Top mathematics questions for wbp 2024

Latest mathematics questions for kp 2024

Top mathematics questions for wbp 2024

Introduction :

Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। Top mathematics questions for wbp 2024 -এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Top mathematics questions for wbp 2024

Q1. একটি পরীক্ষায় যদি 75% অংকে, 80% বাংলায়, 65% উভয় বিষয়ে পাস করে এবং 45 জন উভয় বিষয়ে ফেল করে । তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত জন?

  •  (A) 400        
  •  (B) 500
  •  (C) 600          
  •  (D) 450

 (D) 450

Q2. 395 টাকা পিংকি, রিঙ্কি, ও ঝিঙ্কির মধ্যে এমন ভাগে ভাগ করা হল-। যাতে রিঙ্কি, পিংকির থেকে 25% বেশি এবং ঝিঙ্কির থেকে 20% বেশি পায়। তাহলে পিংকি কত টাকা ভাগ পাবে?

  • (A) 198   
  • (B) 120
  • (C) 180           
  • (D) 195

 (B) 120

Q3. কোন স্কুলের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাশ করেন। যদি 420 জন ছাত্রছাত্রী ফেল করে থাকে। তাহলে ঐ স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা কত জন ছিল?

  • (A) 500          
  • (B) 1200
  • (C) 1000          
  • (D) 1625

 (B) 1200

Q4. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হল এবং প্রস্থ 10% হ্রাস করা হল। তাহলে নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি?

  • (A) কোন পরিবর্তন হবে না 
  •  (B) 1% বৃদ্ধি পাবে
  •  (C) 1% হ্রাস পাবে        
  •  (D) 10% বৃদ্ধি পাবে

 (C) 1% হ্রাস পাবে     

Q5. কাকদ্বীপ হাইস্কুলে 40% ছাত্র ফুটবল খেলে এবং 50% ছাত্র ক্রিকেট খেলে। যদি 18% ছাত্র ফুটবল ও ক্রিকেট কোনটাই না খেলে। তাহলে কত শতাংশ ছাত্র উভয়ই খেলা খেলে?

  • (A) 20%       
  • (B) 15%
  • (C) 12%         
  • (D) 8%

   (D) 8% 

Top mathematics questions for wbp 2024

Q6. একটি অপ্পো স্মার্ট ফোনের দাম প্রতিবছর 10% হারে হ্রাস পায়। ফোনটি 3 বছর আগে কেনা হয়েছিল। যদি ঐ স্মার্ট ফোনের বর্তমান দাম 8748 টাকা হয়। তাহলে 3 বছর আগে ঐ ফোনটির দাম কত টাকা ছিল?

  • (A) 10000     
  • (B) 11000
  • (C) 12000      
  • (D) 14000

 (C) 12000  

Q7. তিন বছর আগে বহরমপুরের জনসংখ্যা ছিল 160000 জন। যদি গত 3 বছরে জনসংখ্যা 3%, 2.5%, এবং 5% হারে বৃদ্ধি পায়। তাহলে বহরমপুরের বর্তমান জনসংখ্যা কত হবে?

  • (A) 177000 জন
  • (B) 177366 জন
  • (C) 177461 জন
  • (D) 177596 জন

 (B) 177366 জন

Q8. বোলপুরের 1000 জন বাসিন্দাদের মধ্যে 60% হলো পুরুষ যাদের মধ্যে 20% শিক্ষিত। যদি সকল বাসিন্দাদের মধ্যে 25% শিক্ষিত হয়, তাহলে বোলপুরের শতকরা কোন জন মহিলা শিক্ষিত?

  • (A) 22.5%      
  • (B) 27.5%
  • (C) 32.5%     
  • (D) 37.5%

 (C) 32.5%    

Q9. শুভমের আয়ের 5%, বৃষ্টির আয়ের 15% এর সমান। আবার বৃষ্টির আয়ের 10%, রাহুলের আয়ের 20% এর সমান। যদি রাহুলের আয় 2000 টাকা হয়, তাহলে, তিন জনের মোট আয় কত হবে?

  • (A) 14000    
  • (B) 16000         
  • (C) 18000    
  • (D) 12400

  (C) 18000    

Q10. কলকাতার নিউ মার্কেটে একটি ফ্যানের দাম 20% হ্রাস করা হয়েছিল কিন্তু বিক্রি 40% বৃদ্ধি পেয়েছিল। ঐ মার্কেটে টাকায় বিক্রির ওপর কি প্রভাব পড়েছিল?

  • (A) 12% হ্রাস     
  • (B) 12% বৃদ্ধি
  • (C) 20% হ্রাস      
  • (D) 20% বৃদ্ধি

 (B) 12% বৃদ্ধি 

Top mathematics questions for wbp 2024

Top mathematics questions for wbp 2024

Q11. সুমনের আয় সুমন্টের আয়ের থেকে 20% বেশি। তাহলে সুমন্টের আয় সুমনের আয়ের থেকে শতকরা কত কম?

  • (A) 16-2/3 
  • (B) 15-3/4
  • (C) 13-2/3
  • (D) 18-3/5

 (A) 16-2/3 

Q12. শ্যামচরণ বিশ্বাস তার টাকার 20% দিয়ে মোবাইল  ঠিক করলেন। অবশিষ্ট টাকার 80% পুজোর বাজার করলেন।এখনও তার কাছে 160 টাকা রয়েছে। তিনি কত টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন?

  • (A) 1000
  • (B) 1500
  • (C) 2000
  • (D) 2500

(A) 1000 

Q13. বারাসাতের লোকসংখ্যা প্রতিবছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। বারাসাতের বর্তমান লোকসংখ্যা 40000 হলে, তিন বছর পর বারাসাতের লোকসংখ্যা কত হবে?

  • (A) 45306
  • (B) 44520
  • (C) 47230
  • (D) 46305

(D) 46305

Q14. কাঁথির বর্তমান জনসংখ্যা 20000 জন।প্রথম বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পায় কিন্তু দ্বিতীয় বছরে 20% হ্রাস পায়।তৃতীয় বছরে 30% জনসংখ্যা বৃদ্ধি পায়।তিন বছর পর কাঁথির জনসংখ্যা কত হবে?

  • (A) 21770
  • (B) 22880
  • (C) 23660
  • (D) 24550  

(B) 22880

Q15. শালবনী গ্রামের জনসংখ্যা প্রতিবছর 10% হারে বৃদ্ধি পায়। যদি শালবনীর বর্তমান জনসংখ্যা 13310 জন হয়, তাহলে দুই বছর আগে শালবানীর জনসংখ্যা কত ছিল?

  • (A) 10000
  • (B) 12000
  • (C) 11000
  • (D) 14000

(C) 11000

Top mathematics questions for wbp 2024
Top mathematics questions for wbp 2024

Q16. একটি দশম শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষায় 35% ইংরেজিতে ফেল করে এবং 24% বাংলায় ফেল করে। যদি ঐ শ্রেণীর 14% ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে । তাহলে কত শতাংশ ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ  করেছে?

  • (A) 45%
  • (B) 50%
  • (C) 55%
  • (D) 65%

(C) 55%

Q17. রিয়াস কবিরের থেকে 60%বেশি আয় করে। কবির আকাশের থেকে 20% কম আয় করে। যদি কবিরের আয় 5000 টাকা হয়, তাহলে রিয়াসের আয় আকাশের আয়ের থেকে কত শতাংশ বেশি?

  • (A) 28%
  • (B) 30%
  • (C) 35%
  • (D) 33%

(A) 28%

Q18. স্নেহা 12500 টাকা দামের একটি মোবাইল কিনতে গেল। 26শে জানুয়ারীর অফার থাকায় 10% ছাড় পেলেন। তারপর সে 18% জিএসটি দিল। স্নেহা কত টাকা দিয়ে মোবাইলটি কিনল?

  • (A) 12540
  • (B) 13125
  • (C) 13275
  • (D) 14250

(C) 13275

Q19. সৃষ্টিকার বেতন প্রথমে 10%বৃদ্ধি পেল এবং পরে আরও 20% বৃদ্ধি পেল। করোনার জন্য বেতন 25% হ্রাস পেল।তার আসল বেতনের কি পরিবর্তন হল?

  • (A) 1% বৃদ্ধি
  • (B) 1% হ্রাস
  • (C) 2% বৃদ্ধি
  • (D) 2% হ্রাস

(B) 1% হ্রাস

Q20. একটি সরকারী বাস প্রতি যাত্রা থেকে 100 টাকা আয় করে। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রীর সংখ্যা 20% হ্রাস পায়। তাহলে প্রতি যাত্রায় পরিচালকের কত টাকা আয় হবে?

  • (A) 120 টাকা
  • (B) 80 টাকা
  • (C) 130 টাকা
  • (D) 110 টাকা    

(A) 120 টাকা

Top mathematics questions for wbp 2024

1 thought on “Top mathematics questions for wbp 2024”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top