Super gk mcq questions 2024
Introduction :
Welcome to padashona.com ; আজকে জেনারেল নলেজ এম সি কিউ কোয়েশ্চানস, Super Bangla gk Questions 2024 ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই । এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
Q1. “মণ্ডল কমিশন” কত সালে তার রিপোর্ট জমা দেয়?
- (A) 1989
- (B) 1990
- (C) 1991
- (D) 1992
(B) 1990
Q2. কোন রাজনীতিবিদ সর্ব-প্রথম “ভারত রত্ন” অ্যাওয়ার্ড পেয়েছেন?
- (A) ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
- (B) পন্ডিত জওহরলাল নেহরু
- (C) সর্দার বল্লভভাই প্যাটেল
- (D) ডাঃ রাজেন্দ্র প্রসাদ
(A) ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
Q3. “A Foreign Policy of India” বইটি কার লেখা?
- (A) এল কে আদবানি
- (B) বি জি দেশমুখ
- (C) ইন্দ্র কুমার গুজরাল
- (D) ডাঃ মনমোহন সিং
(C) ইন্দ্র কুমার গুজরাল
Q4. কত সালে “পণপ্রথা বিরোধী” আইন চালু হয়?
- (A) 1967
- (B) 1961
- (C) 1952
- (D) 1959
(B) 1961
Q5. ভারতের কে প্রথম “জাতীয় আয়” পরিমাপ করেন?
- (A) দাদাভাই নৌরজী
- (B) রমেশচন্দ্র দত্ত
- (C) ডি আর গ্যাডগিল
- (D) ডাঃ প্রশান্ত মহলানবিশ
(A) দাদাভাই নৌরজী
Q6. ভারত সরকারের “পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে” কে অনুমোদন করেন?
- (A) রাষ্ট্রপতি
- (B) পার্লামেন্ট
- (C) ক্যাবিনেট মিশন
- (D) প্লানিং কমিশন
(D) প্লানিং কমিশন
Q7. কত সালে “প্লানিং কমিশন” গঠন করা হয়?
- (A) 1942
- (B) 1947
- (C) 1950
- (D) 1955
(C) 1950
Super Bangla gk Questions 2024
Q8. “Twenty Points Program” কোন বছর লঞ্চ করা হয়?
- (A) 1969
- (B) 1975
- (C) 1977
- (D) 1980
(B) 1975
Q9. ভারতে কে প্রথম “Planned Development” প্রবর্তন করেন?
- (A) মহাত্মা গান্ধী
- (B) জওহরলাল নেহরু
- (C) ইন্দিরা গান্ধী
- (D) রাজীব গান্ধী
(A) মহাত্মা গান্ধী
Q10. ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার “ইকোনোমিক ডেভেলপমেন্ট রেট সর্বোচ্চ”?
- (A) প্রথম
- (B) চতুর্থ
- (C) ষষ্ঠ
- (D) দশম
(D) দশম
Q11. “অভিনব ভারত” প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠা করেন?
- (A) নন্দ লাল ব্যানার্জি
- (B) বিনায়ক সাভারকর
- (C) নবগোপাল মিত্র
- (D) গোবিন্দ রানাডে
(B) বিনায়ক সাভারকর
Q12. কোন ঐতিহাসিক বাসুদেব বলবন্ত ফারকে কে “বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক” উপাধি দেন?
- (A) রমেশচন্দ্র দত্ত
- (B) রমেশচন্দ্র মজুমদার
- (C) গোবিন্দ রানাডে
- (D) বালগঙ্গাধর তিলক
(A) রমেশচন্দ্র দত্ত
Q13. কোন পত্রিকায় সর্ব-প্রথম “ব্রিটিশ পণ্য বয়কট” ঘোষণা করা হয়?
- (A) বেঙ্গলি
- (B) ইন্ডিয়ান মিরর
- (C) সঞ্জীবনী
- (D) স্বদেশী
(C) সঞ্জীবনী
Q14. ভারতের বৃহত্তম “সোলার পার্ক” কোনটি?
- (A) ভাদলা সোলার পার্ক
- (B) পাভাগাডা সোলার পার্ক
- (C) কুর্নুল আল্ট্রা মেগা সোলার পার্ক
- (D) রেওয়া আল্ট্রা মেগা সোলার পার্ক
(A) ভাদলা সোলার পার্ক রাজস্থান
Q15. বিখ্যাত “সালাল জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) বিতস্তা
- (B) চন্দ্রভাগা
- (C) শতদ্রু
- (D) বিপাশা
(B) চন্দ্রভাগা
Super Bangla gk Questions 2024
Q16. বিখ্যাত “ন্যাপথা জাকরি জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) ঝিলাম
- (B) চম্বল
- (C) ইরাবতী
- (D) শতদ্রু
(D) শতদ্রু নদীর ওপর ( হিমাচল প্রদেশ )
Q17. বিখ্যাত “কিরু জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) টোনস
- (B) উহি
- (C) চন্দ্রভাগা
- (D) সিন্ধু
(C) চন্দ্রভাগা ( হিমাচল প্রদেশ )
Q18. বিখ্যাত “পং জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) ইন্দ্রাবতি
- (B) কালী
- (C) শতদ্রু
- (D) বিপাশা
(D) বিপাশা ( হিমাচল প্রদেশ )
Q19. বিখ্যাত “চিবরো জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) টোনস
- (B) রামগঙ্গা
- (C) তাপ্তী
- (D) সারদা
(A) টোনস ( উত্তরাখণ্ড )
Q20. বিখ্যাত “চিল্লা জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) পেরিয়ার
- (B) গঙ্গা
- (C) সরাবতি
- (D) কৃষ্ণা
(B) গঙ্গা ( উত্তরাখণ্ড )
Q21. বিখ্যাত “ওবরা জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) বরাকর
- (B) তাপ্তী
- (C) রিহান্দ
- (D) তিস্তা
(C) রিহান্দ ( উত্তরপ্রদেশ )
Q22. বিখ্যাত “মহাত্মা গান্ধী বা যোগ জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) নর্মদা
- (B) ব্রাহ্মণী
- (C) মহানদী
- (D) সরাবতী
(D) সরাবতী ( কর্ণাটক )
Super Bangla gk Questions 2024
Q23. বিখ্যাত “রেঙ্গলি জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) মুচকুন্দ
- (B) ভারাহি
- (C) ব্রাহ্মণী
- (D) রাম্মাম
(C) ব্রাহ্মণী ( ওড়িশা )
Q24. বিখ্যাত “মাইথন জলবিদ্যুৎ” কেন্দ্র কোন নদীর ওপর দেওয়া হয়েছে?
- (A) কাবেরী
- (B) তুঙ্গভদ্রা
- (C) গোদাবরী
- (D) বরাকর
(D) বরাকর ( পশ্চিমবঙ্গ )
Q25. বিখ্যাত “হাসদো বঙ্গো জলবিদ্যুৎ” কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
- (A) বিহার
- (B) মধ্যপ্রদেশ
- (C) ছত্রিশগড়
- (D) পশ্চিমবঙ্গ
(C) ছত্রিশগড় ( পশ্চিমবঙ্গ )
Q26. বিখ্যাত “কোপিলি জলবিদ্যুৎ” কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
- (A) আসাম
- (B) কেরালা
- (C) উত্তরাখণ্ড
- (D) কর্ণাটক
(A) আসাম কোপিলি নদীর ওপর ।
Q27. ভারতের কোন রাজ্য “অপ্রচলিত শক্তি উৎপাদনে” প্রথম স্থান অধিকার করেছে?
- (A) কর্ণাটক
- (B) মহারাষ্ট্র
- (C) গুজরাত
- (D) তামিলনাড়ু
(A) কর্ণাটক ( 15462.80 MW)
Q28. কোন দেশ “বার্ষিক সৌরশক্তি উৎপাদনে” প্রথম স্থান অধিকার করেছে?
- (A) ভারত
- (B) আমেরিকা
- (C) চীন
- (D) ব্রিটিশ যুক্ত রাজ্য
(C) চীন ( 482 MW )
Super Bangla gk Questions 2024
Q29. ভারতের কোন রাজ্য “সৌরশক্তি উৎপাদনে” প্রথম স্থান অধিকার করেছে?
- (A) গুজরাট
- (B) মহারাষ্ট্র
- (C) কর্ণাটক
- (D) তামিলনাড়ু
(C) কর্ণাটক ( 7355.17 MW )
Q30. “বায়ুশক্তি” উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
- (A) গুজরাট
- (B) মহারাষ্ট্র
- (C) কর্ণাটক
- (D) তামিলনাড়ু
(D) তামিলনাড়ু 9.3 MW
Q31. “বায়ুশক্তি” উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম?
- (A) ভারত
- (B) আমেরিকা
- (C) চীন
- (D) ব্রিটিশ যুক্ত রাজ্য
(C) চীন 650.56
Q32. প্রথম ভারতীয় “পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক” কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
- (A) মুম্বাই
- (B) লাহোর
- (C) কলকাতা
- (D) পাঞ্জাব
(B) লাহোর
Q33. প্রথম ভারতীয় “পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক” কত সালে প্রতিষ্ঠিত হয়?
- (A) 1890
- (B) 1992
- (C) 1894
- (D) 1895
(C) 1894
Q34. কোন কমিশনের ভিত্তিতে “রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া” প্রতিষ্ঠিত হয় 1935 সালে ?
- (A) মণ্ডল কমিশন
- (B) মুখার্জী কমিশন
- (C) হিলটন ইয়ং কমিশন
- (D) স্বরণ সিং কমিশন
(C) হিলটন ইয়ং কমিশন
Q35. “ষ্টেইট ব্যাংক অফ ইন্ডিয়া” কে প্রতিষ্ঠা করেন?
- (A) জন মেনার্ড কেইন্স
- (B) স্যার অ্যাসবোর্ন স্মিথ
- (C) আলেক্সান্ডার পিকক
- (D) উইলিয়াম কোলভিল
(A) জন মেনার্ড কেইন্স
Super Bangla gk Questions 2024
Q36. “রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার” প্রথম গভর্নর কে ছিলেন?
- (A) আলেক্সান্ডার পিকক
- (B) উইলিয়াম কোলভিল
- (C) স্যার আলেক্স জোন্স
- (D) স্যার অ্যাসবোর্ন স্মিথ
(D) স্যার অ্যাসবোর্ন স্মিথ
Q37. “রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার” প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
- (A) রোহিত জৈন
- (B) দ্বারাকনাথ দেশমুখ
- (C) আলোক আস্তানা
- (D) বিজয় দেশপান্ডে
(B) দ্বারাকনাথ দেশমুখ
Q38. কোন ভারতীয় ব্যাংক “বিপদের শেষ পরিত্রাতা” নামে পরিচিত?
- (A) ষ্টেইট ব্যাংক অফ ইন্ডিয়া
- (B) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
- (C) নাবার্ড
- (D) এক্সিম ব্যাংক
(B) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
Q39. “মিশন ইন্দ্রধনুষ” কত সালে লঞ্জ করা হয়?
- (A) 2012
- (B) 2013
- (C) 2014
- (D) 2015
(D) 2015
Q40. “মিশন ইন্দ্রধনুষ” কোন ক্ষেত্রে পরিকল্পিত?
- (A) ব্যাঙ্কিং মনেটরি কো-অপারেশন
- (B) ফ্রী ইনসিওরেন্স ফর রুরাল পুওরস
- (C) স্যালারি ইনক্রীজ ফর আশা (ASHA) কর্মীস
- (D) ডাবল আলটেড মানি ফর হেল্থ সেক্টর
(A) ব্যাঙ্কিং মনেটরি কো-অপারেশন
Super Bangla gk Questions 2024
Q41. পৃথিবীতে প্রকাশিত প্রথম ডিজিটাল মুদ্রা “Cryptocurrency” কোনটি?
- (A) ইথেরিয়াম
- (B) বিটকয়েন
- (C) লাইটকয়েন
- (D) রিপল
(B) বিটকয়েন