum) আলোর গতি কত?

  • (A) ৩ × ১০⁶ মি/সেকেন্ড
  • (B) ৩ × ১০⁸ মি/সেকেন্ড
  • (C) ৩ × ১০¹⁰ মি/সেকেন্ড
  • (D) ৩ × ১০⁴ মি/সেকেন্ড

(B) ৩ × ১০⁸ মি/সেকেন্ড

Science mcq for competitive exam 2025
Science mcq for competitive exam 2025

Q41. কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?

  • (A) শুক্র
  • (B) মঙ্গল
  • (C) ইউরেনাস
  • (D) নেপচুন

(B) মঙ্গল

Q42. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

  • (A) পৃথিবী
  • (B) মঙ্গল
  • (C) বৃহস্পতি
  • (D) শনি

(C) বৃহস্পতি

0Shares

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *