wbp mcq gk questions and answers -2024
Introductions :
Welcome to padashona.com, আজকে খুবই গুরুত্ব পূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ , কলকাতা পুলিশ , ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত , এস এস সি এম টি এস , SSC CGL , SSC CHSL , RAIL, NTPC, WEST BENGAL CIVIL SERVICE ইত্যাদি আরও অনেক পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন গুলি হুবহু কমন পড়বেই । wbp gk T20 questioins and answers -2024 গত ওয়েস্ট বেঙ্গল ফুড এস আই পরীক্ষায় এই ওয়েব সাইট থেকে ১০০ % কমন এসেছিল । এখানে ভারতের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার সিলেবাস ও ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস পরীক্ষার সিলেবাস অনুসারে কন্টেন্টস তৈরি করা হয় । আজকের এই কোয়েশ্চান সিরিসটি থেকে ২০২৪ সালের উপরের পরীক্ষায় কমন পড়বেই ।
wbp gk T20 questioins and answers -2024
Q1. শিবাজী মোগলদের সাথে কোন সন্ধি করতে বাধ্য হয়?
- (a) পুণের সন্ধি
- (b) এলাহাবাদের সন্ধি
- (c) গোয়ালিয়রের সন্ধি
- (d) পুরন্দরের সন্ধি
(d) পুরন্দরের সন্ধি
Q2. কত সালে “হলদিঘাটের” সন্ধি হয়েছিল?
- (a) 1576 সালে
- (b) 1584 সালে
- (c) 1566 সালে
- (d) 1564 সালে
(a) 1576 সালে
Q3. “ইলবার্ট বিল” কোন বিষয়ের জন্য সম্পর্কিত?
- (a) বিচার ব্যবস্থা
- (b) আইন সভা
- (c) সংবাদপত্রের স্বাধীনতা
- (d) শিক্ষা
(a) বিচার ব্যবস্থা
Q4.”রামচরিত” এর রচয়িতা কে?
- (a) বাণভট্ট
- (b) বিলহন
- (c) সন্ধ্যাকর নন্দী
- (d) তুলসী দাস
(c) সন্ধ্যাকর নন্দী
Q5.”Servants of India Society”- এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (a) গোপালকৃষ্ণ গোখেল
- (b) রাজা রামমোহন রায়
- (c) বালগঙ্গাধর তিলক
- (d) দাদাভাই নওরোজী
(a) গোপালকৃষ্ণ গোখেল
Q6.মহাবীরের উপদেশের “সংকলন” কি নামে পরিচিত?
- (a) সিদ্ধান্ত
- (b) কৈবল্য
- (c) পঞ্চামহাব্রত
- (d) চতুযার্ম
(c) পঞ্চামহাব্রত
wbp gk T20 questioins and answers -2024
Q7.দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিবাজ্রক ভারতে আসেন?
- (a) অলবিরুণী
- (b) ইবনবতুতা
- (c) হিউয়েন সাং
- (d) ফা- হিয়েন
(d) ফা- হিয়েন
Q8. “দ্বিতীয় গোলটেবিল” বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেন?
- (a) বালগঙ্গাধর তিলক
- (b) মোতিলাল নেহরু
- (c) মহাত্মা গান্ধী
- (d) জওহরলাল নেহরু
(c) মহাত্মা গান্ধী
Q9. দক্ষিণ ভারতের ষোড়শ মহাজনপদের নাম কি?
- (a) মালব
- (b) অশ্মক
- (c) অঙ্গ
- (d) কোশল
(b) অশ্মক
Q10.”সত্যশাধক সমাজ”কে প্রতিষ্ঠা করেন?
- (a) দাদাভাই নওরোজি
- (b) লালা হরদয়াল
- (c) জ্যোতিবাফুলে
- (d) গোপালকৃষ্ণ গোখেল
(c) জ্যোতিবাফুলে
Q11.অ্যানি বেসান্ত কোথায় “হোমরুল লিগ” প্রতিষ্ঠা করেন?
- (a) কলকাতা
- (b) পুনে
- (c) বোম্বাই
- (d) মাদ্রাজ
(d) মাদ্রাজ
Q12.”ক্রিপস মিশন” কত সালে ভারতে আসেন?
- (a)1941 সালে
- (b) 1942 সালে
- (c) 1940 সালে
- (d) 1939 সালে
(b) 1942 সালে
Q13. “ফরাসি বিপ্লব” কত সালে ঘটে ছিল ?
- (a) ১৭৮৫ সালে
- (b) ১৭৮৯ সালে
- (c) ১৮৯২ সালে
- (d) ১৯০০ সালে
(b) ১৭৮৯ সালে
wbp gk T20 questioins and answers -2024
Q14. “হরপ্পা সভ্যতা” কোন নদীর তীরে গড়ে উঠেছে?
- (a) ঝিলাম
- (b) ইরাবতী
- (c) বিপাশা
- (d) শতদ্রু
(b) ইরাবতী
Q15. “রোমান সভ্যতা” কোন নদীর তীরে গড়ে উঠেছে?
- (a) রাইন
- (b) নীল
- (c) টাইবার
- (d) ইয়াংসি
(c) টাইবার
Q16.ভারতের “নন্দ বংশের” শ্রেষ্ঠ রাজার নাম কি?
- (a) মহাপদ্ম নন্দ
- (b) ধননন্দ
- (c) শিশুনাগ
- (d) কালাশোক
(b) ধননন্দ
Q17. ভারতের “মৌর্য বংশের” প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (a) অশোক
- (b) বৃহদ্রথ
- (c) অজাতশত্রু
- (d) চন্দ্রগুপ্ত
(d) চন্দ্রগুপ্ত
Q18. বিখ্যাত “সুরজগড়ের যুদ্ধ ” কত সালে ঘটে ছিল?
- (a) ১৫২৯ সালে
- (b) ১৫৩৪ সালে
- (c) ১৫৪০ সালে
- (d) ১৫৫৬ সালে
(b) ১৫৩৪ সালে
Q19. ভারতের “ তালিকোটার” যুদ্ধ কত সালে ঘটে?
- (a) ১৫৫৬ সালে
- (b) ১৬৬৫ সালে
- (c) ১৫৬৫ সালে
- (d) ১৬১৫ সালে
(c) ১৫৬৫ সালে
wbp gk T20 questioins and answers -2024
Q20. ভারতের “প্রথম ভাইসরয়” কে ছিলেন?
- (a) লর্ড ক্যানিং
- (b) লর্ড মিন্টো
- (c) লর্ড ওয়াভেল
- (d) ওয়ারেন হেস্টিংস
(a) লর্ড ক্যানিং
Q21. ভারতের “প্রথম গভর্নর জেনারেল” কে ছিলেন?
- (a) লর্ড অকল্যান্ড
- (b) লর্ড মিন্টো
- (c) লর্ড ওয়াভেল
- (d) ওয়ারেন হেস্টিংস
(d) ওয়ারেন হেস্টিংস
Q22. ভারতের “বাহমনি বংশের” প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- (a) মামুদ গাওয়ান
- (b) বহলুল লোদী
- (c) জাফর খান
- (d) মোবারক শাহ
(c) জাফর খান বা বাহমন শাহ
Q23. মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
- (a) আকবর
- (b) জাহাঙ্গীর
- (c) ঔরংগজেব
- (d) শাজাহান
(a) আকবর
Q24. “আধুনিক পাঞ্জাবের” জনক কাকে বলা হয় ?
- (a) লর্ড রিডিং
- (b) লর্ড হার্ডিন্স
- (c) লর্ড ডালহৌসি
- (d) লর্ড ওয়েলেসলি
(c) লর্ড ডালহৌসি
wbp gk T20 questioins and answers -2024
Q25. আর্যরা ভারতের কোন রাজ্যে প্রথম বসতি স্থাপন করেছিল?
- (a) অন্ধ্রপ্রদেশ
- (b) তামিলনাড়ু
- (c) জম্মু ও কাশ্মীর
- (d) পাঞ্জাব
(d) পাঞ্জাব
Q26. “আল-হিলাল” পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- (a) আবুল কালাম আজাদ
- (b) মহম্মদ আলি জিন্নাহ
- (c) সৈয়দ আহমেদ খাঁ
- (d) ফিরোজ শাহ মেহতা
(a) আবুল কালাম আজাদ