wb clerkship question in bengali 2024.
Introduction :
Welcome to padashona.com ; Top clerkship question in bengali 2024. আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Top clerkship question in bengali 2024.
Q1. হরপ্পা সভ্যতার কোন সাইট “ভারতের ল্যাঙ্কাশায়ার” নামে পরিচিত?
- (A) মেহেরগড়
- (B) চানহুদারো
- (C) রোপার
- (D) কালিবঙ্গান
(B) চানহুদারো
Q2. ভারতের বৃহত্তম হরপ্পা সভ্যতার সাইট “রাখিগারহী” কোন রাজ্যে আছে?
- (A) পাঞ্জাব
- (B) হরিয়ানা
- (C) রাজস্থান
- (D) গুজরাট
(B) হরিয়ানা
Q3. “হরপ্পা সভ্যতার” কোন সাইটটি ভারতের স্বাধীনতার পরে খনন করা হয়?
- (A) রোপার
- (B) কোটডিজি
- (C) দায়মাবাদ
- (D) আলমগীরপুর
(A) রোপার
Q4. হরপ্পা সভ্যতার কোন সাইটে “মানুষ ও কুকুরকে” এক সঙ্গে কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে?
- (A) মেহেরগর
- (B) কোটডিজি
- (C) দায়মাবাদ
- (D) রোপার
(D) রোপার
Top clerkship question in bengali 2024.
Q5. সিন্ধু সভ্যতার কোন সাইটে “পুথির মালা ও লিপস্টিকের” ব্যবহারের পরিচয় পাওয়া গেছে?
- (A) মেহেরগড়
- (B) চানহুদারো
- (C) রোপার
- (D) কালিবঙ্গান
(B) চানহুদারো
Q6. হরপ্পা সভ্যতার কোন সাইটটি “যমুনা নদীর” তীরে গড়ে উঠেছিল?
- (A) রোপর
- (B) কোটডিজি
- (C) দায়মাবাদ
- (D) আলমগীরপুর
(D) আলমগীরপুর
Q7. সিন্ধু সভ্যতার কোন সাইটটি “ম্যানচেস্টার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন” নামে পরিচিত?
- (A) মেহেরগড়
- (B) চানহুদারো
- (C) লোথাল
- (D) কালিবঙ্গান
(C) লোথাল
Q8. সম্প্রতি সিন্ধু সভ্যতার কোন সাইটটি “ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ” সাইটের মর্যাদা পেয়েছে ?
- (A) মেহেরগড়
- (B) ধোলাভিরা
- (C) লোথাল
- (D) কালিবঙ্গান
(B) ধোলাভিরা
Top clerkship question in bengali 2024.
Q9. হরপ্পা সভ্যতার সাম্প্রতিক আবিষ্কৃত সাইট কোনটি?
- (A) মেহেরগড়
- (B) ধোলাভিরা
- (C) লোথাল
- (D) কালিবঙ্গান
(B) ধোলাভিরা
Q10. হরপ্পা সভ্যতার কোন সাইটে “মেয়ের নাচের ব্রোঞ্জের মূর্তি ও পশুপতি সিল” আবিষ্কৃত হয়েছে?
- (A) মেহেরগড়
- (B) চানহুদারো
- (C) মোহেনজোদারো
- (D) কালিবঙ্গান
(C) মোহেনজোদারো
Q11. হরপ্পা সভ্যতার মানুষ প্রথম কোন প্রাণীকে পোষ মানিয়ে ছিল?
- (A) কুকুর
- (B) বিড়াল
- (C) গরু
- (D) ভেড়া
(A) কুকুর
Q12. হরপ্পা সভ্যতার কোন সাইটটি “সরস্বতী নদীর” তীরে গড়ে উঠেছে?
- (A) মেহেরগড়
- (B) চানহুদারো
- (C) লোথাল
- (D) বানাবলি
(D) বানাবলি
Top clerkship question in bengali 2024.
Q13. কোন বাঙালি শিল্পপতি ভারতে পাট শিল্প স্থাপন করেন 1955 খ্রিস্টাব্দে ?
- (A) প্রফুল্ল্যা চন্দ্র রায়
- (B) বিশম্বর সেন
- (C) অতুল প্রসাদ সেন
- (D) জর্জ অকল্যান্ড
(B) বিশম্বর সেন
Q14. “ফারাক্কা তাপবিদ্যুৎ” কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়?
- (A) 1975
- (B) 1976
- (C) 1985
- (D) 1986
(A) 1975
Q15. ভারতের প্রথম “জলবিদ্যুৎ কেন্দ্র” কত সালে প্রতিষ্ঠিত হয়?
- (A) 1890
- (B) 1895
- (C) 1897
- (D) 1898
(C) 1897
Q16. ভারতে “প্রার্থনা সমাজ” কে প্রতিষ্ঠা করেন ?
- (A) মহাদেব গোবিন্দ রানাডে
- (B) রামকৃষ্ণ ভান্ডারকর
- (C) আত্মারাম পাণ্ডুরঙ্গ
- (D) স্বামী দয়ানন্দ সরস্বাতী
(C) আত্মারাম পাণ্ডুরঙ্গ
Q17. “বিধবা বিবাহ সমিতি” কে প্রতিষ্ঠা করেন 1861 খ্রিস্টাব্দে ?
- (A) মহাদেব গোবিন্দ রানাডে
- (B) রামকৃষ্ণ ভান্ডারকর
- (C) আত্মারাম পাণ্ডুরঙ্গ
- (D) স্বামী দয়ানন্দ সরস্বাতী
(A) মহাদেব গোবিন্দ রানাডে
Q18. কোন ঐতিহাসিক বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক আখ্যায়িত করেছেন?
- (A) অরবিন্দ ঘোষ
- (B) গোপাল হালদার
- (C) আর জি প্রধান
- (D) রোমিলা থাপা
(C) আর জি প্রধান
Q19. বিখ্যাত গ্রন্থ “পত্রাবলী” কর লেখা?
- (A) মোতিলাল নেহরু
- (B) হেমচন্দ্র ঘোষ
- (C) কেশবচন্দ্র সেন
- (D) বিবেকানন্দ
(D) বিবেকানন্দ
Q20. “সাধারণ ব্রাহ্মসমাজ” কে প্রতিষ্ঠা করেন?
- (A) কেশবচন্দ্র সেন
- (B) রামকৃষ্ণ ভান্ডারকর
- (C) আত্মারাম পাণ্ডুরঙ্গ
- (D) দেবেন্দ্রনাথ ঠাকুর
(A) কেশবচন্দ্র সেন