wb panchayat gk questions in bengali 2024

wb panchayat gk questions and answers 2024

wb panchayat gk questions in bengali 2024

Introductions:

Welcome to padashona.com ; wb panchayat gk questions in bengali 2024 আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ , কলকাতা পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই 100% কমন । wb panchayat gk questions in bengali 2024

 Q1. বর্তমান ভারতে কয়টি “রামসর সাইট” আছে?

  • (a) 80টি   
  • (b) 85টি
  • (c) 75টি   
  • (d) 69টি

(a) 80 টি   আরও দেখুন

Q2. অতি সাম্প্রতিক ভারতের “রামসর সাইট” কোনটি (2024) নির্বাচিত হয়েছে?

  • (a) চিলকা হ্রদ
  • (b) শোলা ফরেস্ট
  •  (c) সম্বর হ্রদ 
  • (d) লোকটাক হ্রদ

(b) শোলা ফরেস্ট 

Q3.ভারতের প্রথম “রামসর সাইট” কোনটি?

  • (a) সুন্দরবন
  • (b) রুদ্রাসাগর
  • (c) চিলকা হ্রদ 
  • (d) কলেরু হ্রদ

(c) চিলকা হ্রদ  

 Q4. ভারতের বৃহত্তম “সুপেয় জলের” বা মিষ্টি  জলের হ্রদ কোনটি?

  • (a) বৈকাল হ্রদ 
  • (b) সম্বর হ্রদ
  • (c) উলার হ্রদ 
  • (d ) ভেম্বনাথ হ্রদ

(c) উলার হ্রদ 

Q5. বর্তমান ভারতে কয়টি “ন্যাশনাল পার্ক” আছে?

  • (a) 105 টি  
  •   (b) 106 টি
  •   (c) 107 টি  
  •   (d) 108 টি

(b) 106 টি

Q6. ভারতের সবথেকে নতুন ন্যাশনাল পার্ক কোনটি?

  •   (a) রেইমনা ন্যাশনাল পার্ক
  •    (b) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
  •    (c) কেইবুল লামঝাও ন্যাশনাল পার্ক
  •    (d) হেমিস  ন্যাশনাল পার্ক

(a) রেইমনা ন্যাশনাল পার্ক

wb panchayat gk questions in bengali 2024

wb panchayat gk questions in bengali 2024

Q7. ভারতের বৃহত্তম “ন্যাশনাল পার্ক” কোনটি ?

  • (a) রেইমনা ন্যাশনাল পার্ক
  • (b) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
  • (c) জিমকরবেট ন্যাশনাল পার্ক
  • (d) হেমিস ন্যাশনাল পার্ক

(d) হেমিস ন্যাশনাল পার্ক

Q9. পৃথিবীর বৃহত্তম “ফুলের বাগান” কোনটি?

  • (a) দুবাই মিরাকেল গার্ডেন
  • (b) ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন
  • (c) জগদীশচন্দ্র বোস বোটানিক গার্ডেন
  • (d) জাকির হোসেন রোজ গার্ডেন

(a) দুবাই মিরাকেল গার্ডেন

Q10. ভারতের বৃহত্তম “ফুলের বাগান” কোনটি?

  • (a) লালবাঘ বোটানিকাল গার্ডেন 
  • (b) ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন
  • (c) জগদীশচন্দ্র বোস বোটানিক গার্ডেন
  • (d) জাকির হোসেন রোজ গার্ডেন

(b) ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন

Q11. ভারতের কোন রাজ্যে “চিরসবুজ বৃক্ষের” বনভূমি আছে?

  • (a) অন্ধ্রপ্রদেশ  
  • (b) কর্ণাটক
  • (c) মিজোরাম 
  • (d) অরুণাচল প্রদেশ

(d) অরুণাচল প্রদেশ

Q12. ভারতে কোন ধরনের বনভূমি সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে?

  • (a) ট্রপিকাল মইস্ট ডেসিডুয়াস ফরেস্ট
  • (b) ট্রপিকাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট
  • (c) সাব-ট্রপিকাল এভারগ্রিন ফরেস্ট
  • (d) অ্যালপাইন ফরেস্ট

(a) ট্রপিকাল মইস্ট ডেসিডুয়াস ফরেস্ট

wb panchayat gk questions in bengali 2024

wb panchayat gk questions in bengali 2024

Q13. বৃহত্তর বৃক্ষের বনভূমি “অ্যালপাইন ফরেস্ট” ভারতের কোন রাজ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে?

  • (a) রাজস্থান  
  • (b) মহারাষ্ট্র
  • (c) মিজোরাম 
  • (d) অরুণাচল প্রদেশ

(d) অরুণাচল প্রদেশ

Q14. পশ্চিমবঙ্গে কোন ধরনের বনভূমি সবথেকে বেশি দেখা যায়?

  • (a) ট্রপিকাল মইস্ট ডেসিডুয়াস ফরেস্ট
  • (b) ট্রপিকাল ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট
  • (c) সাব-ট্রপিকাল এভারগ্রিন ফরেস্ট
  • (d) ট্রপিকাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট

(d) ট্রপিকাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট (

Q15. পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি রয়েছে?

  • (a) 15.56% 
  • (b) 17.18%
  • (c) 18.96% 
  • (d) 19.09%

 (c) 18.96% 

Q16. ভারতের কোন রাজ্যে বণভূমির পরিমাণ সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে?

  • (a) তেলাঙ্গানা
  •   (b) পশ্চিমবঙ্গ
  •   (c) রাজস্থান 
  •   (d) ত্রিপুরা

(a) তেলাঙ্গানা  

Q17. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ক্যাটল বা “গবাদিপশু” আছে?

  • (a) তেলেঙ্গানা 
  • (b) পশ্চিমবঙ্গ
  •  (c) রাজস্থান 
  • (d) ত্রিপুরা

(b) পশ্চিমবঙ্গ 

Q18. ভারতের কোন রাজ্য সামুদ্রিক মাছ ঊৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

  • (a) অন্ধ্রপ্রদেশ  
  • (b) মহারাষ্ট্র
  • (c) গুজরাট  
  • (d) ওড়িশা

(c) গুজরাট   

wb panchayat gk questions in bengali 2024
wb panchayat gk questions in bengali 2024

Q19.বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁর আসল নাম কি?

  • (a) বেবাদল দাস 
  • (b) সূর্য নারায়ণ মিশ্র
  • (c) রাহীদাশ হাদি
  • (d) গোপাল নারায়ণ মিশ্র

(b) সূর্য নারায়ণ মিশ্র  

Q20. সুভাষচন্দ্র বোস কি নাম নিয়ে ব্রিটিশ পুলিশকে ধুলো দিয়ে ভারত থেকে পালিয়ে জার্মানি পদার্পণ করেন?

  • (a) মহম্মদ আকবর হোসেইন
  • (b) মহম্মদ জিয়াউদ্দিন খান
  • (c) মহম্মদ জহিরউদ্দিন    
  • (d) মহম্মদ জালালউদ্দিন খান

(b) মহম্মদ জিয়াউদ্দিন খান  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top