Special gk for clerkship exam 2024
Introduction :
Welcome to padashona.com ; আজকে জেনারেল নলেজ এম সি কিউ কোয়েশ্চানস, Superfast gk for clerkship exam 2024 ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Q1. ভারতের কোথায় “ইন্টারভিউ দ্বীপ” আছে?
- (A) গুজরাট
- (B) আন্দামান ও নিকোবর দ্বীপ
- (C) অন্ধ্রপ্রদেশ
- (D) মহারাষ্ট্র
(B) আন্দামান ও নিকোবর দ্বীপ
Q2. ভারতের কোন রাজ্যে “দীপার বিল” অভয়ারণ্য আছে?
- (A) আসাম
- (B) মণিপুর
- (C) তেলেঙ্গানা
- (D) রাজস্থান
(A) আসাম
Q3. ভারতের কোন “বায়োডাইভারসিটি হটস্পট” সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত?
- (A) হিমালয়
- (B) ইন্দো -বার্মা
- (C) পশ্চিমঘাট পর্বত
- (D) সুন্ডাল্যান্ড
(C) পশ্চিমঘাট পর্বত
Q4. ভারতের কোন রাজ্যে “গরমপানি” অভয়ারণ্য আছে?
- (A) ঝাড়খন্ড
- (B) ওড়িশা
- (C) আসাম
- (D) মেঘালয়
(C) আসাম
Q5. ভারতের কোন রাজ্যে “সোনাই রূপাই” অভয়ারণ্য আছে?
- (A) ত্রিপুরা
- (B) আসাম
- (C) কেরালা
- (D) পাঞ্জাব
(B) আসাম
(B) আসাম
Q6. ভারতের কোন রাজ্যে “বাঘমারা ” অভয়ারণ্য আছে?
- (A) ঝাড়খন্ড
- (B) ওড়িশা
- (C) আসাম
- (D) মেঘালয়
(D) মেঘালয়
Q7. ভারতের প্রথম “বায়োস্ফিয়ার রিজার্ভ” কোনটি?
- (A) নীলগিরি পর্বত
- (B) নন্দাদেবী ভ্যালি অফ ফ্লাওয়ার্স
- (C) সিমলি পাল
- (D) মানস
(A) নীলগিরি পর্বত
Superfast gk for clerkship exam 2024
Q8. ভারতের কোথায় “শীতল মরুভূমি” বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত?
- (A) মধ্যপ্রদেশ
- (B) হিমাচলপ্রদেশ
- (C) অন্ধ্রপ্রদেশ
- (D) অরুণাচল প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
Q9. বিখ্যাত “ক্লাউডেড লেপার্ড” ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- (A) উত্তরাখণ্ড
- (B) জম্মু & কাশ্মীর
- (C) গুজরাট
- (D) ত্রিপুরা
(D) ত্রিপুরা
Q10. বিখ্যাত “মুকুর্থি” ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত?
- (A) তামিলনাড়ু
- (B) কর্ণাটক
- (C) মহারাষ্ট্র
- (D) পশ্চিমবঙ্গ
(A) তামিলনাড়ু
Q11. ভারতের কোথায় “মরুভূমি” গবেষণা কেন্দ্রটি আছে?
- (A) জয়পুর
- (B) জয়সলমির
- (C) ভোপাল
- (D) লক্ষ্ণৌ
(A) জয়পুর
Q12. ভারতে কোন বর্গের মৃত্তিকা সবথেকে বেশি দেখা যায়?
- (A) এন্টিসল
- (B) ইনসেপটিসল
- (C) মলিসল
- (D) আরিডিসল
(B) ইনসেপটিসল
Q13. আন্তর্জাতিক স্তরে (USDA) ভারতের মৃত্তিকাকে কয়টি বর্গে ভাগ করেছে?
- (A) 5 টি
- (B) 6 টি
- (C) 8 টি
- (D) 10 টি
(C) 8 টি
Superfast gk for clerkship exam 2024
Q14. ভারতে কোন ধরনের মৃত্তিকা সবথেকে বেশি এলাকা জুড়ে অবস্থান করেছে?
- (A) কৃষ্ণ মৃত্তিকা
- (B) পলি মৃত্তিকা
- (C) লোহিত মৃত্তিকা
- (D) ল্যাটেরাইট মৃত্তিকা
(B) পলি মৃত্তিকা
Q15. কোন মৃত্তিকা “ট্রপিকাল চারনোজেমস” নামে পরিচিত?
- (A) পলি মৃত্তিকা
- (B) লোহিত মৃত্তিকা
- (C) কৃষ্ণ মৃত্তিকা
- (D) ল্যাটেরাইট মৃত্তিকা
(C) কৃষ্ণ মৃত্তিকা
Q16. পিটজাতীয় “কারি মৃত্তিকা” ভারতের কোন রাজ্যে দেখা যায়?
- (A) কেরালা
- (B) ওড়িশা
- (C) পশ্চিমবঙ্গ
- (D) মিজোরাম
(A) কেরালা
Q17. “বিপর্যয়” ঘূর্ণিঝড় (2023) কোন সাগরে উৎপত্তি হয়েছে?
- (A) বঙ্গোপসাগর
- (B) আরব সাগর
- (C) ভারত মহাসাগর
- (D) দক্ষিণ চীন সাগর
(B) আরব সাগর
Q18. ভারতের বিখ্যাত “থিওসোফিক্য়াল সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন?
- (A) হেনরি ওলকট
- (B) অ্যানি বেসান্ত
- (C) জ্যোতিবা ফুলে
- (D) গোবিন্দ ফুলে
(A) হেনরি ওলকট
Q19. ভারতের কোন শহরে “প্রার্থনা সমাজ” কোথায় প্রতিষ্ঠা করা হয়?
- (A) কলকাতা
- (B) দিল্লি
- (C) চেন্নাই
- (D) মুম্বাই
(D) মুম্বাই
Superfast gk for clerkship exam 2024
Q20. কত খ্রিস্টাব্দে বোম্বাই “প্রার্থনা সমাজ” প্রতিষ্ঠা করা হয়?
- (A) 1867
- (B) 1870
- (C) 1890
- (D) 1892
(A) 1867
Q21. ভারতের বিখ্যাত “থিওসোফিক্য়াল সোসাইটির” প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- (A) লন্ডন
- (B) নিউইয়র্ক
- (C) মুম্বাই
- (D) সানফ্রান্সিসকো
(B) নিউইয়র্ক
Q22. ভারতের “ভাইকম সত্যাগ্রহের”(1924) প্রবক্তা কে ছিলেন?
- (A) বীরসালিঙ্গম পানতুলু
- (B) গোবিন্দ রানাডে
- (C) শ্রীনারায়ণ গুরু
- (D) দয়ানন্দ সরস্বতী
(C) শ্রীনারায়ণ গুরু
Q23. বিখ্যাত “সর্বশুভঙ্করী” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- (A) রাজনারায়ণ বসু
- (B) পণ্ডিতা রমাবাই
- (C) লালন ফকির
- (D) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
(D) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
Q24. “দেওবন্দী” আন্দোলন (1866) কোন রাজ্যে ঘটে ?
- (A) কেরালা
- (B) মধ্যপ্রদেশ
- (C) উত্তর প্রদেশ
- (D) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
Q25. “কোম্পানীয়নসিপ অফ দ্যা স্টার অফ ইন্ডিয়া” নামে পরিচিত কে?
- (A) সৈয়দ আহমেদ খান
- (B) থিওডোর বেক
- (C) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
- (D) গোবিন্দ রানাডে
(A) সৈয়দ আহমেদ খান
Superfast gk for clerkship exam 2024
Q26. “স্যাডলার কমিশনের” ভারতীয় সদস্য কে ছিলেন?
- (A) গুরুদাস বন্দোপাধ্যায়
- (B) আশুতোষ মুখোপাধ্যায়
- (C) রাজা রামমোহন রায়
- (D) সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
(B) আশুতোষ মুখোপাধ্যায়
Q27. “পটলডাঙ্গা অ্যাকাডেমী” কে প্রতিষ্ঠা করেন?
- (A) রাধকান্ত দেব
- (B) ডেভিড হেয়ার
- (C) আলেক্সান্ডার ডাফ
- (D) জোনাথন ডানকান
(B) ডেভিড হেয়ার
Q28. “স্কটিশ চার্চ কলেজ” বা জেনারেল অ্যাসেম্ব্লি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
- (A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (B) উইলিয়াম কেরি
- (C) লর্ড ওয়েলেসলি
- (D) আলেক্সান্ডার ডাফ
(D) আলেক্সান্ডার ডাফ
Q29. “ফোর্ড উইলিয়াম কলেজ” কে প্রতিষ্ঠা করেন?
- (A) ওয়ারেন হেস্টিংস
- (B) উইলিয়াম জোন্স
- (C) লর্ড ওয়েলেসলি
- (D) আলেক্সান্ডার ডাফ
(C) লর্ড ওয়েলেসলি
Q30. “ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ” কে প্রতিষ্ঠা করেন?
- (A) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (B) কেশবচন্দ্র সেন
- (C) রাজা রামমোহন রায়
- (D) হেনরি ডিরোজিও
(B) কেশবচন্দ্র সেন
Q31. প্রাচীন ভারতের কোন হিন্দু রাজা “রাই পিথোরা” নামে পরিচিত?
- (A) পৃথ্বীরাজ চৌহান
- (B) ধর্মপাল
- (C) বল্লাল সেন
- (D) অশোক
(A) পৃথ্বীরাজ চৌহান
Superfast gk for clerkship exam 2024
Q32. “বাকাটক রাজবংশের” প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (A) হর্ষবর্ধন
- (B) বিন্ধ্যশক্তি
- (C) শশাঙ্ক
- (D) প্রভাকর বর্ধন
(B) বিন্ধ্যশক্তি
Q33. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
- (A) টাইটান
- (B) ইউরোপা
- (C) ক্যালিসটো
- (D) গ্যানিমিড
(D) গ্যানিমিড
Q34. “নিক্স অলিম্পিয়া” কোন গ্রহের একটি আগ্নেয় পর্বত?
- (A) মঙ্গল
- (B) বুধ
- (C) বৃহস্পতি
- (D) শনি
(A) মঙ্গল
Q35. সৌরজগতের সর্বাধিক ঘনত্ব যুক্ত উপগ্রহ কোনটি?
- (A) আই ও (I O)
- (B) ক্যালিসটো
- (C) গ্যানিমিড
- (D) হ্যালিমিড
(A) আই ও
Q36. সৌরজগতের কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক ?
- (A) পৃথিবী
- (B) শুক্র
- (C) ইউরেনাস
- (D) বৃহস্পতি
(D) বৃহস্পতি
Superfast gk for clerkship exam 2024
Q37. The “Objective Resolution” ধারণাটি কে প্রথম গণপরিষদে উত্থাপন করেন?
- (A) ডাঃ সচ্চিদানন্দ সিনহা
- (B) এইচ সি মুখার্জী
- (C) রাজেন্দ্র প্রসাদ
- (D) পন্ডিত জওহরলাল নেহরু
(D) পন্ডিত জওহরলাল নেহরু
Q38. কবে জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়?
- (A) 1950 সালের 15ই আগস্ট
- (B) 1947 সালের 20ই জুলাই
- (C) 1947 সালের 22শে জুলাই
- (D) 1950 সালের 18ই জুলাই
(C) 1947 সালের 22শে জুলাই
Q39. ভারতের সংবিধানের প্রধান উপদেষ্টা কে ছিলেন?
- (A) রামমনোহর সিনহা
- (B) এইচ ভি আয়েঙ্গর
- (C) স্যার বি এন রাও
- (D) এস এন মুখার্জী
(C) স্যার বি এন রাও
Q40. ভারতের পার্লামেন্ট কোন মডেল নামে পরিচিত?
- (A) গোল্ড মিডল ইস্ট মডেল
- (B) ওয়েস্ট মিনিস্টার মডেল
- (C) ফেডারেল মডেল
- (D) প্রিমিনিসটার মডেল
(B) ওয়েস্ট মিনিস্টার মডেল