Top West Bengal Geography Questions 2025

Top West Bengal Geography Questions 2025

Super Questions of West Bengal Geography 2025

Top West Bengal Geography Questions 2025

Introduction :

Welcome to padashona.com আজ ইউপি পুলিশ, Top West Bengal Geography Questions 2025বিহার পুলিশ, পিএসসি বিবিধ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ, এসএসসি সিজিএল, এমটিএস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইত্যাদির জেনেরেল নলেজের সিলেবাস অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় এই প্রশ্নগুলি আসবে। আপনি এই পৃষ্ঠার শেষে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারেন।

Q1. পশ্চিমবঙ্গের ‘লাইফলাইন’ (জীবনরেখা) হিসাবে পরিচিত নদী কোনটি?

  • (A) তিস্তা
  • (B) দামোদর
  • (C) গঙ্গা
  • (D) সুবর্ণরেখা

(C) গঙ্গা

Q2. পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি?

  • (A) হাওড়া
  • (B) কলকাতা
  • (C) দুর্গাপুর
  • (D) শিলিগুড়ি

(B) কলকাতা

Q3. পশ্চিমবঙ্গের উত্তরের অংশে কোন পর্বতমালা অবস্থিত?

  • (A) আরাবল্লী
  • (B) নীলগিরি
  • (C) হিমালয়
  • (D) বিন্ধ্য

(C) হিমালয়

Q4. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি এলাকা অনুযায়ী?

  • (A) পশ্চিম মেদিনীপুর
  • (B) দক্ষিণ ২৪ পরগনা
  • (C) বীরভূম
  • (D) জলপাইগুড়ি

(B) দক্ষিণ ২৪ পরগনা

Q5. পশ্চিমবঙ্গের কোন জেলা “রসগোল্লার জন্মস্থান” নামে পরিচিত?

  • (A) হুগলি
  • (B) নদীয়া
  • (C) মুর্শিদাবাদ
  • (D) কলকাতা

(B) নদীয়া

Q6. কোনটি পশ্চিমবঙ্গের একটি প্রধান বন্দর শহর?

  • (A) দার্জিলিং
  • (B) শিলিগুড়ি
  • (C) কলকাতা
  • (D) মালদা

(C) কলকাতা

Q7. পশ্চিমবঙ্গের কোন নদী “বাংলার শোক” নামে পরিচিত?

  • (A) দামোদর
  • (B) ময়ূরাক্ষী
  • (C) তিস্তা
  • (D) রূপনারায়ণ

(A) দামোদর

Q8. সুন্দরবন কোন নদীর বদ্বীপ অঞ্চল?

  • (A) গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা
  • (B) তিস্তা-তোর্সা
  • (C) সুবর্ণরেখা-কংসাবতী
  • (D) দামোদর-হুগলি

(A) গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা

Q9. বিখ্যাত “রায়মঙ্গল নদী” কোন অঞ্চলে অবস্থিত?

  • (A) পুরুলিয়া
  • (B) দার্জিলিং
  • (C) সুন্দরবন
  • (D) বাঁকুড়া

(C) সুন্দরবন

Q10. ‘দার্জিলিং’ কোন কারণে বিখ্যাত?

  • (A) মিষ্টি
  • (B) চা – বাগান
  • (C) নদীবন্দর
  • (D) লৌহ খনি

(B) চা – বাগান

Top West Bengal Geography Questions 2025

Top West Bengal Geography Questions 2025

Q11. পশ্চিমবঙ্গের সরকারি ভাষা কী?

  • (A) হিন্দি
  • (B) বাংলা
  • (C) উর্দু
  • (D) ইংরেজি

(B) বাংলা

Q12. পশ্চিমবঙ্গে সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি?

  • (A) কানচেনজঙ্ঘা
  • (B) সান্দাকফু
  • (C) নন্দাদেবী
  • (D) ডোডাবেটা

(B) সান্দাকফু

Q13. পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে?

  • (A) ২১
  • (B) ২৩
  • (C) ২৬
  • (D) ৩০

(B) ২৩

Q14. কোনটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কয়লাক্ষেত্র?

  • (A) রানীগঞ্জ
  • (B) বাঁকুড়া
  • (C) মেদিনীপুর
  • (D) মালদা

(A) রানীগঞ্জ

Q15. সুন্দরবনের প্রধান গাছ কোনটি?

  • (A) নারকেল
  • (B) সুন্দরী
  • (C) শাল
  • (D) তেঁতুল

(B) সুন্দরী

Q16. পশ্চিমবঙ্গের কোন জেলা ‘সিল্ক নগরী’ নামে পরিচিত?

  • (A) মুর্শিদাবাদ
  • (B) মালদা
  • (C) বীরভূম
  • (D) নদিয়া

(A) মুর্শিদাবাদ

Q17. পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চাষ হয় কোন শস্যের?

  • (A) গম
  • (B) ধান
  • (C) আখ
  • (D) ভুট্টা

(B) ধান

Q18. দার্জিলিং জেলার প্রধান নদী কোনটি?

  • (A) মহানন্দা
  • (B) ভাগীরথী
  • (C) তিস্তা
  • (D) রূপনারায়ণ

(C) তিস্তা

Q19. “বক্সা টাইগার রিজার্ভ” কোন জেলায় অবস্থিত?

  • (A) জলপাইগুড়ি
  • (B) আলিপুরদুয়ার
  • (C) দার্জিলিং
  • (D) বাঁকুড়া

(B) আলিপুরদুয়ার

Q20. হুগলি নদীর অপর নাম কী?

  • (A) দামোদর
  • (B) ভাগীরথী
  • (C) সুবর্ণরেখা
  • (D) কংসাবতী

(B) ভাগীরথী

Top West Bengal Geography Questions 2025

Top West Bengal Geography Questions 2025

Q21. পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়?

  • (A) দার্জিলিং
  • (B) জলপাইগুড়ি
  • (C) আলিপুরদুয়ার
  • (D) বাঁকুড়া

(C) আলিপুরদুয়ার

Q22. ভারতের ‘সুন্দরবন’ কিসের জন্য বিশ্ব বিখ্যাত?

  • (A) রয়েল বেঙ্গল টাইগার
  • (B) সুন্দরী কাঠ
  • (C) ময়ূর
  • (D) পাখি

(A) রয়েল বেঙ্গল টাইগার

Q23. পশ্চিমবঙ্গের ‘বৃহত্তম প্রাকৃতিক হ্রদ’ কোনটি ?

  • (A) মিরিক লেক
  • (B) সেনচাল লেক
  • (C) রবীন্দ্র সরোবর
  • (D) সুভাষ সরোবর

(A) মিরিক লেক বা সৌমেন্দু লেক

Q24. পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি?

  • (A) বাঁকুড়া
  • (B) পুরুলিয়া
  • (C) সান্দাকফু
  • (D) দিঘা

(C) সান্দাকফু

Q25. পশ্চিমবঙ্গে কয়টি প্রশাসনিক বিভাগ আছে?

  • (A) ৩
  • (B) ৫
  • (C) ৭
  • (D) ৯

(B) ৫

Q26. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?

  • (A) সন্দেশখালি
  • (B) সাগর দ্বীপ
  • (C) গোসাবা
  • (D) হলদিবাড়ি

(B) সাগর দ্বীপ

Q27. “কাঞ্চনজঙ্ঘা” কোন জেলার অন্তর্গত?

  • (A) দার্জিলিং
  • (B) কালিম্পং
  • (C) জলপাইগুড়ি
  • (D) কোচবিহার

(A) দার্জিলিং

Q28. ‘দিঘা’ কোন কারণে বিখ্যাত?

  • (A) পাহাড়
  • (B) নদী
  • (C) সমুদ্র সৈকত
  • (D) জলপ্রপাত

(C) সমুদ্র সৈকত

Q29. ‘বোলপুর’ কোন কারণে বিখ্যাত?

  • (A) বাঁশ শিল্প
  • (B) শান্তিনিকেতন
  • (C) পাহাড়
  • (D) সুন্দরবন

(B) শান্তিনিকেতন

Q30. পশ্চিমবঙ্গের কোন জেলা “রাজবাড়ি”র জন্য বিখ্যাত?

  • (A) নদীয়া
  • (B) মালদা
  • (C) মুর্শিদাবাদ
  • (D) হুগলি

(C) মুর্শিদাবাদ

Top West Bengal Geography Questions 2025
Top West Bengal Geography Questions 2025

Q31. পশ্চিমবঙ্গের কোন জেলাটি ‘তামাক শিল্প’-এর জন্য বিখ্যাত?

  • (A) মালদা
  • (B) মুর্শিদাবাদ
  • (C) কোচবিহার
  • (D) পুরুলিয়া

(C) কোচবিহার

Q32. “তিস্তা নদী” কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে ?

  • (A) কাঞ্চনজঙ্ঘা
  • (B) কারাকোরাম
  • (C) সিয়াচেন
  • (D) পূর্বাঞ্চল হিমালয়

(D) পূর্বাঞ্চল হিমালয়

Q33. পশ্চিমবঙ্গের কোন শহর ‘প্রিন্টিং প্রেস’ শিল্পের জন্য বিখ্যাত?

  • (A) কলকাতা
  • (B) হাওড়া
  • (C) হুগলি
  • (D) বর্ধমান

(C) হুগলি

Q34. পশ্চিমবঙ্গে কোন ধাতুর খনি সবচেয়ে বেশি পাওয়া যায়?

  • (A) তামা
  • (B) ম্যাঙ্গানিজ
  • (C) কয়লা
  • (D) লোহা

(C) কয়লা

Q35. “রাজবাড়ী ন্যাশনাল পার্ক” কোথায় অবস্থিত?

  • (A) ত্রিপুরা
  • (B) আসাম
  • (C) মেঘালয়
  • (D) মিজোরাম

(A) ত্রিপুরা

Q36. পশ্চিমবঙ্গের কোন নদী বাংলাদেশে প্রবেশ করে ‘পদ্মা’ নামে পরিচিত হয়?

  • (A) মহানন্দা
  • (B) ভাগীরথী
  • (C) গঙ্গা
  • (D) তিস্তা

(C) গঙ্গা

Q37. ‘বরানগর’ কোন শিল্পের জন্য বিখ্যাত?

  • (A) চামড়া
  • (B) পোড়ামাটির শিল্প
  • (C) চিনি
  • (D) কটন

(D) কটন

Q38. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যার জেলা কোনটি ?

  • (A) কালিম্পং
  • (B) আলিপুরদুয়ার
  • (C) কোচবিহার
  • (D) জলপাইগুড়ি

(A) কালিম্পং

Q39. পশ্চিমবঙ্গের কোন নদী “ম্যাসানজোর প্রকল্পের” -এর সাথে যুক্ত?

  • (A) দামোদর
  • (B) ময়ূরাক্ষী
  • (C) কংসাবতী
  • (D) তিস্তা

(B) ময়ূরাক্ষী

Q40. পশ্চিমবঙ্গের কোন পাহাড়ি শহর ‘লিটল লন্ডন’ নামে পরিচিত?

  • (A) কার্শিয়াং
  • (B) কালিম্পং
  • (C) দার্জিলিং
  • (D) শিলিগুড়ি

(B) কালিম্পং

Top West Bengal Geography Questions 2025
Top West Bengal Geography Questions 2025

Q41. পশ্চিমবঙ্গের কোন সমুদ্র সৈকতে “মিসাইল লঞ্চিং প্যাড ” তৈরি করা হচ্ছে?

  • (A) দীঘা
  • (B) মন্দারমানি
  • (C) জুনপুট
  • (D) শংকরপুর

(C) জুনপুট

0Shares

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top