super miscellaneous questions in bengali 2024.
Introduction :
Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। Top Miscellaneous Questions in bengali 2024.এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।Top Miscellaneous Questions in bengali 2024.
Top Miscellaneous Questions in bengali 2024.
Q1. “My Beginnings” বইটি কার লেখা?
- (A) বারাক ওবামা
- (B) নরেন্দ্র মোদী
- (C) বিল গেটস
- (D) রাহুল গান্ধী
(C) বিল গেটস
Q2. “A Kutti Cricket Story” বইটি কোন ভারতীয় ক্রিকেটারের আত্মাজীবনী?
- (A) হর্ষ ভোগলে
- (B) রবীন্দ্র অশ্বিন
- (C) সূর্যকুমার যাদব
- (D) মহম্মদ সামী
(B) রবীন্দ্র অশ্বিন
Q3. “সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনডেক্সে” ভারতের রঙ্ক কত 2024?
- (A) 109
- (B) 110
- (C) 111
- (D) 112
(A) 109
Q4. সম্প্রতি, ভারতের কোন বিজ্ঞানী “শাহ প্রাইজে” ভূষিত হলেন?
- (A) শ্রীনিবাস রামচন্দ্রন কুলকার্নি
- (B) টি কে শ্রীনিবাস
- (C) এস সোমনাথ
- (D) অনুরাধা কারিধাল
(A) শ্রীনিবাস রামচন্দ্রন কুলকার্নি
Q5. কোন বিখ্যাত পুরস্কারটি “নোবেল অফ দ্যা ইস্ট” নামে পরিচিত?
- (A) রামন ম্যাগসাইসাই
- (B) শান্তিস্বরূপ ভাটনগর
- (C) ভারত রত্ন
- (D) শাহ প্রাইজ
(D) শাহ প্রাইজ
Q6. ভারতের স্বাধীনতার বহু পূর্বে কোথায় পঞ্চায়েত রাজের ব্যবস্থা ছিল?
- (A) মহারাষ্ট্র
- (B) তামিলনাড়ু
- (C) গুজরাট
- (D) বেঙ্গল
(B) তামিলনাড়ু
Top Miscellaneous Questions in bengali 2024.
Q7. কোন বিজ্ঞানী সম্পদের সংজ্ঞা দিয়েছেন?
- (A) ম্যাক্স ওয়েবার
- (B) বাগেনের
- (C) জিমারম্যান
- (D) হার্ভে
(C) জিমারম্যান
Q8. “গম্ভীরা নাচ” পশ্চিমবঙ্গের কোন জেলার জনপ্রিয় নাচ?
- (A) বাঁকুড়া
- (B) পুরুলিয়া
- (C) বর্ধমান পূর্ব
- (D) মালদা
(D) মালদা
Q9. ভারতের কোন পঞ্চবার্ষিকি পরিকল্পনা “গ্যাডগিল পরিকল্পনা” নামে পরিচিত?
- (A) প্রথম
- (B) দ্বিতীয়
- (C) তৃতীয়
- (D) চতুর্থ
(C) তৃতীয়
Q10. পৃথিবীর কোন প্রণালী “প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার” নামে পরিচিত?
- (A) সুয়েজ খাল
- (B) পানামা খাল
- (C) বেরিং প্রণালী
- (D) আলাস্কা প্রণালী
(B) পানামা খাল
Top Miscellaneous Questions in bengali 2024.
Q11. কোন ভিটামিনের অভাবে মানুষের জিহ্বায় ” ঘা ” (sore) হয়?
- (A) অ্যাসকরবিক অ্যাসিড
- (B) রাইবোফ্লাভিন
- (C) ফাইলোকুইনান
- (D) থিয়ামাইন
(B) রাইবোফ্লাভিন
Q12. ভারতের কোন রাজ্যে সর্বাধিক “বাঘ সংরক্ষণ” কেন্দ্র আছে?
- (A) অন্ধ্রপ্রদেশ
- (B) তামিলনাড়ু
- (C) মধ্যপ্রদেশ
- (D) বিহার
(C) মধ্যপ্রদেশ
Q13. ভারতের ইতিহাসে কে মুসলিম সমাজে “রাজা রামমোহন” নামে পরিচিত?
- (A) সৈয়দ আহমেদ খাঁ
- (B) সৈয়দ মুজতফা আলি
- (C) মৌলানা আবুল কালাম আজাদ
- (D) মৌলানা মহম্মদ আলি
(A) সৈয়দ আহমেদ খাঁ
Q14. “প্রতিহার” রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (A) প্রথম নরসিংহ দেব
- (B) প্রথম নাগভট্ট
- (C) হর্ষবর্ধন
- (D) রামচন্দ্র বর্মন
(B) প্রথম নাগভট্ট
Q15. ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় “গরিবি হাটাও” স্লোগান দেওয়া হয়েছে?
- (A) প্রথম
- (B) দ্বিতীয়
- (C) তৃতীয়
- (D) চতুর্থ
(D) চতুর্থ
Q16. ভারতের সংবিধানে কে “কাস্টিং ভোট” দিতে পারে?
- (A) রাষ্ট্রপতি
- (B) প্রধানমন্ত্রী
- (C) স্পীকার
- (D) লোক সভার বিরোধী দলনেতা
(C) স্পীকার
Top Miscellaneous Questions in bengali 2024.
Q17. “হিন্দ স্বরাজ” গ্রন্থের লেখক কে?
- (A) মতিলাল নেহরু
- (B) জওহরলাল নেহরু
- (C) মহাত্মা গান্ধী
- (D) সর্দার প্যাটেল
(C) মহাত্মা গান্ধী
Q18. ভারতের “নাগরিকতা আইন” কত সালে পাশ হয়?
- (A)1950 সালে
- (B) 1967 সালে
- (C) 1955 সালে
- (D) 1952 সালে
(C) 1955 সালে
Q19. সম্প্রতি কোন দেশ 2024 সালের “রেইনবো টুরিজম কনফারেন্স” আয়োজন করল?
- (A) ভারত
- (B) নেপাল
- (C) ভুটান
- (D) শ্রীলঙ্কা
(B) নেপাল
Q20. ভারতের কোন নদীর ওপর “নাগার্জুন সাগর বাঁধ” নির্মাণ করা হয়েছে?
- (A) কৃষ্ণা
- (B) চম্বল
- (C) কোশী
- (D) শতদ্রু
(A) কৃষ্ণা
Top Miscellaneous Questions in bengali 2024.
Q21. রাষ্ট্রপতি পার্লামেন্টের কত জন সদস্যকে মনোনীত করেন?
- (A) 10 জন
- (B) 12 জন
- (C) 14 জন
- (D) 15 জন
(B) 12 জন
Q22. ভারতের সংবিধানের কোন ধারার মাধ্যমে রাষ্ট্রপতি লোকসভায় “অ্যাংলো ইন্ডিয়ান” কম্যুনিটির সদস্য নিযুক্ত করতে পারেন?
- (A) 330
- (B) 331
- (C) 332
- (D) 334
(B) 331
Q23. সম্প্রতি “বিশ্ব ব্যাংকের” রিপোর্ট অনুযায়ী (2024- 2025) বছরের আর্থিক বৃদ্ধির হার কত হতে পারে?
- (A) 6.6%
- (B) 6.7%
- (C) 7.2%
- (D) 6.5%
(A) 6.6%