wbp gk question 2024 .
Introductions :
wbp gk question 2024.ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ পরীক্ষায় ৯৫ % কমন পেতে এই পেইজ টাকে বুক মার্ক করে রাখুন । এই পেইজ টাতে সাবজেক্ট অনুসারে বাছাই করা GK MCQ QUESTIONS & ANSWERS বানানো হয় প্রতিদিন । কম্পিটিটিভ পরীক্ষায় জেনারেল সায়েন্স একটি মোস্ট ইমপর্ট্যান্ট সাবজেক্ট । আজকে জেনারেল সায়েন্স থেকে খুবই গুরুত্ব পূর্ণ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন উত্তর তৈরি করা হয়েছে । চল প্রশ্ন গুলি দেখি !
wbp gk question 2024 .
Q1.তাপমাত্রার প্রাথমিক একক কি?
- (a) ক্যান্ডেলা
- (b) অ্যাম্পিয়ার
- (c) মিটার
- (d)কেলভিন
(d)কেলভিন
Q2. “ক্যান্ডেলা” কিসের একক?
- (a) দৈর্ঘ্য
- (b) বৈদ্যুতিক কারেন্ট
- (c) আলোর তীব্রতা
- (d) দূরত্ব
(c) আলোর তীব্রতা
Q3. নিচের একক গুলির মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি?
- (a) বল
- (b) ভর
- (c) সময়
- (d) দৈর্ঘ্য
(a) বল
Q4. “আলোর তরঙ্গ-দৈর্ঘ্য” কোন এককে পরিমাপ করা হয়?
- (a) আলোকবর্ষ
- (b) ফার্মি
- (c) অ্যাংস্ট্রম
- (d) ফেমটোমিটার
(c) অ্যাংস্ট্রম
Q5. “পরমাণুর ব্যাস” পরিমাপ করা হয় কোন এককে?
- (a) আলোকবর্ষ
- (b) ফার্মি
- (c) অ্যাংস্ট্রম
- (d) ফেমটোমিটার
(b) ফার্মি
Q6. “নিউক্লিয়াসের সাইজ” কোন এককে পরিমাপ করা হয়?
- (a) আলোকবর্ষ
- (b) ফার্মি
- (c) অ্যাংস্ট্রম
- (d) ফেমটোমিটার
(d) ফেমটোমিটার
wbp gk question 2024.
Q7. এস .আই পদ্ধতিতে “ঘনকোণের” একক কি?
- (a) রেডিয়ান
- (b) স্টেরেডিয়ান
- (c) ঘনসেন্টিমিটার
- (d) বর্গসেন্টিমিটার
(b) স্টেরেডিয়ান
Q8. “বিপদসংকেত” রূপে লাল আলো ব্যবহার কার হয় কেন?
- (a) লাল রংয়ের আলোতর তরঙ্গদৈর্ঘ্য কম নয়
- (b) লাল রংয়ের আলোতর তরঙ্গদৈর্ঘ্য বেশি নয়
- (c) লাল আলো সবাই ভয় পায়
- (d) লাল রংয়ের আলোতর তরঙ্গদৈর্ঘ্য বেশি ও বিক্ষেপ কম
(d) লাল রংয়ের আলোতর তরঙ্গদৈর্ঘ্য বেশি ও বিক্ষেপ কম
Q9. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
- (a) ৬ মিনিট ১০ সেকেন্ড
- (b) ৭ মিনিট ১৮ সেকেন্ড
- (c) ৯ মিনিট ১৪ সেকেন্ড
- (d) ৮ মিনিট ২০ সেকেন্ড
(d) ৮ মিনিট ২০ সেকেন্ড
Q10. “মানুষের চোখে” কোন ধরনের লেন্স আছে?
- (a) উত্তল লেন্স
- (b) অবতল লেন্স
- (c) গোলক লেন্স
- (d) অভিসারী লেন্স
(a) উত্তল লেন্স
Q11. কোন ধরনের শব্দ দ্বারা সমুদ্রের তলদেশের গভীরতা পরিমাপ করা হয়?
- (a) সুপারসোনিক শব্দ
- (b) আল্ট্রাসোনিক শব্দ
- (c) ইনফ্রাসোনিক শব্দ
- (d) প্রতিধ্বনি শব্দ
(b) আল্ট্রাসোনিক শব্দ
Q12. শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবথেকে বেশি?
- (a) শূন্য মাধ্যমে
- (b) তরল মাধ্যমে
- (c) গ্যাসীয় মাধ্যমে
- (d) কঠিন মাধ্যমে
wbp gk question 2024.
Q13. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা পরিমাপ করা হয়?
- (a) আলটিমিটার
- (b) ফ্যাটোমিটার
- (c) হাইড্রোমিটার
- (d) ম্যানোমিটার
(b) ফ্যাটোমিটার
Q14. মানুষের দেহের কত শতাংশ হল “রক্ত”?
- (a) ৫%
- (b) ৭%
- (c) ৮%
- (d) ৯%
(c) ৮%
Q15. কোন বিজ্ঞানী রক্তের বিভাগকে “চারটি গ্রুপে” ভাগ করেন?
- (a) ল্যান্ডস্টেইনার
- (b) ম্যাক্স পেরুটজ
- (c) চার্লস ডারউইন
- (d) জন ডিক্সন
(a) ল্যান্ডস্টেইনার
Q16. কোন বিজ্ঞানী “রক্তের হিমোগ্লোবিন” আবিষ্কার করেন?
- (a) ল্যান্ডস্টেইনার
- (b) ম্যাক্স পেরুটজ
- (c) চার্লস ডারউইন
- (d) জন ডিক্সন
(b) ম্যাক্স পেরুটজ
Q17. রক্তের কোন উপাদানের অভাবে “হিমোফিলিয়া বা রাজকীয়” রোগ হয়?
- (a) লোহিতরক্ত কণিকা
- (b) শ্বেতরক্ত কণিকা
- (c) রক্ত প্লাজমা
- (d) অনুচক্রিকা
(d) অনুচক্রিকা
Q18.”হার্ট অ্যাটাক” রোগের প্রধান কারণ কি?
- (a) হৃদপিণ্ডে অক্সিজেনের অভাব
- (b) হৃদপিণ্ডে জলের অভাব
- (c) হৃদপিণ্ডে রক্তের অভাব
- (d) হৃদপিণ্ডে হিমোগ্লোবিনের অভাব
(a) হৃদপিণ্ডে অক্সিজেনের অভাব
wbp gk question 2024.
Q19. কোন বিজ্ঞানী সর্ব-প্রথম “ভিটামিন” শব্দটি ব্যবহার করেন?
- (a) ল্যান্ডস্টেইনার
- (b) ম্যাক্স পেরুটজ
- (c) ক্যাশিমির ফ্রাঙ্ক
- (d) জন ডিক্সন
(c) ক্যাশিমির ফ্রাঙ্ক
Q20. কোন কোন প্রাণী স্বভোজী পুষ্টি হিসেবে নিজের দেহে খাদ্য সংশ্লেষ করতে পারে?
- (a) ফড়িং
- (b) বাদুড়
- (c) ইউগ্লিনা
- (d) তিমি
(c) ইউগ্লিনা
Q21. বর্তমান পৃথিবীতে প্রায় ৭০.৮% জল, তার মধ্যে কত শতাংশ মানুষ “সুপেয় মিষ্টি” জল হিসেবে পান করেন?
- (a) ২.৩ শতাংশ
- (b) ২.৫ শতাংশ
- (c) ৩.৫ শতাংশ
- (d) ২.৪ শতাংশ
(d) ২.৪ শতাংশ
Q22. কোন বিজ্ঞানী প্রথম “ইকোলজি” (Ecology) শব্দটি ব্যবহার করেন?
- (a) ল্যান্ডস্টেইনার
- (b) ম্যাক্স পেরুটজ
- (c) ক্যাশিমির ফ্রাঙ্ক
- (d) আর্নেস্ট হেকেল
(d) আর্নেস্ট হেকেল