Super Math Questions for all Exams 2024

Super Math for all Competitive Exams 2024

Super Math Questions for all Exams 2024

Introductions:

Welcome to padashona.com ; আজকে ম্যাথেমেটিক্স কোয়েশ্চানস, Super Math Questions for all Exams 2024,ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ, এস এস সি সিজিএল, এম টি এস,ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুযায়ী একটি ইমপর্ট্যান্ট ম্যাথেমেটিক্স কোয়েশ্চান পেপার তৈরি করা হয়েছে। এই প্রশ্ন গুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারী ও মেনস পরীক্ষায় এই প্রশ্ন গুলি আসবেই। এই পেইজটির শেষে পিডিএফ ডাউনলোড করার লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।

Super Math Questions for all Exams 2024

Q1. A, B ও C যথাক্রমে 120000 টাকা, 135000 টাকা এবং 150000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে যদি 56700 টাকা লাভ হয়, তাহলে B কত টাকা পাবে?

  • (A) 16800
  • (B) 18900
  • (C) 20000
  • (D) 21200

(B) 18900

Q2. A একটি ব্যবসায় 76000 টাকা বিনিয়োগ করল। কিছু মাস পর B, 57000 টাকা দিয়ে ঐ ব্যবসায় যোগ দিল। বছর শেষে মোট লাভের অংশ 2 : 1 অনুপাতে ভাগ হলো। কত মাস পর B ঐ ব্যবসায় যোগ দিয়েছিল?

  • (A) 4 মাস
  • (B) 5 মাস
  • (C) 6 মাস
  • (D) 7 মাস

(A) 4 মাস

Q3. আনন্দ ও আকাশ যথাক্রমে 22500 টাকা ও 35000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। মোট 13800 টাকা লাভ হলে, আকাশ কত টাকা পাবে?

  • (A) 5400
  • (B) 7200
  • (C) 8400
  • (D) 9600

(C) 8400

Q4. সামাইরা, মাহিরা এবং কায়রা 578 টাকা দিয়ে একটি রেডিও ভাড়া করল। যদি তারা যথাক্রমে 8 ঘণ্টা, 12 ঘণ্টা, এবং 14 ঘণ্টা ব্যাবহার করা হয়, তাহলে কায়রা কত টাকা ভাড়া দিবে?

  • (A) 192 টাকা
  • (B) 204 টাকা
  • (C) 215 টাকা
  • (D) 238 টাকা

(D) 238 টাকা

Q5. জুই, রেখা ও পিয়ালি যথাক্রমে 45000 টাকা 70000 টাকা ও 90000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করল। 2 বছর শেষে তারা যদি মোট 16,4000 টাকা লাভ করে, তাহলে রেখা কত টাকা পাবে?

  • (A) 36000 টাকা
  • (B) 56000 টাকা
  • (C) 64000 টাকা
  • (D) 72000 টাকা

(B) 56000 টাকা

Super Math Questions for all Exams 2024

Super Math Questions for all Exams 2024

Q6. একটি ছোট ব্যবসায় রিনা 8 মাসে জন্য 35000 টাকা বিনিয়োগ করে, এবং শালু 10 মাসের জন্য 42000 টাকা বিনিয়োগ করে। যদি ব্যবসায় লাভ হয়, তাহলে রিনা কত টাকা পাবে?

  • (A) 9471 টাকা
  • (B) 12628 টাকা
  • (C) 18040 টাকা
  • (D) 18942 টাকা

(B) 12628 টাকা

Q7. পূরবী 120,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। 3 মাস পর মৌসুমী 190,000 টাকা নিয়ে ঐ ব্যবসায় যোগ দিল। এক বছর পর যদি মোট লাভের পরিমাপ 17,50,000 টাকা হয়, তাহলে মৌসুমী কত টাকা পাবে?

  • (A) 800000 টাকা
  • (B) 850000 টাকা
  • (C) 900000 টাকা
  • (D) 950000 টাকা

(D) 950000 টাকা

Q8. অরুণ 38000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। 5 মাস পর বকুল 55000 টাকা নিয়ে ঐ ব্যবসায় যোগ দিল। বছরের শেষে যদি মোট 22000 টাকা লাভ হয়, তাহলে অরুণ ও বকুলের লাভের পার্থক্য প্রায় কত টাকা?

  • (A) 1539
  • (B) 1857
  • (C) 1237
  • (D) 1745

(B) 1857

Q9. A, B, C 50000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। A, B থেকে 4000 টাকা বেশি এবং B, C থেকে 5000 টাকা বেশি বিনিয়োগ করে। মোট 35000 টাকা লাভ হলে, A কত টাকা পাবে?

  • (A) 8400 টাকা
  • (B) 11900 টাকা
  • (C) 13600 টাকা
  • (D) 14700 টাকা

(D) 14700 টাকা

Q10. রিক, রাজা ও রিয়াজ যথাক্রমে 8000 টাকা 4000 টাকা, এবং 8000 টাকা দিয়ে একটি ব্যবসায় বিনিয়োগ করল। 6 মাস পর অরুণ ব্যবসা ছেড়ে দিল। যদি 8 মাস পর ব্যবসায় 4005 টাকা লাভ হয়, তাহলে রাজা কত টাকা পাবে?

  • (A) 890 টাকা
  • (B) 1335 টাকা
  • (C) 1602 টাকা
  • (D) 1780 টাকা

(A) 890 টাকা

Super Math Questions for all Exams 2024

Super Math Questions for all Exams 2024

Q11. সুভাষ 25000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করল। 6 মাস পর আদিত্য 15000 টাকা বিনিয়োগ করে ব্যবসায় যোগ দিল। আরও 6 মাস পর অতিরিক্ত 15000 টাকা বিনিয়োগ করল। 3 বছর পর 247000 টাকা লাভ হলে, আদিত্য কত টাকা পাবে?

  • (A) 105000 টাকা
  • (B) 117000 টাকা
  • (C) 123000 টাকা
  • (D) 130000 টাকা

(B) 117000 টাকা

Q12. সৌরভী 60000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পর রাহুল 140000 টাকা নিয়ে তার সাথে যুক্ত হলো। 1 বছর পর পিউ 120000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। 2 বছর পর যদি মোট 450000 টাকা লাভ হয়, তাহলে রাহুল কত টাকা পাবে?

  • (A) 140000 টাকা
  • (B) 198500 টাকা
  • (C) 210000 টাকা
  • (D) 215000 টাকা

(C) 210000 টাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top