Super mcq for West Bengal Geography 2024
Introduction :
Welcome to padashona.com ; আজকে বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, West Bengal Geography mcq questions 2024, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
West Bengal Geography mcq questions 2024
Q1. পশ্চিমবঙ্গের কোন জেলায় “সীতাকুন্ড আর্টেজীয় কূপ” রয়েছে?
- (A) পুরুলিয়া
- (B) বাঁকুড়া
- (C) কোচবিহার
- (D) মালদা
(A) পুরুলিয়া
Q2. “ডুয়ার্স পাহাড়ের” সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
- (A) টাইগার হিল
- (B) ছোটো সিঞ্চুলা
- (C) ঋষিলা
- (D) ফালুট
(B) ছোটো সিঞ্চুলা
Q3. পশ্চিমবঙ্গের কোন জেলায় “বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ” অবস্থিত?
- (A) পুরুলিয়া
- (B) বাঁকুড়া
- (C) বীরভূম
- (D) মালদা
(C) বীরভূম
Q4. পশ্চিমবঙ্গের কোন জেলায় চুনাপাথরে আবৃত “কার্সট ভূমিরুপ” দেখতে পাওয়া যায়?
- (A) পুরুলিয়া
- (B) দার্জিলিং
- (C) বীরভূম
- (D) আলিপুরদুয়ার
(D) আলিপুরদুয়ার
West Bengal Geography mcq questions 2024
Q5. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের “রাঢ়” শব্দের অর্থ কি?
- (A) পাথুরে জমি
- (B) লাল রঙের জমি
- (C) কালো বালি মাটি
- (D) লবণাক্ত মাটি
(A) পাথুরে জমি
Q6. পশ্চিমবঙ্গের কোন নদীতে “মোরিবান্ড ডেল্টা” দেখতে পাওয়া যায়?
- (A) তিস্তা
- (B) ভাগীরথী
- (C) রায়মঙ্গল
- (D) ইচ্ছামতী
(B) ভাগীরথী
Q7. পশ্চিমবঙ্গের কোন অঞ্চল “বাগড়ী” নামে পরিচিত?
- (A) গাঙ্গেয় বদ্বীপ সমভূমি
- (B) উপকূলীয় সমভূমি
- (C) পশ্চিমের মালভূমি
- (D) উত্তরের সমভূমি
(A) গাঙ্গেয় বদ্বীপ সমভূমি
Q8. পশ্চিমবঙ্গের কোন শহর “পরিণত বদ্বীপ” অঞ্চলের অন্তর্গত?
- (A) শিলিগুড়ি
- (B) মালদা
- (C) দুর্গাপুর
- (D) কলকাতা
(D) কলকাতা
Q9. পশ্চিমবঙ্গের কোন জেলা “বালিয়াড়ি” নামে পরিচিত?
- (A) মুর্শিদাবাদ
- (B) পশ্চিম মেদনীপুর
- (C) পূর্ব মেদনীপুর
- (D) কলকাতা
(C) পূর্ব মেদনীপুর
Q10. পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে “সালফিউরাস উষ্ণপ্রস্রবন” দেখতে পাওয়া যায়?
- (A) তিস্তা
- (B) ভাগীরথী
- (C) বক্রেশ্বর
- (D) ইচ্ছামতী
(C) বক্রেশ্বর
West Bengal Geography mcq questions 2024
Q11. পশ্চিমবঙ্গের কোন দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল “তাল জলাভূমি” নামে পরিচিত?
- (A) কালিন্দী ও মহানন্দা
- (B) ভাগীরথী ও দামোদর
- (C) বক্রেশ্বর ও ময়ূরাক্ষী
- (D) ইচ্ছামতী ও হুগলি
(A) কালিন্দী ও মহানন্দা
Q12. “বরাকর” নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?
- (A) ছোটনাগপুর
- (B) গণগনী
- (C) তিলাইয়া ডেল্টা
- (D) দুধুয়া পর্বত
(A) ছোটনাগপুর
Q13. “কংসাবতী” নদী কোথায় উৎপত্তি হয়েছে?
- (A) অযোধ্যা পাহাড়
- (B) ছোটনাগপুর মালভূমি
- (C) তিলবী পাহাড়
- (D) পালামৌ পাহাড়
(A) অযোধ্যা পাহাড়
Q14. “শিলাবতী” নদী কোথায় উৎপত্তি হয়েছে?
- (A) অযোধ্যা পাহাড়
- (B) পুঞ্চা মালভূমি
- (C) তিলবী পাহাড়
- (D) পালামৌ পাহাড়
(B) পুঞ্চা মালভূমি
Q15. ভারতের কোন রাজ্য “প্রথম মাটির মানচিত্র” প্রকাশ করেছে?
- (A) উত্তরপ্রদেশ
- (B) মহারাষ্ট্র
- (C) কর্ণাটক
- (D) পশ্চিমবঙ্গ
(D) পশ্চিমবঙ্গ
West Bengal Geography mcq questions 2024
Q16. সুন্দরী গাছের কাঠ দিয়ে প্রধানত কি তৈরি করা হয়?
- (A) ক্রিকেট ব্যাট
- (B) ক্রিকেট বল
- (C) আলমারী
- (D) নৌকা
(D) নৌকা
Q17. দার্জিলিং জেলার “মংপু” কোন ভেজষ উদ্ভিদের জন্য বিশ্ব বিখ্যাত?
- (A) সর্পগন্ধা
- (B) ইপিকাক
- (C) সিংকোনা
- (D) চন্দন
(C) সিংকোনা
Q18. পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেমি?
- (A) 155 সেমি
- (B) 175 সেমি
- (C) 182 সেমি
- (D) 165 সেমি
(B) 175 সেমি
Q19. পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয়?
- (A) তারকেশ্বর
- (B) বক্রেশ্বর
- (C) ময়ূরেশ্বর
- (D) বক্সা
(C) ময়ূরেশ্বর
Q20. নদিয়ার “চাকদহ” কোন নদীর তীরে অবস্থিত?
- (A) ভাগীরথী
- (B) চূর্ণি
- (C) অজয়
- (D) দ্বারকা
(B) চূর্ণি
Darun lagche question gulo korte pere
Ajker Question kothai sir?