Super current affairs 2025

Super current affairs 2025

Latest current affairs questions 2025

super current affairs 2025

Introduction :

Welcome to padashona.com আজ ইউপি পুলিশ, বিহার পুলিশ, Super current affairs 2025 পিএসসি বিবিধ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ, এসএসসি সিজিএল, এমটিএস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইত্যাদির পরীক্ষার জেনারেল নলেজের সিলেবাস অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় এই প্রশ্নগুলি আসবে। আপনি এই পৃষ্ঠার শেষে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারেন।

Q1. পশ্চিমবঙ্গের কোন মহিলা “বিশিষ্ট চাষি রাষ্ট্রপতি” পুরস্কার পেলেন?

  • (A) বর্ণালী ধাড়া
  • (B) স্বর্ণালি ঘোষ
  • (C) স্নেহলতা বড়ুয়া
  • (D) প্রীতিকা রায়

(A) বর্ণালী ধাড়া

Q2. “ইন্ডিয়ান অ্যাসোশিয়েশন অফ ক্যান্সার রিসার্চ অ্যানুয়াল সভা” কোথায় অনুষ্ঠিত হল?

  • (A) নিউ দিল্লি
  • (B) চেন্নাই
  • (C) বাঙ্গালোর
  • (D) কলকাতা

(D) কলকাতা

Q3. ভারতের কোন রাজ্যের পুলিশ হারানো মোবাইল ফিরে পেতে “অপারেশন প্রয়াস” চালু করল?

  • (A) ওড়িশা
  • (B) অন্ধ্রপ্রদেশ
  • (C) আসাম
  • (D) পশ্চিমবঙ্গ

(D) পশ্চিমবঙ্গ

Q4. কলকাতা আন্তর্জাতিক বই মেলার -2025 “ফোকাস কানট্রি” কোনটি ?

  • (A) বাংলাদেশ
  • (B) থাইল্যান্ড
  • (C) জার্মানি
  • (D) জাপান

(C) জার্মানি

Q5. ভারত সরকারের কোন দপ্তর “ONOS” প্রকল্প শুরু করল?

  • (A) শিক্ষা
  • (B) স্বাস্থ্য
  • (C) পরিবহন
  • (D) পর্যটন

(A) শিক্ষা

Q6. “Har Ghar Lakhpati Recurring Deposit” প্রকল্প কোন ব্যাংক চালু করল?

  • (A) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
  • (B) ষ্টেইট ব্যাংক অফ ইন্ডিয়া
  • (C) অক্সিস ব্যাংক
  • (D) বন্ধন ব্যাংক

(B) ষ্টেইট ব্যাংক অফ ইন্ডিয়া

Q7. ভারতের কোন রাজ্য “Maiyyaan Sampan” প্রকল্প চালু করল?

  • (A) বিহার
  • (B) উত্তরপ্রদেশ
  • (C) ঝাড়খন্ড
  • (D) মহারাষ্ট্র

(C) ঝাড়খন্ড

Q8. কেন্দ্রীয় সরকারের কোন প্রতিরক্ষা ডিপার্টমেন্ট “Sard Hawa Operation” চালু করল?

  • (A) BSF
  • (B) CRPF
  • (C) ARMY
  • (D) CISF

(A) BSF

Q9. কোন রাজ্য সরকার “স্বামী বিবেকানন্দ যুবশক্তি মিশন” 2025 চালু করল?

  • (A) গুজরাট
  • (B) উত্তরপ্রদেশ
  • (C) পশ্চিমবঙ্গ
  • (D) মধ্যপ্রদেশ

(B) উত্তরপ্রদেশ

Q10. “ইন্ডিয়ান আর্মি ডে” কোন তারিখে পালিত হয়?

  • (A) 12ই জানুয়ারি
  • (B) 13ই জানুয়ারি
  • (C) 14ই জানুয়ারি
  • (D) 15ই জানুয়ারি

(D) 15ই জানুয়ারি

super current affairs 2025

super current affairs 2025

Q11. “ওয়ার্ল্ড হিন্দি ডে” কবে পালিত হয়?

  • (A) 6ই জানুয়ারি
  • (B) 7ই জানুয়ারি
  • (C) 10ই জানুয়ারি
  • (D) 11ই জানুয়ারি

(C) 10ই জানুয়ারি

Q12. “পরাক্রম দিবস” কবে পালিত হয়?

  • (A) 22 শে জানুয়ারি
  • (B) 23 শে জানুয়ারি
  • (C) 24 শে জানুয়ারি
  • (D) 25 শে জানুয়ারি

(B) 23 শে জানুয়ারি

Q13. “ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন” কোন দিন পালিত হয়?

  • (A) 21 শে জানুয়ারি
  • (B) 22 শে জানুয়ারী
  • (C) 23 শে জানুয়ারি
  • (D) 24 শে জানুয়ারি

(C) 23 শে জানুয়ারি । এই দিনে “ন্যাশনাল গার্ল চাইল্ড দিবস” হিসেবেও পালন করা হয়

Q14. “Chhaunk on Food Economics and Society” বইটি কার লেখা?

  • (A) সৈয়দ হুসেন কিরমানি
  • (B) অভিজিৎ ব্যানার্জি
  • (C) অমিতাভ ঘোষ
  • (D) অমিতাভ কান্ত

(B) অভিজিৎ ব্যানার্জি

Q15. বিখ্যাত “Wild Fictions” বইটি কার লেখা?

  • (A) অরুন্ধতী রায়
  • (B) অভিজিৎ ব্যানার্জি
  • (C) সলমন রুশদী
  • (D) অমিতাভ ঘোষ

(D) অমিতাভ ঘোষ

Q16. “Soumitra Chatterjee and His World” বইটি কার লেখা?

  • (A) সংঘমিত্র চক্রবর্তী
  • (B) মমতা ব্যানার্জী
  • (C) বুদ্ধদেব বসু
  • (D) অমিতাভ কান্ত

(A) সংঘমিত্র চক্রবর্তী

Q17. “Stumped : Life Behind and Beyond” ….. বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী ?

  • (A) দিনেশ কার্তিক
  • (B) সৌরভ গাঙ্গুলী
  • (C) সৈয়দ হুসেন কিরমানি
  • (D) আকাশ চোপড়া

(C) সৈয়দ হুসেন কিরমানি

Q18. “ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো”- 2025 কোন শহরে অনুষ্ঠিত হল?

  • (A) হায়দ্রাবাদ
  • (B) নিউ দিল্লি
  • (C) লক্ষ্ণৌ
  • (D) ভুবনেশ্বর

(B) নিউ দিল্লি

Q19. “জাতীয় বিজ্ঞান নাট্য উৎসব” কোন শহরে অনুষ্ঠিত হল?

  • (A) দিল্লি
  • (B) কলকাতা
  • (C) পুনে
  • (D) বাঙ্গালোর

(A) দিল্লি

Q20. “ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম – 2025” কোন দেশে অনুষ্ঠিত হল?

  • (A) আমেরিকা
  • (B) ইংল্যান্ড
  • (C) চীন
  • (D) সুইজারল্যান্ড
super current affairs 2025
super current affairs 2025

(D) সুইজারল্যান্ড

Q21. “বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ -2025” কোন শহরে অনুষ্ঠিত হল?

  • (A) ভুপাল
  • (B) জয়পুর
  • (C) দিল্লি
  • (D) বারাণসী

(C) দিল্লি

Q22. ভারতের “প্রথম প্রাইভেট স্যাটেলাইট কনস্টেলেশন” কোনটি?

  • (A) New Glenn
  • (B) Pixxel
  • (C) Firefly
  • (D) Transporter

(B) Pixxel

Q23. ভারতের প্রথম “আয়ুর্বেদিক ডায়াগনস্টিক ডিভাইস” কোনটি?

  • (A) নাদিয়া
  • (B) নদী তরঙ্গিণী
  • (C) ততনী
  • (D) স্রোতসিনী

(B) নদী তরঙ্গিণী

Q24. পৃথিবীর প্রথম কমার্সিয়াল স্যাটেলাইট কোনটি?

  • (A) SCOT
  • (B) TRANSPORTER
  • (C) LANTAN 1
  • (D) FALCON-9

(A) SCOT

Q25. ভারতের প্রতিরক্ষামন্ত্রক ”2025 সালকে” কি বছর হিসেবে ঘোষণা করল?

  • (A) ইয়ার অফ ডিফেন্স
  • (B) ইয়ার অফ রেফর্মস
  • (C) ইয়ার অফ গ্লোরী
  • (D) ইয়ার অফ এয়ারক্রাফ্ট

(B) ইয়ার অফ রেফর্মস

Q26. ভারতের রেলের নতুন “৬৯তম ডিভিশন” কোনটি (2025)?

  • (A) দারভাঙ্গা
  • (B) জম্মু
  • (C) শ্যামলী
  • (D) উটি

(B) জম্মু

Q27. ভারতের কোন রাজ্যে “প্রথম অর্গানিক ফিসারিজ ক্লাস্টার” স্থাপন করা হল?

  • (A) মহারাষ্ট্র
  • (B) গুজরাট
  • (C) সিকিম
  • (D) মিজোরাম

(C) সিকিম

Q28. ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন?

  • (A) প্রাবোয়ো সুবিয়ান্টো
  • (B) সিরিল রামাফসা
  • (C) জিগমে নামগিয়াল ওয়াংচুক
  • (D) অনুরা কুমার দিশানায়েক

(A) প্রাবোয়ো সুবিয়ান্টো

Q29. বিশ্বের “সর্বাধিক উচ্চক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন” তৈরি করেছে কোন দেশ?

  • (A) চীন
  • (B) জাপান
  • (C) ভারত
  • (D) আমেরিকা

(C) ভারত

Q30. ভারতের কোথায় “প্রথম কাচের সেতু” তৈরি করা হয়েছে?

  • (A) কন্যাকুমারী
  • (B) ভদোদরা
  • (C) গ্যাংটক
  • (D) মানালি

(A) কন্যাকুমারী

Super current affairs 2025
Super current affairs 2025

Q31. ইউনাইটেড নেশন “২০২৫ সালকে” কি বছর হিসেবে ঘোষণা করেছে?

  • (A) ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার্স প্রেসারভেসন
  • (B) ইন্টারন্যাশনাল ইয়ার অফ রিভার ক্লিনলিনেস
  • (C) ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্রিন ভেজিটেশন
  • (D) ইন্টারন্যাশনাল ইয়ার অফ ট্রী প্রেসারভেসন

(A) ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার্স প্রেসারভেসন

Q32. বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহনকারি কনিষ্ঠতম মহিলা কে?

  • (A) প্রিয়াংকা শতপতি
  • (B) কাম্যা কার্তিকেয়ান
  • (C) রেলিং সুব্য
  • (D) বিজয়া যাদব

(B) কাম্যা কার্তিকেয়ান

Q33. বিশ্বের সবথেকে “দূষিত শহর” কোনটি (২০২৫)?

  • (A) সাংহাই
  • (B) হ্যানয়
  • (C) দিল্লি
  • (D) করাচি

(B) হ্যানয়

Q34. সম্প্রতি “শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড” কে পেলেন?

  • (A) জয়প্রকাশ নাড্ডা
  • (B) সুব্রমণিয়াম জয় শংকর
  • (C) রাজনাথ সিং
  • (D) রাহুল গান্ধী

(B) সুব্রমণিয়াম জয় শংকর

Q35. “গোল্ডেন পীকক অ্যাওয়ার্ড”- ২০২৪ কে পেলেন?

  • (A) আরইসি লিমিটেড
  • (B) জিও ইন্ডিয়া লিমিটেড
  • (C) স্টার ইন্ডিয়া লিমিটেড
  • (D) পুমা লিমিটেড

(A) আরইসি লিমিটেড

Q36. “রাষ্ট্রীয় তানসেন সন্মান” – ২০২৩ কে পেলেন?

  • (A) রবিশঙ্কার প্রসাদ
  • (B) স্বপন চৌধুরী
  • (C) আলোক দেবনাথ
  • (D) দীনানাথ বাগচী

(B) স্বপন চৌধুরী

Q37. প্রাচীন ভারতের শিক্ষা সমিতি “সাউথ ইন্ডিয়ান এডুকেশন সোসাইটি” কোথায় আছে?

  • (A) দিল্লি
  • (B) মুম্বাই
  • (C) হায়দ্রাবাদ
  • (D) চেন্নাই

(B) মুম্বাই

Q38. WBFJA কর্তৃক প্রদত্ত “লাইফটাইম অ্যাচিভমেণ্ট অ্যাওয়ার্ড” কে পেলেন?

  • (A) গৌতম ঘোষ
  • (B) সৌমিত্র চ্যাটার্জী
  • (C) বিশ্বজিৎ চ্যাটার্জী
  • (D) অপর্ণা সেন

(D) অপর্ণা সেন

Q39. “মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার”- ২০২৪ কে পেলেন?

  • (A) হরমনপ্রীত সিং
  • (B) হরমনপ্রীত কৌর
  • (C) প্রীতি পাল
  • (D) নিতেশ কুমার

(A) হরমনপ্রীত সিং

Q40. “৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস”- 2025 সর্বাধিক মনোনীত ছবি কোনটি?

  • (A) The Penguin
  • (B) Emilia Perez
  • (C) Shogun
  • (D) Conclave

(B) Emilia Perez

Super current affairs 2025
Super current affairs 2025

Q41. পশ্চিমবঙ্গের কোন সঙ্গীত শিল্পী “পদ্মশ্রী” সন্মান পেলেন- 2025?

  • (A) শ্রেয়া ঘোষাল
  • (B) অরিজিৎ সিং
  • (C) বাবুল সুপ্রিয়
  • (D) কুমার সানু

(B) অরিজিৎ সিং

0Shares

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top