wbp latest questions and answer 2024
Introductions:
Superfast wbp gk questions and answers 2024: পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় 99% কমন পরবেই । এই প্রশ্ন গুলি কলকাতা পুলিশ , ওয়েস্ট বেঙ্গল পুলিশ , ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস , এস এস সি এম টি এস , এস এস সি সি জি এল , ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত , মিসলেনিয়াশ ইত্যাদি পরীক্ষায় কমন পরবেই । এই ওয়েবসাইট থেকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস পরীক্ষায় ১০০% প্রশ্ন হুবহু কমন এসেছিল । এখানে মোস্ট ইমপর্ট্যান্ট প্রশ্নগুলি আপলোড করা হয় প্রতিদিন।
Superfast wbp gk questions and answers 2024
Q1. ভারতের সংবিধানের কোন ধরার মাধ্যমে ভারতের ছেলে মেয়েরা তাদের ইচ্ছা মত যে কাউকেই বিয়ে করতে পারবে?
(a) আর্টিকেল ২০
(b) আর্টিকেল ২১
(c) আর্টিকেল ২৩
(d) আর্টিকেল ২৫
Q2. ভারতের সংবিধানের বৃহত্তম উৎস কি?
(a) ভারত শাসন আইন ১৯৩৫
(b) ভারত শাসন আইন ১৯১৯
(c) ভারত শাসন আইন ১৮৫৮
(d) ভারত শাসন আইন ১৯৪৭
Q3. ভারতের “সংবিধানের জনক” কাকে বলা হয় ?
(a) রাজেন্দ্র প্রসাদ
(b) জে. নেহেরু
(c) জন মাথাই
(d) বি আর আম্বেদকর
Q4. ভারতের “সংবিধানের প্রতীক” হিসেবে কোন প্রাণীকে গ্রহণ করা হয়েছে?
(a) বাঘ (b) ঘোড়া
(c) হাতি (d) সিংহ
Q5.ভারতের সংবিধানে কে “মডার্ন মনু” (Modern Manu) নামে পরিচিত?
(a) রাজেন্দ্র প্রসাদ
(b) জে. নেহেরু
(c) কে এম মুন্সী
(d) বি আর আম্বেদকর
Superfast wbp gk questions and answers 2024
Q6. ভারতের সংবিধানে কয়টি “শেডুল” (Schedule) বা তালিকা আছে?
(a) ৮ টি (b) ১০ টি
(c) ১১ টি (d) ১২ টি
Q7. ভারতের সংবিধানের “অভিভাবক (Guardian)” নামে পরিচিত কে ?
(a) হাইকোর্ট
(b) সুপ্রিমকোর্ট
(c) প্রধানমন্ত্রী
(d) রাষ্ট্রপতি
Q8. “ইউরিয়ার” রাসায়নিক নাম কি?
(a) কার্বামাইড
(b) কার্বলিক অ্যাসিড
(c) ফসজিন
(d) কার্বাইট
Q9. “সোনার” রাসায়নিক নাম কি?
(a) আরুম (Aurum)
(b) আর্গেনটুম(Argentum)
(c) অক্সিডেন
(d) সোডিয়াম
Q10. “জলের” রাসায়নিক নাম কি?
(a) সিলিকন অক্সাইড
(b) অক্সিডেন
(c) ফেরিক অক্সাইড
(d) ক্লোরাইড
Superfast wbp gk questions and answers 2024
Q11. কোন মাছের উৎপাদনকে গোলাপী বিপ্লব বলে?
(a) রুই মাছ
(b) কাতলা মাছ
(c) শিঙ্গি মাছ
(d) চিংড়ি মাছ
Q12. ভারতে “চা” গবেষণা কেন্দ্র কোথায় আছে?
(a) জোরহাট
(b) নাগপুর
(c) ব্যারাকপুর
(d) মাইসোর
Q13. “সিঙ্গুর বাঁধ” কোন নদীতে দেওয়া হয়েছে?
(a) বিপাশা
(b) বরাকর
(c) মঞ্জিরা
(d) নর্মদা
Q14. ভারতের প্রাচীনতম তেলের খনি কোথায় আছে?
(a) মুম্বাই (b) কলোল
(c) নওগ্রাম (d) ডিগবয়
Q15. “সিমেন্ট” উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
(a) মধ্যপ্রদেশ
(b) উত্তরপ্রদেশ
(c) মহারাষ্ট্র
(d) তামিলনাড়ু
Q16. ভারতের কোন মহিলা প্রথম নোবেল
পুরস্কার পায়?
(a) ইন্দিরা গান্ধী
(d) তরু দত্ত
(c) সরোজিনী নাইডু
(d) মাদার টেরেসা
Superfast wbp gk questions and answers 2024
Q17.কোন নদীকে “ইয়েলো নদী” (Yellow River) বলে?
(a) হোয়াংহো
(b) ইয়াংসিকিয়াং
(c) নীল নদ
(d) টেমস
Q18. আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি?
(a) শোরা
(b) মজলিস
(c) ন্যাশনাল কংগ্রেস
(d) ডায়েট
Q19. ভারতীয় সংবিধানের “প্রথম নক্সা ও তার পান্ডু লিপি” কোন শিল্পী তৈরি করেন?
(a) অবনীন্দ্রনাথ ঠাকুর
(b) গণেশ পাইন
(c) যামিনী রায়
(d) নন্দলাল বোস
Q20. কোন গভর্নর জেনারেল ভারতে “সিভিল সার্ভিস” চালু করেন?
(a) লর্ড কার্জন
(b) লর্ড কর্ণওয়ালিস
(c) লর্ড ক্যানিং
(d) লর্ড ডালহৌসি
Q21. “প্যারাডাইস লস্ট” বইটি কার লেখা?
(a) ওয়াডস সয়ারথ
(b) শেক্সপেয়ারে
(c) জন মিলটন
(d) হোমার
Superfast wbp gk questions and answers 2024
Q22.বিখ্যাত “পালবংশের” প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(a) মহীপাল (b) ধর্মপাল
(c) গোপাল (d) দেবপাল
Q23. মেগাস্থিনিসের “ইণ্ডিকা” গ্রন্থ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়
(a) গুপ্ত (b) পল্লব
(c) মৌর্য (d) চালুক্য
Q24. পৃথিবীর বৃষ্টি বহুল স্থান “মৌসিনরাম” ভারতের কোন রাজ্যে আছে?
(a) মেঘালয় (b) আসাম
(c) কেরালা (d) তামিলনাড়ু
Q25. কোন “খাল” (Cannel) প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে?
(a) পানামা খাল (b) সুয়েজ খাল
(c)উত্তর সাগর (d) স্ট্যালিন খাল
Q26. S.I পদ্ধতিতে “তাপমাত্রার” একক কি?
(a) পাস্কাল (b) কেলভিন
(c) নিউটন (d) ডাইন
Q27.বর্তমান “ইসরোর” (ISRO) চেয়ারম্যান কে?
(a) কে শিবান
(b)ঋতু কারিধাল
(c) এন নারায়ণ
(d) এস সোমনাথ
Q28. কত তম সংবিধান সংশোধনে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?
(a) 59 তম (b) 58 তম
(c) 61 তম (d) 62 তম
Q29. বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা?
(a) দার্জিলিং
(b) জলপাইগুড়ি
(c) কোচবিহার
(d) মালদা
Superfast wbp gk questions and answers 2024
Q30.ভারতে “ইংরেজি” শিক্ষার জনক কাকে বলা হয়?
(a) লর্ড বেনটিক
(b) লর্ড ম্যাকলে
(c) লর্ড মেয়ো
(d) লর্ড কার্জন
Q31.ভারত ছাড়ো আন্দালনের হেরোইন কাকে বলা হয় ?
(a) সরোজিনী নাইডু
(b) কৃপালিনী
(c) অরুণা আসব আলি
(d) মাতঙ্গিনী হাজরা
Q32.মধ্যপ্রদশের অমরকন্টক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি হয়েছে?
(a) মাহি নদী (b) তাপ্তী নদী
(c) তুঙ্গভদ্রা (d) নর্মদা
Q33. ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল কোন মডেলের অন্তর্ভুক্ত ?
(a) হ্যারল্ড-ডোমার
(b) মহলানবিশ
(c)মহাত্মা গান্ধী
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Superfast wbp gk questions and answers 2024
Q34. আলোকবর্ষ কিসের একক?
(a) শক্তি (b) দূরত্ব
(c) গতি (d) ঘনত্ব
Q35. ভারতে প্রথম সোনার মুদ্রা চালু করে কারা?
(a) কুষান (b) মোগল
(c) ইংরেজ (d) পাল
Q36.ভারতের কোন রাজ্য প্রথম “দুয়ারে রেশন” ব্যবস্থা চালু করে?
(a) ওড়িশা
(b) উত্তর প্রদেশ
(c) কেরালা
(d) পশ্চিমবঙ্গ