Short Arithmetic Question for WBP 2024

Super Arithmetic Question for competitive exam2024

Short Arithmetic Question for WBP 2024

Introduction

Welcome to padashona.com ; আজকে পাটিগণিত শর্ট কাট মেথট দিয়ে কিছ অঙ্ক দেওয়া হলো। Short Arithmetic Question for WBP 2024, ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড।ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই। এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Q1. পশ্চিমবঙ্গের পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতিবছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ঐ রাজ্যে যদি 2916 টি পথ দুর্ঘটনা ঘটে, তাহলে 3 বছর পূর্বে পশ্চিমবঙ্গে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল?

  • (A) 3000
  • (B) 4000
  • (C) 4500
  • (D) 3900

(B) 4000

Q2. একটি রেফ্রিজারেটারের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে। যদি ঐ রেফ্রিজারেটারের বর্তমান মূল্য Rs.60000 টাকা হয়, তাহলে 3 বছর পরে ঐ রেফ্রিজারেটারের মূল্য কত টাকা হবে?

  • (A) 43740
  • (B) 42750
  • (C) 45600
  • (D) 44790

(A) 43740

Q3. একটি গাছের উচ্চতা প্রতিবছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে। যদি গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত মিটার ছিল?

  • (A) 19 মিটার
  • (B) 22 মিটার
  • (C) 18 মিটার
  • (D) 20 মিটার

(D) 20 মিটার

Q4. কোচবিহার মডেল স্কুলের বর্তমান মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতিবছর বিগত বছরের তুলনায় 10% হারে শিক্ষার্থী বৃদ্ধি পায়। 3 বছর পূর্বে ঐ মডেল স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?

  • (A) 2500 জন
  • (B) 2700 জন
  • (C) 3000 জন
  • (D) 2400 জন

(C) 3000 জন

Short Arithmetic Question for WBP 2024

Short Arithmetic Question for WBP 2024

Q5. একটি ওয়াটার পাম্প মেশিনের বর্তমান মূল্য 180000 টাকা। মেশিনটির মূল্য প্রতিবছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ঐ ওয়াটার পাম্প মেশিনের মূল্য কত টাকা হবে?

  • (A) 131220 টাকা
  • (B) 121415 টাকা
  • (C) 151200 টাকা
  • (D) 221530 টাকা

(A) 131220 টাকা

Q6. পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রতিবছর 2% হারে বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা 80000000 জন । 3 বছর পরে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত জন হবে?

  • (A) 87895570 জন
  • (B) 86707730 জন
  • (C) 85806645 জন
  • (D) 84896640 জন

(D) 84896640 জন

Q7. রেহমত চাচা 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য অর্ণবের কাছ থেকে ধার নিয়েছেন। 2 বছর পরে রেহমত চাচা তাকে কত টাকা সুদ হিসেবে দেবেন?

  • (A) 240.25 টাকা
  • (B) 247.20 টাকা
  • (C) 245.50 টাকা
  • (D) 249.30 টাকা

(B) 247.20 টাকা

Q8. আশালতা ম্যাডাম 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। তিনি সুদ বাবদ 2496 টাকা ব্যাংকে পরিশোধ করেন। ম্যাডাম ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছিলেন?

  • (A) 20000 টাকা
  • (B) 18000 টাকা
  • (C) 15000 টাকা
  • (D) 16000 টাকা

(C) 15000 টাকা

Q9. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্র চালিত তাঁত ক্রয় করার জন্য ষ্টেইট ব্যাংক ইন্ডিয়া থেকে 15000 টাকা লোন নিয়েছেন। 5 বছর পর সেই লোন পরিশোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো। ষ্টেইট ব্যাংক অফ ইন্ডিয়ার বার্ষিক সুদের হার কত টাকা?

  • (A) 10.5%
  • (B) 11.5%
  • (C) 8.55%
  • (D) 9.5%

(D) 9.5%

Q10. পিয়ালি একটি মোবাইলের দোকান শুরু করার জন্য অক্সিস ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা লোন নিয়েছিলেন। যদি প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে পিয়ালি ঐ ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছিলেন?

  • (A) 37800 টাকা
  • (B) 35700 টাকা
  • (C) 36900 টাকা
  • (D) 40800 টাকা

(A) 37800 টাকা

Short Arithmetic Question for WBP 2024
Short Arithmetic Question for WBP 2024

Q11. মিজানুর রহমান বাড়ি তৈরির জন্য বিজয়া ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে 240000 টাকা লোন নিয়েছিলেন। বাড়ি তৈরির পর মাসিক 5200 টাকা ভাড়া দেন। বাড়িভাড়ার আয় থেকে সম্পূর্ণ সুদ-সহ লোন পরিশোধ করতে তার কত বছর লাগবে?

  • (A) 9 বছর
  • (B) 10 বছর
  • (C) 11 বছর
  • (D) 12 বছর

(A) 9 বছর

Q12. পর্ণা ও পীযূষ একটি কাজ একত্রে ৪ দিনে সম্পন্ন করে। আলাদা ভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগে, পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে। তাহলে পর্ণার একাকী ঐ কাজটি সম্পন্ন করতে কত দিন সময় লাগবে?

  • (A) 5 দিন
  • (B) 6 দিন
  • (C) 7 দিন
  • (D) 8 দিন

(B) 6 দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top