wbp gk question pdf 2024
Introduction
Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস। wbp gk question pdf 2024ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
wbp gk question pdf 2024
Q1.কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের “অমৃতসরের সন্ধি” স্বাক্ষরিত হয়?
- (A) 1808 খ্রিস্টাব্দে
- (B) 1809 খ্রিস্টাব্দে
- (C) 1911 খ্রিস্টাব্দে
- (D) 1813 খ্রিস্টাব্দে
(B) 1809 খ্রিস্টাব্দে
Q2.ভারতীয় “সংবিধানের খসড়া” গণপরিষদে পেশ করা হয় কত সালে?
- (A) 1947 সালে
- (B) 1948 সালে
- (C) 1949 সালে
- (D) 1950 সালে
(B) 1948 সালে
Q3. বিখ্যাত “নীল দর্পণ” নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন?
- (A) মধুসূদন দত্ত
- (B) রেভরেন্ট জেমস লং
- (C) হরিশ্চন্দ্র মুখার্জী
- (D) কালীপ্রসন্ন সিংহ
(A) মধুসূদন দত্ত
Q4. “কাশ্মীর উপত্যকার” মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
- (A) গঙ্গা
- (B) সিন্ধু
- (C) চন্দ্রভাগা
- (D) ঝিলাম
(D) ঝিলাম
Q5. উত্তর-পূর্ব ভারতের রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় আছে?
- (A) গোরক্ষপুর
- (B) কলকাতা
- (C) মুম্বাই
- (D) চেন্নাই
(A) গোরক্ষপুর
Q6. ভারতের “বিপ্লবীবাদের জননী” নামে পরিচিত কে?
- (A) ভগিনী নিবেদিতা
- (B) অ্যানি বেসান্ত
- (C) মাদাম কামা
- (D) মাতঙ্গীনি হাজরা
(C) মাদাম কামা
Q7. কত সালে “দিল্লীকে জাতীয় রাজধানী” অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়?
- (A) 1991 খ্রিস্টাব্দে
- (B) 1992 খ্রিস্টাব্দে
- (C) 1971 খ্রিস্টাব্দে
- (D) 1985 খ্রিস্টাব্দে
(A) 1991 খ্রিস্টাব্দে
wbp gk question pdf 2024
Q8. পশ্চিমবঙ্গের কোন দুটি নদীর মিলিত ধারা “রূপনারায়ন” নামে পরিচিত?
- (A) কেলেঘাই ও কংসাবতী
- (B) দ্বারকেশ্বর ও শিলাবতী
- (C) দামোদর ও মুন্ডেশ্বরী
- (D) কংসাবতী ও শিলাবতী
(B) দ্বারকেশ্বর ও শিলাবতী
Q9. ভারতের গ্রামীণ কৃষিলোনের জন্য প্রধান উৎস কি?
- (A) RBI
- (B) SBI
- (C) NABARD
- (D) HDFC
(C) NABARD
Q10. সিকিম কবে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়?
- (A) 1966 খ্রিস্টাব্দে
- (B) 1971 খ্রিস্টাব্দে
- (C)1974 খ্রিস্টাব্দে
- (D) 1975 খ্রিস্টাব্দে
(D) 1975 খ্রিস্টাব্দে
Q11. “দাক্ষিনাত্য মালভূমি” কোন শিলা দিয়ে তৈরি হয়েছে ?
- (A) ব্যাসল্ট
- (B) গ্রানাইট
- (C) চুনাপাথর
- (D) বেলেপাথর
(B) গ্রানাইট
Q12. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে “স্বদেশী আন্দোলনের” প্রভাব প্রতিফলিত হয়েছে?
- (A) চোখের বালি
- (B) ঘরে বাইরে
- (C) নৌকা ডুবি
- (D) চার অধ্যায়
(B) ঘরে বাইরে
Q13. ভারতের কোন মুঘল সম্রাট “দুআস্পা এবং সি-আস্পা” নামে সাব-রঙ্ক প্রবর্তন করেন?
- (A) ঔরঙ্গজেব
- (B) জাহাঙ্গীর
- (C) আকবর
- (D) শাহজাহান
(B) জাহাঙ্গীর
Q14. ভারতের কোন মুঘল সম্রাট “দ্যা চেইন অফ জাস্টিস” প্রবর্তন করেন?
- (A) ঔরঙ্গজেব
- (B) শাহজাহান
- (C) আকবর
- (D) জাহাঙ্গীর
(D) জাহাঙ্গীর
Q15. “দ্যা ব্যাটেল অফ ধর্মত” (The Battle of Dharmat-1658) কাদের মধ্যে হয়েছে?
- (A) ঔরঙ্গজেব ও দারাশিখো
- (B) আকবর ও শাহজাহান
- (C) জাহাঙ্গীর ও ইমরান
- (D) হুমায়ুন ও শেরশাহ
(A) ঔরঙ্গজেব ও দারাশিখো
Q16. মুঘল সাম্রাজ্যের কোন সম্রাট “ফোর স্কোয়ার গার্ডেন” প্রবর্তন করেন?
- (A) আকবর
- (B) হুমায়ুন
- (C) জাহাঙ্গীর
- (D) বাবর
(D) বাবর
wbp gk question pdf 2024
Q17. সুলতানি শাসন কালে ভারতের “অফিসিয়াল ভাষা” (official language) কি ছিল?
- (A) হিন্দি
- (B) ঊর্দু
- (C) আরবী
- (D) ফার্সি
(D) ফার্সি
Q18. ভারতের কোন পর্বতমালা “দিল্লি ও রাজস্থানের” মধ্যবর্তী রয়েছে?
- (A) বিন্ধ্য পর্বত
- (B) সুনন্দা দেবী পর্বত
- (C) আরাবল্লী পর্বত
- (D) মুলতাই পর্বত
(C) আরাবল্লী পর্বত
Q19. “পূর্বঘাট পর্বতের” সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
- (A) জিন্দাগাড়া পর্বত
- (B) ডোডাবেট্টা পর্বত
- (C) কার্ডামম পর্বত
- (D) আনাইমুদী পর্বত
(A) জিন্দাগাড়া পর্বত
Q20. ভারতের “দীর্ঘতম হিমবাহ” কোনটি?
- (A) জেমু
- (B) সিয়াচেন
- (C) কলহাই
- (D) পিণ্ডারী
(B) সিয়াচেন
wbp gk question pdf 2024
Q21. বিখ্যাত “দ্যা আদম ব্রিজ” কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
- (A) ভারত ও শ্রীলঙ্কা
- (B) ভারত ও বাংলাদেশ
- (C) নেপাল ও ভারত
- (D) ভারত ও চীন
(A) ভারত ও শ্রীলঙ্কা
Q22. দক্ষিণ ভারতের “কেরালা ও তামিলনাডুর” মাঝে কোন “ঘাট বা গ্যাপ” রয়েছে?
- (A) থলঘাট
- (B) গোরানঘাট
- (C) পালঘাট
- (D) হলদিঘাট
(C) পালঘাট
Q23. ভারতের কোন রাজ্যে “ফ্লোটিং ন্যাশনাল পার্ক” ‘কেইবুল লামজাও’ রয়েছে?
- (A) মণিপুর
- (B) মেঘালয়
- (C) কর্ণাটক
- (D) হিমাচল প্রদেশ
(A) মণিপুর
Q24. ভারতের “মেঘালয় মালভূমির” নামকরণ কে করেন?
- (A) অভিরূপ সাহানি
- (B) দীননাথ ওয়াদীয়া
- (C) রাহুল কুমার শর্মা
- (D) শিবপ্রসাদ চ্যাটার্জী
(D) শিবপ্রসাদ চ্যাটার্জী