Superfast gk General Science Questions 2024.
Introduction :
Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ , কলকাতা পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ।Superfast gk General Science Questions 2024.
Superfast gk General Science Questions 2024.
Q1. কোন বিজ্ঞানী প্রথম পরীক্ষাগারে “মিথেন গ্যাস” তৈরি করেন ১৮৫৬ খ্রিস্টাব্দে?
- (A) বিজ্ঞানী হফম্যান
- (B) বিজ্ঞানী বার্থেলো
- (C) বিজ্ঞানী পৃষ্টলি
- (D) বিজ্ঞানী ল্যাভয়সিয়ের
(B) বিজ্ঞানী বার্থেলো
Q2. কোন বিজ্ঞানী প্রথম প্রাকৃতিক বায়ুমণ্ডল থেকে মিথেন গ্যাস বিচ্ছিন্ন করেন?
- (A) বিজ্ঞানী হফম্যান
- (B) বিজ্ঞানী আলেসান্দ্র ভোল্টা
- (C) বিজ্ঞানী পৃষ্টলি
- (D) বিজ্ঞানী ল্যাভয়সিয়ের
(B) বিজ্ঞানী আলেসান্দ্র ভোল্টা
Q3. কোন গ্যাসটি “রেকটিফায়েড স্পিরিট” নামে পরিচিত?
- (A) ক্লোরোফর্ম
- (B) গিনিগার
- (C) ফরমিক অ্যাসিড
- (D) ইথানল
(D) ইথানল
Q4. কোন গ্যাসটি “ফিউজেল অয়েল ” নামে পরিচিত?
- (A) ক্লোরোফর্ম
- (B) গিনিগার
- (C) ফরমিক অ্যাসিড
- (D) ইথানল
(D) ইথানল
Q5. রসায়ন বিজ্ঞানে “অয়েল অফ মিরাবেন” কি নামে পরিচিত?
- (A) বেঞ্জিন
- (B) কার্বলিক অ্যাসিড
- (C) নাইট্রোবেঞ্জিন
- (D) মিথাইল বেঞ্জিন
(C) নাইট্রোবেঞ্জিন
Superfast gk General Science Questions 2024.
Q6. কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
- (A) মিথেন
- (B) ইথেন
- (C) ইথিলীন
- (D) পলিথিন
(C) ইথিলীন
Q7. “লোহার মরচে” তাড়াতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
- (A) ক্লোরোফর্ম
- (B) গিনিগার
- (C) অক্সালিক অ্যাসিড
- (D) ইথানল
(C) অক্সালিক অ্যাসিড
Q8. কোন বিজ্ঞানী “অ্যাসিটিলিন গ্যাস” আবিষ্কার করেন?
- (A) বিজ্ঞানী এডমণ্ড ডেভি
- (B) বিজ্ঞানী আলেসান্দ্র ভোল্টা
- (C) বিজ্ঞানী পৃষ্টলি
- (D) বিজ্ঞানী ল্যাভয়সিয়ের
(A) বিজ্ঞানী এডমণ্ড ডেভি
Q9. বিখ্যাত “মার্স গ্যাসের” বা মিথেনের প্রধান উৎস কি?
- (A) নদী
- (B) সমুদ্র
- (C) ঝর্ণা
- (D) পুকুর
(D) পুকুর
Q10. “সিএনজি” (CNG) মোটর ভেহিক্যালে কোন গ্যাস ব্যবহার করা হয়?
- (A) মিথেন
- (B) কার্বন-ডাই-অক্সাইড
- (C) অক্সিজেন
- (D) কোলগ্যাস
(A) মিথেন
Superfast gk General Science Questions 2024.
Q11. একটি নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে?
- (A) সুর
- (B) স্বর
- (C) প্রাবাল্যতা
- (D) তরঙ্গ
(A) সুর
Q12. শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি?
- (A) স্টিল মাধ্যমে
- (B) তরল মাধ্যমে
- (C) শূন্য মাধ্যমে
- (D) বাতাসের মাধ্যমে
(A) স্টিল মাধ্যমে
Q13. কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের “দশ শতাংশ” (১০%) সুত্রটি আবিষ্কার করেন?
- (A) রেমন্ড লিন্ডেম্যান
- (B) আলেক্সান্ডার বার্নিশ
- (C) স্যার বেন্ডেলিফ
- (D) জেমস রেমন্ডস
(A) রেমন্ড লিন্ডেম্যান
Q14. “প্রজাতি” শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
- (A) জন রে
- (B) অ্যারিস্টটল
- (C) লিনিয়াশ
- (D) ক্যানডোলে
(A) জন রে
Q15. ভারতের বৃহত্তম বোটানিকাল গার্ডেন কোনটি?
- (A) হাওড়া বোটানিকাল গার্ডেন (KOLKATA)
- (B) রয়াল বোটানিকাল গার্ডেন
- (C) ন্যাশনাল বোটানিকাল গার্ডেন
- (D) দার্জিলিং বোটানিকাল গার্ডেন
(A) হাওড়া বোটানিকাল গার্ডেন (KOLKATA)
Superfast gk General Science Questions 2024.
Q16. কোন বিজ্ঞানী “মানুষের দ্বিপদ” নামকরণ করেছেন?
- (A) জন রাইট
- (B) অ্যারিস্টটল
- (C) লিনিয়াস
- (D) ক্যানডোলে
(C) লিনিয়াস
Q17. “প্রাকৃতিক নির্বাচনবাদের” জনক কাকে বলা হয় ?
- (A) জন রাইট
- (B) অ্যারিস্টটল
- (C) লিনিয়াস
- (D) ডারউইন
(D) ডারউইন
Q18. মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি?
- (A) হাত
- (B) জিব্বা
- (C) আত্মা
- (D) আপেনডিক্স
(D) আপেনডিক্স
Q19. বিজ্ঞানের “নয়া ডারউইনবাদ” তত্ত্বের প্রবক্তা কে ?
- (A) ওয়ালেস
- (B) ডোলো
- (C) রোমানেশ
- (D) ল্যমার্ক
(C) রোমানেশ
Q20. সু-প্রজনন বিদ্যার জনক কে?
- (A) ওয়ালেস
- (B) মেণ্ডেল
- (C) রোমানেশ
- (D) ল্যমার্ক
(D) ল্যমার্ক