west bengal police exam 2025.

Introduction :
Welcome to padashona.com আজ ইউপি পুলিশ, বিহার পুলিশ, পিএসসি বিবিধ, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ ক্লার্কশিপ, এসএসসি সিজিএল, এমটিএস, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ইত্যাদির জেনেরেল নলেজের সিলেবাস অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্নগুলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ট্যান্ডার্ড। wbp exam preparation 2025 ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় এই প্রশ্নগুলি আসবে। আপনি এই পৃষ্ঠার শেষে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারেন।
wbp exam preparation 2025

আসন্ন পরীক্ষা কবে হবে তা পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ পরীক্ষার ডিপার্টমেন্ট সরকারী ভাবে ঘোষণা করেছে । পরীক্ষা তাড়াতাড়ি শুরু হবে কিন্তু এই পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় গুলি আলোচনা করা হল সবার প্রথমে জেনে রাখা প্রয়োজন যে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ হল দুটি পৃথক ডিপার্টমেন্ট। কিন্তু পরীক্ষার সিলেবাস দেখলে বিশেষ একটা পার্থক্য নেই বললেই চলে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ পরীক্ষায় হাইয়েষ্ট মার্ক তোলার জন্য প্রার্থীদের সাধারণ জ্ঞান বিষয়ে বিশেষ ফোকাস করতে হবে।
আর এই সাধারণ জ্ঞান বিষয়ে – ভারতের ইতিহাস, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, অর্থনীতি ও রাজনীতি এখানে ভারতের সংবিধান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে। জেনারেল সায়েন্স থেকে মাধ্যমিক মানের ও কত গুলি বাজার চলতি বই ভালোভাবে পড়লেই অনেক কমন পাওয়া যাবে।
জেনারেল সায়েন্স থেকে জেনারেল অ্যারিথম্যাটিক প্রশ্ন আসে -এখানে সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর অংক ভালোভাবে অনুশীলন করলে কমন পাওয়া যাবে। এছাড়াও বাজার চলতি অনেক অংক বই পাওয়া যায় , সেগুলি সংগ্রহ করে অনুশীলন করলে সবার থেকে এগিয়ে থাকা যায়।
এর সাথে জেনারেল ইন্টেলিজেন্স বিষয়ে বিশেষ নজর দিতে হবে । কারণ এখানেই অনেকেই প্রতিযোগিতা থেকে ছিটকে যাবেন, এই বিষয়টি একটু সবার নতুন বলে মনে হয়। তবে যারা সিভিল সার্ভিস পরীক্ষার বই আর এস আগরওয়ালের বই নিয়মিত অনুশীলন করেন তাদের এই পার্টটি থেকে পুরো নম্বর পাবেন।
wbp exam preparation 2025

কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি দারুন সহজ। প্রতিনিয়ত খবরের কাগজ ও মাসিক অ্যাচিভার্স পত্রিকা গুলি মনোযোগ সহকারে স্টাডি করলে এই সব পরীক্ষায় কমন পরেই যায়। সাফল্য ও অনান্য পত্রিকা ও পড়তে হবে।
গ্রামবাংলার ছেলে মেয়েদের ইংলিশ নিয়ে একটু দুর্বলতা আছে তবে যারা ইংলিশ অনার্স করেছেন তাদের দুর্বলতা নেই। তবে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য আবার শুরু থেকেই পড়াশোনা শুরু করতে হবে । এই সমস্ত পরীক্ষায় সাধারনত সহজ ইংলিশ আসে। যেমন আর্টিকেল ও প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইংলিশ বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বানান শুদ্ধ করণ, ইডিওম ও ফ্রেশ , ওয়ান ওয়ার্ড সাবসটিটিউশন, ভয়েস চেঞ্জ, উক্তি পরিবর্তন, ইত্যাদি। ইংরেজি বিষয়ে বেশি নম্বর তোলার জন্য পি.কে .দে সরকারের গ্রামার বইটি ভাল ভাবে পড়লেই অনেক নম্বর পাবেন।
বিষয় ভিত্তিক জেনারেল নলেজ ছাড়া ও একে বারে সাধারণ জ্ঞান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে যেমন – ভারতের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? বর্তমান ভারতে কয়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? বর্তমান ভারতের কয়টি কেন্দ্র-শাসিত অঞ্চল আছে? ইত্যাদি ধরনের প্রশ্ন আসতে পারে। সাধারনত এরকম জেনারেল নলেজ প্রশ্ন গুলির কোন সিলেবাস হয় না। বাজার চলতি কত গুলি বই পড়লেই এই সমস্ত প্রশ্নের উত্তর করা যায় ।
wbp exam preparation 2025

২০২৪ সালের পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা ২০২৫ সালের মে-জুন মাসে হওয়ার সম্ভাবনা আছে । তা না হলে ঐ বছরের শেষের দিকে হবেই । ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা নেওয়া হবে। কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এই বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে ।।