kp exam date 2024
ভূমিকা :
ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও এস আই পরীক্ষা কবে হবে এটা নিয়ে টেনশন করার কোন কারণ নেই বরং প্রিপারেশন ভালো ভাবে শুরু করতে হবে। পরীক্ষায় যাতে কোন রকম অসুবিধা না হয় সেই দিকে নজর দিতে হবে। প্রস্তুতি ভালো না থাকলে পরীক্ষায় ভালো করা যাবে না ,অতএব চাকরি পেতে গেলে প্রস্তুতি ভালো করতে হবে। wbp exam date 2024 সবসময় হাসি খুশি থাকার চেষ্ঠা করতে হবে ,মানসিক শক্তি ও মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে কঠিন পরিশ্রম করা যায় না, সেদিকে নজর দিতে হবে কারণ পুলিশ বা কোন ডিফেন্স ডিপার্টমেন্ট এ সিলেক্ট হতে গেলে ফিজিক্যাল এফিশিয়েন্সি ও মেন্টাল হেল্থ ভালো থাকা দরকার ।
wbp exam date 2024
How to prepare for wbp constable and wbp si 2024?
চাকরি আপনি পাবেন কি না ? তা আপনার প্রস্তুতির ওপর 99% নির্ভর করে আর 1% আপনার ভাগ্যের ওপর । আপনি পশ্চিমবঙ্গে জন্ম গ্রহণ করলে এমনিতেই আপনার ভাগ্য খারাপ ! কারণ সরকারী চাকরির ক্ষেত্রে সরকার একটু অন্য রকম। পরীক্ষা গুলো সময় মতো নেওয়া হয় না।
যাই হোগ, সুযোগ যখন এসে গেছে তখন জান-প্রাণ দিয়ে প্রস্তুতি নিতে হবে। প্রথমেই ঠিক করে নিতে হবে চাকরি আপনাকে পেতেই হবে আর সেটা সৎ ভাবে পরীক্ষার মাধ্যমে। প্রথমেই সিলেবাস টাকে ভালো করে বুঝে নিতে হবে। wbp exam date 2024 সেই অনুসারে সাহসের সাথে এগিয়ে যেতে হবে। সাধারনত যে কোন চাকরির পরীক্ষা কয়ালিফাই করতে গেলে জেনারেল নলেজকে ভালো করে রপ্ত করতে হয়, তারপর সিলেবাস দেখতে হয়। এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন।
west bengal police exam new syllabus 2024?
- 1. ভারতের ইতিহাস
- 2. ভারতের ভূগোল
- 3. জেনারেল সায়েন্স
- 4. ভারতের সংবিধান
- 5. ভারতের অর্থনীতি
- 6. টেকনোলজি ও ট্রেন্ডস
- 7. কারেন্ট ইভেন্টস ও অ্যাফায়র্স
- 8. জেনারেল ইংলিশ
- 9. জেনারেল ইন্টেলিজেন্স
- 10. জেনারেল অ্যারিথম্যাটিক
- 11. ষ্টেইট গভর্নমেন্ট ও ইউনিয়ন গভর্নমেন্ট যোজনা ও স্কিমস ইত্যাদি।
How to start preparation of west Bengal police constable and si?
লক্ষাধিক বা কয়েক হাজার পরীক্ষার্থীর মাঝে আপনি এগিয়ে থাকবেন কিভাবে?এটার সহজ উত্তর হল আপনার স্মার্ট প্রিপারেশন ও সঠিক গাইডেন্স। ভারতের ইতিহাস থেকে কলকাতা পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। সেলেকটিভ ভাবে ইমপর্ট্যান্ট টপিক্স গুলো নোট করতে হবে বিগত বছরের প্রশ্ন পত্র দেখতে হবে। প্রচুর জি কে এম সি কিউ সল্ভ করতে হবে,তা আপনি এখানেই পেয়ে যাবেন।
ভূগোলের ক্ষেত্রেও তাই নবম ও দশম শ্রেণী থেকে স্টার্ট করতে পারলে সুবিধে পাবেন। প্রাকৃতিক, রাজনৈতিক, ও অর্থনৈতিক ভূগোল সেলেকটিভ ভাবে পড়তে হবে। সবথেকে বড় ব্যাপার সেনসাস ডাটা ভালো করে মনে রাখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে প্রশ্ন আসবেই এখানে পাহাড়, পর্বত, নদ নদী, বাঁধ ,জলবিদ্যুত ইত্যাদি রয়েছে।wbp exam date 2024
wbp exam date 2024
ভারতের সংবিধান ও অর্থনীতি থেকে প্রিলিমিনারী ও মেইন্স পরীক্ষায় প্রশ্ন আসবেই। সাধারনত বিভিন্ন আর্টিকেল, সংশোধন , গভর্নর, প্রেসিডেন্ট, লোকসভা, ও রাজ্যসভা থেকে প্রশ্ন আসে। বিভিন্ন ব্যাঙ্কিং প্রতিষ্ঠা, সাল, তারিখ, বিভিন্ন স্কিম ইত্যাদী বিষয় গুলি মাথায় রাখতে হবে। wbp exam date 2024
ভারতের ও পশ্চিমবঙ্গের যে কোন পরীক্ষায় সায়েন্স ও টেকনোলজি থেকে প্রশ্ন আসবেই। এই পরীক্ষায় সাধারনত জেনারেল সায়েন্স থেকে জীবন বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। নবন ও দশম শ্রেণীর যে কোন বই পড়লেই চলবে। পদার্থবিদ্যা ও রসায়ন থেকে আলো, শব্দ, লেন্স, ইত্যাদি কয়েকটি ইমপর্ট্যান্ট পার্টকে গুরুত্ব দিয়ে পড়তে হবে।
wbp exam date 2024
ভারত ও পশ্চিমবঙ্গের যে কোন পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট আফফায়র্স একটি গুরুত্ব পূর্ণ অংশ। প্রতিদিনের সাধারণ ঘটনা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। তাই একে দারুন ভাবে গুরুত্ব দিতে হবে এবং প্রচুর প্রশ্ন সল্ভ করতে হবে। এখানেই অনেক কারেন্ট আফফায়র্স পোস্ট পেয়ে যাবেন।
ভারতের পরীক্ষার্থীদের কাছে জেনারেল ইন্টেলিজেন্স ও অঙ্ক একটি ভীতির বিষয়। কিন্তু মনে রাখতে হবে, কমপেটিটিভ পরীক্ষায় কঠিন প্রশ্ন করা হয় না। প্রকৃত পক্ষে পরীক্ষার এই পার্টটি দারুন স্কোরিং এবং সহজ, সবাই এখান থেকেই নম্বর তুলে নেয়। আর যারা এই বিষয় টিকে ভালো ভাবে না নিয়ে পরীক্ষায় বসে, তাদের অবস্থা উল্লেখ্য না করাই ভালো । wbp exam date 2024 তাই প্রচুর অঙ্ক ও জি আই সমাধান করতে হবে।
জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন আসবেই আসলে পরীক্ষার্থীদের মধ্যে এই বিষয়টি দারুন সহজ কারণ মাধ্যমিক মানের যে কোন গ্রামার বই থেকে আর্টিকেল ও প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, আরও অনেক কিছু বইতেই আছে সল্ভ করতে হবে।
west bengal police exam date 2024?
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে এই পরীক্ষার জন্য কোন তারিখ ঠিক করা হয় নি। কলকাতা পুলিশ পরীক্ষার তারিখ অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয় নি, কিন্তু খুব তাড়াতাড়ি এই দুই পুলিশ পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। সরকারি চাকরির সংরক্ষিত প্রার্থী নিয়ে সরকার ও কলকাতা হাইকোর্টের মধ্যে বিবাদ চলছে। এই বিবাদ মিটলেই অনেক পরীক্ষার তারিখ ঠিক হয়ে যাবে এবং অনেক রেজাল্ট পাবলিশ করা হবে। wbp exam date 2024 খুব তাড়াতাড়ি অনেক পরীক্ষার তারিখ ফিক্সড হয়ে যাবে, প্রস্তুতি চালিয়ে যান।
Wbpsc miscellaneous exam date 2024?
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ও মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার্থীদের জন্য সুখবর আপাতত ওয়েস্ট বেঙ্গল পি এস সি মিসলেনিয়াস সার্ভিস-এর পরীক্ষার তারিখ 15ই সেপ্টেম্বর- 2024, ঘোষণা করল । সাথে ক্লার্কশিপ পার্ট-1 পরীক্ষার তারিখ 16ই ও 17ই নভেম্বর-2024 ঠিক করল। জোর কদমে প্রস্তুতি চালিয়ে যান। লাটেস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কমপেটিটিভ পরীক্ষা ও আপডেট পাওয়ার জন্য এই ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন।
Wbcs preliminary and mains exam date 2024.?
“ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস” প্রিলিমিনারী পরীক্ষার তারিখ 15ই ডিসেম্বর 2024. আপাতত ঘোষণা করা হয়েছে । আর সাথে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2023 এর মেইন্স পরীক্ষার তারিখ 16ই আগস্ট থেকে 20ই আগস্ট 2024 পর্যন্ত তারিখ ঠিক করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পি এস সি র অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। নতুন কোন আপডেট পাওয়ার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পি এস সি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, স্টাফ সেলেকশন কমিশন-এর সি জি এল, সি এইচ এস এল,ব্যাংক রেল ইত্যাদি পরীক্ষার সিলেবাস অনুসারে কন্টেন্টস তৈরি করা হয় ।।