Current Miscellaneous mcq bengali questions 2024

Introduction :
Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, Top Miscellaneous gk Bangla Questions 2024, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Top Miscellaneous gk Bangla Questions 2024
Q1. ভারতের রাজনীতিতে “মার্গারেট থ্যাচার” নামে পরিচিত কে?
- (A) জওহরলাল নেহরু
- (B) গোপালহরি দেশমুখ
- (C) সরোজিনী নাইডু
- (D) ইন্দিরা গান্ধী
(D) ইন্দিরা গান্ধী
Q2. ভারতের কোন বাঙালি বিজ্ঞানী “মাস্টার অফ নাইট্রেটস” নামে পরিচিত?
- (A) সত্যেন্দ্রনাথ বোস
- (B) প্রফুল্লচন্দ্র রায়
- (C) প্রশান্ত মহলানবিশ
- (D) হোমিও জাহাঙ্গীর ভাবা
(B) প্রফুল্লচন্দ্র রায়
Q3. ভারতের কোন বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে কাজ করেছিলেন?
- (A) সত্যেন্দ্রনাথ বোস
- (B) প্রফুল্লচন্দ্র রায়
- (C) প্রশান্ত মহলানবিশ
- (D) হোমিও জাহাঙ্গীর ভাবা
(A) সত্যেন্দ্রনাথ বোস
Q4. ভারতের কোন বিজ্ঞানী “কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স”-এর পথিকৃৎ নামে পরিচিত?
- (A) প্রশান্ত মহলানবিশ
- (B) প্রফুল্লচন্দ্র রায়
- (C) সত্যেন্দ্রনাথ বোস
- (D) হোমিও জাহাঙ্গীর ভাবা
(C) সত্যেন্দ্রনাথ বোস
Q5. ভারতের কোন বিজ্ঞানী “ভারতের আইনস্টাইন” নামে পরিচিত?
- (A) জগদীশচন্দ্র বোস
- (B) শ্রীনিবাস রামানুজন
- (C) মেঘনাথ সাহা
- (D) নাগরজুনা
(D) নাগরজুনা
Top Miscellaneous gk Bangla Questions 2024

Q6. ভারতের কোন জাতীয়তাবাদী কবি “ঝড়ের পাখি” নামে পরিচিত?
- (A) হেনরি ডিরোজিও
- (B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- (C) সরোজিনী নাইডু
- (D) আশাপূর্ণা দেবী
(A) হেনরি ডিরোজিও
Q7. ১৮২৮ খ্রিস্টাব্দে “অ্যাকাডেমিক অ্যাসোশিয়েশন” নামে বিতর্ক সভা কে প্রতিষ্ঠা করেন?
- (A) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
- (B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- (C) হেনরি ডিরোজিও
- (D) আশাপূর্ণা দেবী
(C) হেনরি ডিরোজিও
Q8. বিখ্যাত বাংলা “সংবাদ প্রভাকর” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
- (A) কেশবচন্দ্র সেন
- (B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
- (C) গিরিশচন্দ্র ঘোষ
- (D) গগনেন্দ্রনাথ ঠাকুর
(B) ঈশ্বরচন্দ্র গুপ্ত
Q9. কোন বাঙালি বিপ্লবী “নোয়াখালীর গান্ধী” নামে পরিচিত?
- (A) মাস্টারদা সূর্য সেন
- (B) কল্পনা দত্ত
- (C) অশ্বিনী কুমার দত্ত
- (D) বটুকেশর দত্ত
(C) অশ্বিনী কুমার দত্ত
Q10. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী “ভারতের ম্যাৎসিনী” নামে পরিচিত?
- (A) বল্লভভাই প্যাটেল
- (B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
- (C) হেনরি ডিরোজিও
- (D) দাদাভাই নৌরজী
(B) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Top Miscellaneous gk Bangla Questions 2024

Q11. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতের প্রত্যেক রাজ্যে একজন “রাজ্যপাল” থাকার কথা বলা হয়েছে?
- (A) 152 নং ধারা
- (B) 153 নং ধারা
- (C) 154 নং ধারা
- (D) 155 নং ধারা
(B) 153 নং ধারা
Q12. “কলকাতা মেডিক্যাল কলেজ” কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
- (A) 1800 খ্রিস্টাব্দে
- (B) 1817 খ্রিস্টাব্দে
- (C) 1835 খ্রিস্টাব্দে
- (D) 1857 খ্রিস্টাব্দে
(C) 1835 খ্রিস্টাব্দে
Q13. “বেতাল পঞ্চবিংশতি” গ্রন্থটি কার লেখা?
- (A) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
- (B) বিশ্বনাথ দেব
- (C) প্যারীচাঁদ মিত্র
- (D) রামরতন তর্কভূষণ
(A) ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়
Q14. ভারতীয় সংবিধানের কোন ধারার জন্য জরুরী অবস্থা ছাড়া “মৌলিক অধিকার” বাতিল করা যায় না?
- (A) 352 ধারা
- (B) 356 ধারা
- (C) 360 ধারা
- (D) 359 ধারা
(D) 359 ধারা
Q15. ভারতের সংবিধানের কোন মৌলিক অধিকারটি শুধু মাত্র সংখ্যালুঘুদের স্বার্থে ব্যবহার করা হয়েছে?
- (A) সাম্যের অধিকার
- (B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
- (C) স্বাধীনতার অধিকার
- (D) শিক্ষা ও সংস্কৃতির অধিকার
(D) শিক্ষা ও সংস্কৃতির অধিকার
Q16. কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা ভারতের সংবিধানের “প্রেমবল” সংশোধন করা হয়েছে?
- (A) 38তম সংশোধনী আইন ১৯৭৫
- (B) 40তম সংশোধনী আইন 1976
- (C) 42তম সংশোধনী আইন 1976
- (D) 44তম সংশোধনী আইন 1979
(C) 42তম সংশোধনী আইন 1976
Q17. ভারতের সংবিধানের “প্রেমবল” আজ পর্যন্ত কত বার সংশোধন করা হয়েছে?
- (A) 4 বার
- (B) 3 বার
- (C) 2 বার
- (D) 1 বার
(D) 1 বার
Q18. 2011 সালের সেনসাস অনুসারে ভারতের লিটারেসি রেট কত শতাংশ?
- (A) 74.04%
- (B) 76.04%
- (A) 78.04%
- (D) 72.04%
(A) 74.04%
Q19. 2011 সালের সেনসাস অনুসারে ভারতের মহিলার লিটারেসি রেট কত শতাংশ?
- (A) 60.4%
- (B) 63.9%
- (C) 65.5%
- (D) 68.5%
(C) 65.5%
Q20. 2011 সালের সেনসাস অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবথেকে বেশি?
- (A) কেরালা
- (B) হরিয়ানা
- (C) উত্তরপ্রদেশ
- (D) বিহার
(D) বিহার
Top Miscellaneous gk Bangla Questions 2024

Q21. 2011 সালের সেনসাস অনুসারে ভারতের কোন রাজ্যের “সিডুল ট্রাইব” জনসংখ্যা সবথেকে বেশি?
- (A) মিজোরাম
- (B) মহারাষ্ট্র
- (C) মধ্যপ্রদেশ
- (D) গুজরাট
(C) মধ্যপ্রদেশ
Q22. ভারতের বসবাস কারি “আদিম উপজাতি” কোনটি?
- (A) কাবার
- (B) কোরা
- (C) কারমালি
- (D) কোরবা
(D) কোরবা
Q23. ভারতের কোন সেনসাস “ডেমোগ্রাফিক ডিভিডেন্ট” নামে পরিচিত?
- (A) 1911
- (B) 1921
- (C) 1931
- (D) 2011
(B) 1921
Q24. 2011 সালের সেনসাস অনুসারে ভারতের কোন শহরের সবথেকে কম জনসংখ্যা ছিল?
- (A) কাপুরথালা
- (B) দটিয়া
- (C) বাঁসবাড়া
- (D) নগদা
(A) কাপুরথালা
All questions were extraordinary, fantastic, awesome