wbp gk question in bengali 2024

wb gk mcq questions in bengali 2024

wbp gk question in bengali 2024

Introduction :

Welcome to padashona.com ; আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ , কলকাতা পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। wbp gk question in bengali 2024 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

wbp gk question in bengali 2024

Q1. গুজরাটের কোন শহর বৃহত্তম “শিপ ব্রেকিং ইয়ার্ড” নামে পরিচিত?

  • (A) ওখা
  • (B) অ্যালং
  • (C) কাণ্ডালা
  • (D) বেড়াবল

(B) অ্যালং

Q2.পৃথিবীর কোন সাগরে “স্বয়াচ অফ নো গ্রাউন্ড” সামুদ্রিক গিরিখাত আছে?

  • (A) বঙ্গোপসাগর
  • (B) আরব সাগর
  • (C) ভারত মহাসাগর
  • (D) প্রশান্ত মহাসাগর

(A) বঙ্গোপসাগর

Q3. ভারতের “আরাকু ভ্যালি” কিসের জন্য বিশ্ব বিখ্যাত?

  • (A) চা
  • (B) কফি
  • (C) বাদাম
  • (D) কলা 

(B) কফি

Q4. ভারতের স্থানীয় সময়ের সাথে আর কোন দেশের স্থানীয় সময়ের সম্পূর্ণ মিল আছে?

  • (A) নেপাল
  • (B) বাংলাদেশ
  • (C) মায়ানমার
  • (D) শ্রীলঙ্কা

(D) শ্রীলঙ্কা

Q5. সুন্দরবন কত সালে “রামসর সাইট” হিসেবে ঘোষিত হয়?

  • (A) 1987  সালে
  • (B) 1972  সালে
  • (C) 2018  সালে
  • (D) 2019  সালে

(D) 2019  সালে

Q6. ভারতের কোন “নদী” পশ্চিমবঙ্গকে আসাম রাজ্য থেকে আলাদা করেছে?

  • (A) তিস্তা
  • (B) কালজানি
  • (C) সংকোশ
  • (D) জলঢাকা

(C) সংকোশ

wbp gk question in bengali 2024

wbp gk question in bengali 2024

Q7. পৃথিবীর কোন উদ্ভিদ “লিভিং ফসিল” নামে পরিচিত?

  • (A)  আর্কিওপটেরিক্স
  • (B)  প্লাটিপাস
  • (C)  পার্পল ফ্রগ
  • (D)  গীঙ্কগো বিলোবা

(D) গীঙ্কগো বিলোবা

Q8. কোন “ম্যামলস” বা “স্তন্য পায়ীপ্রাণী” ডিম পাড়ে?

  • (A) আর্কিওপটেরিক্স
  • (B)  প্লাটিপাস
  • (C)  পার্পল ফ্রগ
  • (D)  গীঙ্কগো বিলোবা 

(B)  প্লাটিপাস

Q9. সর্ব-প্রথম জেনেটিক ইঞ্জিনীরিং দ্বারা কোন “হরমোন” আবিষ্কার করা হয়েছে?

  • (A) ইস্ট্রোজেন
  • (B) টেস্টোস্টেরণ
  • (C) ইনসুলিন
  • (D) থাইরক্সিন

(C) ইনসুলিন

Q10. গাছের “বীজহীন ফল” উৎপাদনে কোন হরমোন সাহায্য করে?

  • (A) সাইটোকাইনিন
  • (B) অক্সিন
  • (C) জিব্বারেলিন
  • (D) ইথিলীন

(D) ইথিলীন

Q11.গাছের “বীজহীন ফল” উৎপাদনকে বিজ্ঞানের ভাষায় কি বলে?

  • (A) গ্রাফটিং
  • (B) পার্থেনোকারপি
  • (C) পার্থেনোসিন 
  • (D) সিনোথেরাপি

(B) পার্থেনোকারপি

Q12. কোন প্রাণীর দেহে “হিমোসায়ানিন” থাকে?

  • (A) কেঁচো
  • (B) কাঁকড়া
  • (C) পলিকিট   
  • (D) জোঁক

(B) কাঁকড়া

wbp gk question in bengali 2024
MISCELLANEOUS GK QUESTIONS 2024

Q13. সাধারনত দেহের কোন অঙ্গ “পোলিও” রোগে আক্রান্ত হয় ?

  • (A) চামড়া
  • (B) গলা
  • (C) হাত
  • (D) পা

(D) পা

Q14. পৃথিবীর সবথেকে “প্রাচীন স্তন্যপায়ী” প্রাণী কোনটি?

  • (A) একিডনা
  • (B) গিবন
  • (C) লেমুর
  • (D) প্লানেরা

(A) একিডনা

Q15. ভারতের কোন গভর্নর জেনারেল “বঙ্গভঙ্গ” বাতিল করে দেন?

  • (A) উইনস্টন চার্চিল
  • (B) লর্ড ওয়াভেল
  • (C) লর্ড হার্ডিঞ্জ
  • (D) লর্ড মাউন্টব্যাটেন

(C) লর্ড হার্ডিঞ্জ

wbp gk question in bengali 2024

Q16. ভারতে ব্রিটিশ “মহারানীর ঘোষণা পত্র” কবে জারি হয়?

wbp gk question in bengali 2024
  • (A) 12ই জুলাই 1957
  • (B) 19শে এপ্রিল 1958
  • (C) 1লা নভেম্বর 1858
  • (D) 18ই ডিসেম্বর 1857

(C) 1লা নভেম্বর 1858

Q17. 1882 খ্রিস্টাব্দে ভারতে “থিওসোফিকাল সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন?

  • (A) মাদাম কামা
  • (B) উইলিয়াম জোন্স
  • (C) অ্যানি বেসান্ত
  • (D) হেনরি ওলকট

(D) হেনরি ওলকট

Q18. বাংলা ভাষায় প্রকাশিত “প্রথম দৈনিক” সংবাদ পত্র কোনটি?

  • (A) সমাচার দর্পণ
  • (B) সমাচার চন্দ্রিকা
  • (C) সংবাদ প্রভাকর
  • (D) সংবাদ কৌমুদী

(C) সংবাদ প্রভাকর

Q19. বাংলা ভাষায় প্রকাশিত “প্রথম সাপ্তাহিক” সংবাদ পত্র কোনটি?

  • (A) সমাচার দর্পণ
  • (B) সমাচার চন্দ্রিকা
  • (C) সংবাদ প্রভাকর
  • (D) সংবাদ কৌমুদী

(A) সমাচার দর্পণ

wbp gk question in bengali 2024
wbp gk question in bengali 2024

Q20. স্বাধীন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?

  • (A) জাকির হোসেইন
  • (B) জি এইচ পাঠক
  • (C) সর্বপল্লী রাধাকৃষ্ণন
  • (D) ভি বি গিরি

(C) সর্বপল্লী রাধাকৃষ্ণন

Q21. ভারতের সংবিধানের কোন ব্যক্তিত্বকে “His Superfluous Highness” নামে অভিহিত করা হয়?

  • (A) প্রেসিডেন্ট
  • (B) প্রাইম মিনিস্টার
  • (C) গভর্নর
  • (D) ভাইস-প্রেসিডেন্ট

(D) ভাইস-প্রেসিডেন্ট

Q22. ভারতের লোক “সভার স্পীকার” ভারতের কোন পদমর্যাদা ব্যক্তির সমতুল্য?

  • (A) প্রধান বিচারপতি
  • (B) উপ রাষ্ট্রপতি
  • (C) প্রাক্তন রাষ্ট্রপতি
  • (D) সুপ্রিম কোর্টের বিচারপতি

(A) প্রধান বিচারপতি

Q23. ভারতের সংবিধানের কোন আর্টিকেল ভারতের নাগরিকদের “বাক স্বাধীনতা” দিয়েছে?

  • (A) আর্টিকেল 16
  • (B) আর্টিকেল 17
  • (C) আর্টিকেল 19
  • (D) আর্টিকেল 21

(C) আর্টিকেল 19

Q24. ভারতের সংবিধানে “মৌলিক কর্তব্য” অংশটি কত সালে অন্তর্ভুক্ত করা হয়?

  • (A) 1975 সালে
  • (B) 1976 সালে
  • (C) 1985 সালে
  • (D) 1992 সালে

(B) 1976 সালে

Read More Click Here 👉https://padashona.com/top-25-indian-polity-mcq-questions-in-bengali-2024/: wbp gk question in bengali 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top